Facebook Posts - July 2016

6-Jul-2016 7:51 pm


ফ্রেন্স,
না আমাকে পুলিশে ধরে নি। এতেকাফে ছিলাম এতদিন।
এখন সুস্থ সালামত ফিরে এসেছি, আলহামদু লিল্লাহ।

এর মাঝে, দেশ ও জাতীর খবর কি?
কিছু মিস করলাম নাকি? :-P

ঈদ মুবারক। :-D

https://www.youtube.com/watch?time_continue=171&v=d0OazMMtmQQ

    Comments:
  • ঈদের চাদ দেখলে বের হয়। ইতেকাফ হয় মাগরিব থেকে মাগরিব পর্যন্ত।
  • আপনি আবার আইডি এনাবেল করলেন কবে?
  • catch up করতে হবে। দুনিয়া বিচ্যুত ছিলাম যেহেতু অনেক দিন।
    মদিনায় কি আসলেই হামলা হয়েছে নাকি সিলিন্ডার বিস্ফোরন?
    হলে এটা হুতিদের কাজ হবে হয়তো।
    কিন্তু এখানে পাকিস্তানি কেন? পাকিস্তানী শিয়ার কাজ?
  • কাউন্টার টেরোরিজম ইউনিট নামে কোনো ইউনিট কি সত্যি হয়েছে? হটলাইন কি কোনো ফোন নম্বর?
  • এখন আশা করি অফিসিয়ালি ভারতীয় সেনাদের ঢাকার রাস্তায় দেখতে পারবো।

6-Jul-2016 7:51 pm

6-Jul-2016 10:57 pm


চাদ দেখার উপর delayed পোস্ট:

এই বছর পাকিস্তান আর শ্রীলংকা চাদ দেখে সৌদিদের সাথে ঈদ করছে, আজকে।

দুনিয়াতে শুধুমাত্র বাংলাদেশ আর ভারতে ঈদ হচ্ছে কালকে বৃহস্পতিবার। বাকি পৃথিবীর প্রায় সব দেশে একই দিনে ঈদ হয়েছে, আজকে বুধবার। তোমরা যারা একই দিনে ঈদের স্বপ্ন দেখতে, স্বপ্ন প্রায় সাকসেসফুল।

বাই দা ওয়ে, গ্লোবাল ওয়ালাদের কিন্তু গতকাল মঙ্গলবার ঈদ করার কথা ছিলো। কারন রাশিয়াতে গতকাল ঈদ হয়েছে। "দুনিয়ার প্রথম যে দেশে চাদ দেখা যায় তখনই সারা পৃথিবীতে ঈদ", মনে আছে?

তারা কি তাদের নীতিতে এখনো ঠিক আছে? নাকি গ্লোবাল বলতে তার আসলে বুঝায় সৌদি? :-P

    Comments:
  • কবে লিখেছে? গতকাল?
  • টেকনিক্যলি কথাটা ঠিক। আজকে চাদ দেখতে পারার কথা। এবং কালকে সত্যি ঈদ :-P
  • হে হে। খারাপের জন্য আশা করতে হয় না। "আশংকা" কারতে হয়। difference has.
  • এই সব বললে বুজুর্গি জাহির হয়ে যাবে। অথচ বুজুর্গি হলো গোপন রাখার জিনিষ :-P
  • "ব্যবসায়" না নামলে মুরিদ বাড়িয়ে লাভ নেই :-D
  • তার পরও গণদাবীর মুখে বুজুরগি জাহির করে কিছু পোস্ট দিতে হবে। উস্তাদের হুকুম বলে কথা।

    তবে আজকে না। পরে। :-D

  • তুরস্কের কথা বাদ। রাশিয়া ওয়ালারা কিন্তু কেলকুলেট করে ঈদ করে নি।
  • এটা কেলকুলেশন হলো। একটু আগে বললেন আপনি কেলকুলেশনে বিশ্বাস করেন না।
  • "কারণ আমরা চাঁদ দেখায় বিশ্বাসী। ক্যালেন্ডারে নয়।" <-- আর্টিক্যেল থেকে।
  • অকে। ঈদের দিন রাতে তর্ক বাদ দেন। শাওয়াল মাসের ৩ তারিখ থেকে অপনার সাথে আবার তর্ক আরম্ভ করতে হপে :-P

