Post# 1449908863

12-Dec-2015 2:27 pm


আওলাকি:
আমি উনাকে ভালোবাসি। উনার ইখলাসের জন্য উনার ইলমের জন্য।

কিন্তু উনার কোনো লেকচার শুনতাম না। ইচ্ছে করে না শুনার স্বিদ্ধান্ত নিয়েছিলাম। শুনে কি করবো? এই মুহুর্তে বাংলাদেশে উনার লেকচারের শুনে সত্যিকারে করার মত কোনো কাজ মুসলিমদের নেই।

বরং কিছু বাংগালী উনার লেকচার শুনে অতিউত্তেজিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। তাদেরকে আমি পথ ভ্রস্ট মনে করি। এবং তারা মুসলিমদের যেই যেই ফতোয়ার উপর কাফির বলে, সে সকল ফতোয়াগুলোর অধিকাংশে আমার কাছে গ্রহনীয় না।

তাই উনার লেকচার রেখে দিয়েছিলাম সময় যখন হবে তখন শুনবো বলে। কিছু দিন পরেই সময় হবে এই বিশ্বাসে।

এখন সময় হয়ে গিয়েছে। "মালাহামা" দিয়ে আরম্ভ করবো, ইনশাল্লাহ।

    Comments:
  • সংস্লিস্ট কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স না নিয়ে, মত প্রকাশ বৈধ হয় কিভাবে?

12-Dec-2015 2:27 pm

Published
12-Dec-2015