Post# 1449815470

11-Dec-2015 12:31 pm


সব দলের দুই সাইড আছে। আমি সব দলের ভালো-মন্দ দুটো দিক দেখতে পছন্দ করি।

তবে কোনো দলের ভালো কিছু থাকলেই আমি ঐ দলের সমর্থক না, বা কোনো দলের মন্দ থাকলেই আমি তার বিরোধি না। দু পক্ষেরই ভালো মন্দ থাকলেও আমি এক পক্ষের সমর্থক।

মাঝে মাঝে সেল্ফ কন্ট্রাডিকটিং মনে হয় যখন আমি যুক্তি প্রেজেন্ট করি এক পক্ষের কিন্তু সমর্থন করি অন্য পক্ষকে। এটা স্পস্ট করে বুঝানোর জন্য যে তোমার যুক্তিগুলোকে আমি স্বিকার করছি। কিন্তু আমি সমর্থন করি ঐ পক্ষকে, রিগার্ডলেস।

কোন দলের বিরোধিতা করার জন্য ঐ দলকে এবসোলিউট খারাপ প্রমান করাকে শর্ত মনে করি না। এবং বিপরিত পক্ষের সবগুলো যুক্তিকে ভাঙ্গা আমি জরুরি মনে করি না।

এটা তর্ক এড়ানোর জন্য, করি। সত্যকে চিনতে হয় বিচক্ষনতা দিয়ে, যুক্তি দিয়ে না।

যে জানতে চায় তাকে জানাই। কিন্তু যে আগে থেকে জানে এবং অলরেডি স্বিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তার সাথে তর্কে জড়াই না।

কারন এটাই: ভালো-মন্দ যুক্তি উভয় পক্ষের আছে। কিন্তু আমি এক পক্ষের সমর্থক, উভয় পক্ষে না।

11-Dec-2015 12:31 pm

Published
11-Dec-2015