6-Jul-2016 10:57 pm

7-Jul-2016 8:11 pm


মুন্নি শাহ স্টাইলে, "এতেকাফের পর অপনার অনুভুতি কি?" প্রশ্ন চলছেই। তাই এই পোস্ট।

রমজানের এতেকাফ করার উদ্যেশ্য হলো শবে কদরের খোজ করা। এটাই মূল। এবার শবে কদর হয়েছে আমাদের ২৭শে রমজান রাতে। যে রাতে আর সবাই ইবাদত করে। কিন্তু এই রাতে যে শবে কদর এটা অনুভুতিতে আসবে তখন, যখন বাকি রাতগুলোতেও ইবাদত করা হবে।

আল্লাহ তায়ালার জন্য নির্দিস্ট একটা সময়, যেমন ১০ দিন বা ৪০ দিন ইতেকাফকারীর অন্তরে আল্লাহ তায়ালা গোপন কোনো অনুভুতির দরজা [আরবীতে মারেফত] খুলে দেন। তবে এগুলো সুফিজমের বিষয়াদি। বেশি কথা বললাম না।

একটা হিন্ট। রমজান মাস যার ভালো কাটবে তার সারা বছর ভালো কাটবে। হাদিস হিসাবে বর্ননা আছে উলুমুদ্দিনে। এটাকে এক্সট্রাপোলেট করে ধরে নেয়া যায় দেশের রমজান এবার যেরকম কেটেছে, আসন্ন বছরটা হয়তো সেরকম কাটবে।

এবার ৮ দিন বসেছিলাম। ইনশাল্লাহ সামনের বছরও যদি ৮ দিনের জন্য বসি তবে এবারের মত ২৩-৩০ তারিখ না বসে, বরং ২১-২৮ বসবো ইনশাল্লাহ। কারন এই সময়টায় মাঝে শবে কদর পড়ার সম্ভাবনা আরো বেশি।

    Comments:
  • কোনো আলেমদের মতে ঐ কিতাবের অধিকাংশ হাদিসই অথেনটিক না। কোনো আলেমদের মতে সব হাদিস অথেনটিক।

    অথেনটিক না এর পক্ষে সালাফি মতাবলম্বি আলেমরা বেশি জোরালো।
    অথেনটিক এর পক্ষে হানাফি আলেমরা বেশি।

    যে যেটা আনুসরন করে।
    আমি অধিকাংশ ক্ষেত্রে হানাফি মত অনুসরন করি।

7-Jul-2016 8:11 pm

8-Jul-2016 1:44 pm


বর্তমান পরিস্থিতিতে শুধু একটা টপিক পেলাম যেটা নিয়ে ফেসবুকে লিখা এখন নিরাপদ: জোকস। :-P

8-Jul-2016 1:44 pm

8-Jul-2016 2:13 pm


এতেকাফ নিয়ে আমার যে ভুল ধারনাগুলো ছিলো:


ধারনা ছিলো এতেকাফের উদ্যেশ্য হলো সারা রাত নামাজ পড়া আর সারা দিন ঘুমানো। পরে জানলাম সেটা না, বরং এতেকাফের উদ্যেশ্য হলো দুনিয়াদারী থেকে বিরত হয়ে মসজিদে আল্লাহর জন্য অবস্থান করা।

অবস্থান করাটা আসল। ফরজের বাইরে এক্সট্রা কোনো ইবাদত না করে সারা দিন ঘুমালেও এতেকাফ সঠিক।


ধারনা ছিলো এতেকাফ অবস্থায় দুনিয়াভি কোনো কথা না বলে চুপ থাকতে হয়। গ্রাম দেশে দেখেছি। মুখ প্রায় সিলাই করে রাখে। আকার ইংগিতে কথা বলে।

