Post# 1450953319

24-Dec-2015 4:35 pm


Arabic Notes - 1
আমার আরবী শিখার অংশ হিসাবে নোটস গুলো সহজ করে দিয়ে দিলাম যেন পরবর্তিতে এগুলো একসাথে করে কাজে লাগানো যায়। আমারও চর্চা হয়।

১। আরবীতে কোনো কাজের নামের আগে "ম" লাগালে ঐ কাজ করার জায়গা বুঝায়।

সিজদা -> মসজিদ, সিজদা দেবার জায়গা।
সালাহ -> মসল্লাহ, সালাত পড়ার জায়গা, জায়নামাজ।
কিতাব -> মকতব, লিখার জায়গা।

২। আর "মু" লাগালে বুঝায় ঐ কাজ করার লোক

আজান -> মুয়াজ্জিন, যে আজান দেয়।
ঈমান -> মু'মিন, যে ঈমান এনেছে।
সালাত -> মুসুল্লি, যারা নামাজ পড়ছে।

24-Dec-2015 4:35 pm

Published
24-Dec-2015