Post# 1450881742

23-Dec-2015 8:42 pm


[নিচের স্টেটাসটা সবার জন্য না]

আখিরুজ্জামানের ট্রেন্ডগুলোর মাঝে নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা হলো জার্মানির ন্যটো থেকে কিছুটা পিছটান দেয়া। আজকে জার্মানি তুরস্ক থেকে তাদের পেট্রিয়ট মিসাইলগুলো সরিয়ে নিয়েছে, তিন বছরের বধ্যকতা শেষ বলে।

    Comments:
  • সুরা কাহাফের শেষ আয়াত "কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম..." এর উপর একটা ব্যখ্যা আশা করছিলাম। পেলাম না এখানে।

    উনি বললেন: রাসুলুল্লাহ ﷺ বিনয়ের জন্য নিজে নিজেকে বশর বলেছেন। কিন্তু ঐ আয়াতে আল্লাহ তায়ালা নবীকে বশর বলছেন।

    এর পর উনি বললেন শয়তান ও কাফিররা নবীকে বশর বলেছেন, কিন্তু কোনো ঈমানদার নবীকে বশর বলেছে এটা কোরআনা শরিফের ৬৬৬৬ আয়াতে পাননি। কিন্তু ঐ আয়াতে আল্লাহ তায়ালা নিজেই নবীকে বাশার বলছেন।

    এর পর উনি বললেন আমরাও নবীকে বশর বলি, কিন্তু উনি নূরের তৈরি বাশার।

    কোরআন শরিফের এই আয়াতগুলোর উপর উনার ব্যখ্যা এবং বিখ্যাত তফসিরের কিতাবগুলোতে এই আয়াতগুলোর যে ব্যখ্যা, এ দুটো মিলে নাকি মিলে না সেটা হলো বড় প্রশ্ন। কারন তফসিরের সাথে না মিললে এটা হলো উনার ব্যক্তিগত ব্যখ্যা। এবং এ ভিডিওতে উনি তফসিরের কোনো রেফারেন্স দেন নি।

23-Dec-2015 8:42 pm

Published
23-Dec-2015