জানলাম এতেকাফ অবস্থায় প্রয়োজনীয় সব কথাই বলা যায়। একদম চুপ করে বসে থাকা বরং মাকরুহ।


ধারনা ছিলো এতেকাফ অবস্থায় বাসায় আসলে এতেকাফ শেষ। বাসা থেকে খাবার পৌছে দেবার মানুষ না থাকলে এতেকাফে বসা যাবে না।

পরে জানলাম এটা ভুল ধারনা। রাসুলুল্লাহ ﷺ খাবার খেতে, এবং টয়লেট করতে মসজিদ ছেড়ে বাসায় প্রবেশ করতেন। হানাফি মাজহাবেও এই সব প্রয়োজনে বাসায় আসা জায়েজ আছে।


ধারনা ছিলো এতেকাফ কারীগন কাপড় ঘের দিয়ে এতেকাফ করে এটা খারাপ। কারন মসজিদের জায়গা দখল করে নিজেরা আরাম করছে।

পরে জানলাম, না বরং এটাই এতেকাফের নিয়ম। রাসুলুল্লাহ ﷺ মসজিদে নববীতে এতেকাফের সময় মসজিদের ভেতর তাবু টাংগাতেন। সাহাবা কিরামগনও নিজ নিজ ঘের দিয়ে টংগ এর মত করে এতেকাফ করতেন।


ধারনা ছিলো এতেকাফ ভেঙ্গে গেলে সোয়াবটা পেলাম না, এটাই ক্ষতি। অন্য কোনো সমস্যা নেই।

পরে জানলাম, না বরং যতদিন এতেকাফ করার নিয়ত করে বসেছি তার আগে এতেকাফ ভেঙ্গে গেলে রমজানের পর এর কাজা করতে হবে। কাজা আদায় করতে হবে মসজিদে এতেকাফ করে এবং ঐ দিনগুলোতে রোজা রেখে। কারন এতেকাফ শুদ্ধ হবার জন্য রোজা রাখাও শর্ত। হিসাবটাও পূর্ন দিন ধরে করতে হবে। এক সন্ধা থেকে পরের দিন সন্ধে পর্যন্ত।

    Comments:
  • অকে :-D

8-Jul-2016 2:13 pm

8-Jul-2016 3:00 pm


Meanwhile in আম্রিকা: গত দুই দিনে পুলিশ দুই জন কালোকে ধরে রাস্তায় শুইয়ে ঠান্ডা মাথায় গুলি করে মেরেছে। এর প্রতিশোধ হিসাবে আজকে ৫ জন পুলিশকে গুলি করে হত্যা করেছে কালোরা এক মিছিলের পর।

প্রথমে খবর আসছিলো ৪ জন পুলিশ মারা গিয়েছে। এটা আম্রিকার জন্য বড়। এখন ৫ জনের মৃত্যু মানে ইন্টারনেশনেলি বড় খবর।

এদিকে বাংলাদেশের গুলশানের কাহিনী নিয়ে এখনো আন্তর্জাতিক পত্রিকায় এডিটোরিয়াল আর নিউজ এনালাইসিস লিখা চলছে।

বড় ঘটনা আগে ৪-৫ দিন পর পর একটা ঘটতো। এখন প্রতিদিন ঘটছে। আজকে আম্রিকায় ৫ পুলিশ খুন। গতকাল: শোলাকিয়া।

"মানুষ জাতিতে জাতিতে দলে দলে ভাগ হয়ে যাবে" -- হচ্ছে।

    Comments:
  • আমেরিকার সাদা বনাম কালোরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একে অন্যের প্রতি ঘৃনা-বিদ্বেষ দ্বারা বিভক্ত হয়ে যাচ্ছে। এটা ভাগ।

    প্লাস হিলারি ক্লিনটনকে ইমেইল কেলেংকারীর জন্য ছেড়ে দেয়াতেও মধ্যবিত্তরা মনে করছে উচ্চ বিত্তদের কোনো বিচার হয় না।

