Post# 1449481558

7-Dec-2015 3:45 pm


কেমন যেন আইডোলজিক্যল চেইঞ্জ দেখতে পাচ্ছি নিজের মাঝে। মুনাফিক আর মুসলিমদের এক করে দেখতে পারছি না। "কে মুনাফিক আর কে মুসলিম সেটা আল্লাহ জানেন, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছ?" --- এই যুক্তি এখন আমার কাছে অচল।

"যারা নামাজ পড়ে না, তারা সবই মুনাফিক এবং এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই" --- এই কথাটাই ঠিক।

এটা আমার একটা আইডোলজিক্যল সিফট। কিন্তু এটা কিসের লক্ষন? সামনে মুনাফিক মুসলিমরা ভাগ হয়ে যাবে তার ছায়া? নাকি শেষ বয়সে এসে একটা ভুলে পড়ে যাচ্ছি?

শেষ বয়সে অনেক মুসলিম একটা ভুল করে বসে। এটা প্রমানিত। আমাদের হাফেজ্জি হুজুর শেষে এসে পলিটিক্সে নেমেছেন। এটাকেও আমি উনার একটা ভুল হিসাবে দেখি, কিন্তু সঠিকটা আল্লাহ জানেন। ইতিহাসে উনাকে এখনো স্বরন করা হয় ইসলামি শিক্ষায় উনার অবদানের জন্য। পলিটিক্যলি উনি কি করেছেন তার জন্য না।

এরকম শেষ বয়সে এসে পলিটিক্সে ঢুকে ভুল করেছেন এরকম আরো কয়েকটা উদাহরন আছে। কিন্তু পলিটিক্সই একমাত্র ভুল করার জায়গা না, আরো আছে।

আমার পরিনতি কি হবে, আল্লাহ তায়ালা জানেন।

7-Dec-2015 3:45 pm

Published
7-Dec-2015