Post# 1451440515

30-Dec-2015 7:55 am


প্রশ্নহীন আনুগত্য:

আমি আলেম না। তাই যে লোক আলেম, আর যে জানে, তার কথার উপর আমি কথা বলতে পারি না। তার ভুল ধরার অধিকার আমার নেই। কারন যে কোনো সময় সে বলতে পারে "আপনি কিছু জানেন না", "অল্প বিদ্যা ভয়ংকরী", "দেশের সবাই যেন ডাক্তার আর মুফতি" এসব কথা।

তাহলে কি আমি তার প্রশ্নহীন আনুগত্য করবো? যেমন সাহাবা কিরামগন রাসুলুল্লাহ ﷺ কে করতেন?

উত্তর হলো: আলেমদের কথায় পার্থক্য আছে। এবং সব আলেমের বিপরতিমুখি বিষয়গুলোতে এক সাথে সবার অনুসরন সম্ভব না। তাই প্রশ্নহীন আনুগত্য শুধু আমি নিজ ঘড়ানার আলেমদেরকে করবো। অন্য ঘড়ানার না।

আমি যদি হানাফি-দেওবন্দি মতধারায় বিশ্বাসী হয়ে থাকি তবে শুধু মাত্র হানাফি-দেওবন্দি আলেমের প্রশ্নহীন অনুগত্য করবো।

দিনের শেষে, একজন শিয়া আলেমও কোরআন হাদিস থেকে প্রমান না দিয়ে কথা বলেন না।

30-Dec-2015 7:55 am

Published
30-Dec-2015