    সব কিছু মিলিয়ে খিচুড়ি অবস্থা।

8-Jul-2016 3:00 pm

8-Jul-2016 8:20 pm


ধারনা করেছিলাম এই ধোকা শুধু আমি একাই খেতাম :-P
    Comments:
  • রমজানের শেষ ৮ দিন করেছিলাম।
  • সন্দেহ থাকলে আলেমদের থেকে ক্লিয়ার করে নিবেন।
    যেটা লিখেছি সেটা হলো আমি যা জেনেছি সেগুলো থেকে।
  • ^ এটার জবাব, জানা নেই :-D
  • আপনি যেটা বলছেন সেটা হলো আংশিক দিনের ইতেকাফ। ঘন্টা ধরে বা এরকম।

    ১। এরকম ইতেকাফ হলেও মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙ্গে যাবে।
    ২। এ ধরনের ইতেকাফে মসজিদে ঢুকার সময় নিয়ত করে নেয়, "আমি মসজিদ থেকে বের হবার পূর্ব পর্যন্ত ইতেকাফ করার নিয়ত করলাম।"
    ৩। রমজানের ভেতর বা বাইরেও পূর্ন দিন নফল ইতেকাফ করার নিয়ত নিয়ে বসে কেউ যদি তা ভেঙ্গে ফেলে তবে সেটা কাজা করতে হবে। হানাফি মাজহাবে কাজা ওয়াজিব, যদিও প্রথম ইতেকাফটা ছিলো নফল। অন্যান্য মাজহাবে কাজা ঐচ্ছিক।
    ৪। এতেকাফ অবস্থায় রোজা রাখতে হবে এটা অন্য মাজহাবের জন্য শর্ত। তবে হানাফি মাজহাবে শর্ত না। তবে ইতেকাফ ওয়াজি হয়ে গেলে হানাফি মাজহাবে রোজাও রাখতে হবে।

    উপরের কোনো পয়েন্টে যদি আপনি আরো ভালো জানেন তবে আমাকে শুদ্ধ করে দিলে খুশি হবো। তবে স্পেসিফিকলি এবং স্পস্ট করে বলতে হবে। ঝাপসা কিছু না।

    নচেৎ আলেমদের উপর ছেড়ে দেন। যেমন প্রথমে বলেছিলাম।

8-Jul-2016 8:20 pm

9-Jul-2016 4:16 pm


কি লিখবো খুজে পাচ্ছি না।

এক সময় আমাদের গুটি কয়েক believer যে আশংকাগুলো নিয়ে লিখতাম, এখন ফেসবুকের সবাই সেগুলো নিয়ে ধুমার্সে পোস্টিং দিচ্ছে। আমাদের লিখায় নতুনত্ব আর কিছু নেই। তাই লাইক ব্যবসায় ভাটা নেমেছে।

9-Jul-2016 4:16 pm

10-Jul-2016 8:19 pm

  • কাশ্মিরে গন্ডোগোল আরম্ভ হয়েছে, পড়েছো?
  • হুম। তো? নিজের দেশের চিন্তায় অস্থির, আর কাশ্মির...
  • আমাদের পূর্ব পুরুষগন বলে গিয়েছিলেন, ঐ দিকটা ওরা দখল করে নিলে, এর ফলশ্রুতিতে এই দিকটা এরা দখল করে নেবে।
  • মানে...কারা?
  • আমি হৃদয়ের কথা কহিতে ব্যাকুল, শুধালো না মোরে কেহ।

    সময়টা রিস্কি।
    বেশি কথা বলা নিষেধ। :-P

    10-Jul-2016 8:19 pm

  • 11-Jul-2016 9:28 pm


    না বলতে পারা একটা বিরাট গুন।

    মাদ্রাসার জন্য চাদা চাচ্ছে
    চাকরি দিতে বলছে
    বা সেলস ম্যন কিনতে বলছে।

    আধিকাংশ সহজেই "না" বলতে পারে।
    কেউ কেউ অস্বস্তিতে পড়ে যায়: তাকে নিরাশ করবো?

    "না" বলাটা শিখতে হয়।
    ভালো মানুষ আপনাকে মদ খাইয়ে দিতে পারবে।
    বা আপনার টাকা নিয়ে পলিয়ে যেতে পারবে।

    যারা না বলতে পারে তাদের জন্য এখানে কিছু নেই।
    যারা ইত্বস্ততঃ করে তাদের জন্য টিপস।

    প্রথমে: ঘাড় সোজা কর তার মুখো মুখি হতে হবে।

  • অন্তরের ঘাড় না, রিয়েল ঘাড়। কাধের উপর যেটা আছে।
  • অন্য দিকে ফিরে না, তার সোজা মুখ করে দাড়াতে হবে।

    এর পর তার চোখের দিকে তাকান।

  • নিচের দিকে তাকাবেন না।
  • তার চোখ এড়িয়ে যাবেন না।

    তাকে থামিয়ে তার কথা তাকে শুনিয়ে দেন। "আপনি বলছেন আপনার ছেলেকে এই চাকরিটা না দিলে তার অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক?", "বলছেন জাকাতের টাকা

    11-Jul-2016 9:28 pm

  • 12-Jul-2016 5:42 am


    ফজরের নামাজে মুসুল্লির সংখ্যা:

    যেটা দেখেছি: বছরের এই সময়ে, মানে জুন-জুলাই মাসে মুসুল্লি সবচেয়ে কম থাকে। প্রথমতঃ বৃস্টি। এর পর জামাত ধরতে হলে এখন ঘুম থেকে জাগতে হবে সকাল সাড়ে চারটায়। অনেকে এটা পারে না।

    এর পর বর্ষা কালটা কেটে যেতে থাকলে মুসুল্লি বাড়তে থাকে।

    অক্টবর নভেম্বেরের দিকে জামাত সকাল ৬ টার দিকে চলে আসে, এবং মুসুল্লি তখন থাকে সবচেয়ে বেশি। বর্ষাকালের ৩-৪ গুন বেশি।

    এর পর ডিসেম্বর-জানুয়ারিতে প্রচন্ড শীত পড়ে। কুয়াশায় মুসুল্লি আবার কমে যায়।

    শীতকাল কেটে গেলে মুসুল্লি আবার বাড়তে থাকে। বর্ষাকাল পর্যন্ত। এর পর আবার কমে আগের মত।

    _______
    পুরো রমজান মাসে ফজরের নামাজে মুসুল্লি থাকে সবচেয়ে বেশি। ঈদের দিন ফজরেও অনেক নামাজী থাকে, রমজানের ধাক্কায়। কিন্তু ঈদের ঠিক পরের দিন ধপ করে কমে যায়। হয়তো রাত জেগে অনুস্ঠান করে সকালে ঘুম থেকে উঠতে পারে না।

    এইভাবে কোরবানীর ঈদের পরের দিনগুলোতে মুসুল্লি থাকে সবচেয়ে কম। ইমাম মুয়াজ্জিনরা চলে যায় ছুটিতে। একবার নামাজের ১০ মিনিট আগে গিয়ে দেখি মসজিদ তখনো বন্ধ।

    ________
    রমজানে যারা সব নামাজ জামাতের সাথে পড়েছেন, এবং ঈদের ধকলেও জামাতে হাজির থেকেছেন, তারা যদি সাবধানতার সাথে আরো চার দিন জামাতের সাথে সব নামাজ পড়তে পারেন তবে ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়ার সোয়াব পাবেন।

    তবে শর্ত হলো সবগুলো জামাতের প্রথম তকবিরের থেকে জয়েন করতে হবে। প্রথম তকবিরের সময় হলো দ্বিতীয় তকবিরের, মানে ইমাম রুকুতে যাবার পূর্ব পর্যন্ত।

    ৪০ দিন এভাবে নামাজ পড়তে পারলে মুনাফেকি আর জাহান্নাম থেকে মুক্তির সনদ তাকে দেয়া হয়। সহি হাদিসে আছে।

    _______
    Update 1:

    অনেকে ৪০ দিনের হাদিসটা সহি কিনা জানতে চাচ্ছে। তাদের জন্য

    এটা তিরমিজিতে আছে। এখানে ইংরেজি অনুবাদ সহ পাবেন।
    http://sunnah.com/tirmidhi/2/93
    দারুসসালাম পাবলিকশনের মতে এটা জয়িফ।

    আর শায়েখ আলবানীর মতে হাদিসটা সহি। এই লিংকে বলা হয়েছে।
    https://islamqa.info/ar/176657 وصححه الشيخ الألباني رحمه الله
    উপরের কথাটায় এটা বলা হয়েছে।

    আমি সহি বলেছি কারন, মসজিদে নববীতে এক আরব শায়েখের বয়ানে শুনছিলাম উনি এই হাদিসটাকে এটা সহি বলেছিলেন, -- এজন্য উনার কথাটাকে গ্রহন করে।

    এ গেলো সালাফিদের জন্য।

    আর হানাফিদের জন্য সহি জয়িফ সব হাদিস সোয়াবের জন্য আমলযোগ্য। মওজু না হলেই হলো।

    12-Jul-2016 5:42 am

    12-Jul-2016 6:14 am


    Quotes from financial investor George Soros in an interview with Newsweek four years back:

    "...there's about to be an all-out class war."

    “I am not here to cheer you up... ... The best-case scenario is a deflationary environment. The worst-case scenario is a collapse of the financial system.”

    "...as the crisis in the Eurozone only worsens,... Americans should expect society to alter accordingly. Riots will hit the streets"

    Apparently those predictions are now turning into reality.

    https://www.rt.com/usa/george-soros-class-war-619/

    https://www.rt.com/usa/george-soros-class-war-619/

    12-Jul-2016 6:14 am

    12-Jul-2016 11:10 am


    শবে কদর হলো কিনা সেটার নিদর্শন আমাদের দেশে দেখে বৃস্টি হলো কিনা।
    আর আরবরা দেখে পরের দিন সূর্য অস্পস্ট হয়ে উদিত হলো কিনা।

    এই রমজানের শেষ ১০ দিন সূর্যদয়ের ছবি। যে দিন শবে কদর হবে সে দিন সকালে সূর্যোদয় হয় কিরন বিহীন। কারন অসংখ্য ফিরিস্তার উপস্থিতি। এটা হাদিসে আছে।

    সে হিসাবে সৌদির ২৯ তারিখে বেশি সম্ভাবনায় অথবা ২৩ তারিখে কম সম্ভাবনায় শবে কদর হওয়ার সম্ভাবনা আছে।

    এই ছবি গুলো মিশর থেকে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ওয়েব সাইটে ইংরেজি কিভাবে আসবে? ওয়ার্ডের উপর ক্লিক করতে হবে? নাকি প্রতিটা শব্দের নিচে অর্থ দেয়া থাকবে?
    • তাহলে এটাকে ব্রাউজার প্লাগইন করে দিলে শামিলা ছাড়া অন্যান্য আরবী সাইটেও কাজ করবে।
    • ঢাকা শহরেও লোক নেই। সব দেশের বাড়িতে চলে গিয়েছে। এটাও একটা কারন।
    • He probably didn't cause black Wednesday, but took advantage of a government's wrong strategy.

    12-Jul-2016 11:10 am

    12-Jul-2016 8:21 pm


    কাকরাইল ফ্লাইওভারের একাংশ। যেটা চালু হয়েছে।

    12-Jul-2016 8:21 pm

    12-Jul-2016 8:21 pm


    ঈদের দিনের স্পেশাল শিমাই। ঈদ ছাড়া বাংগালিরা যেটা সারা বছর আর খায় না। কোনো হোটেলেও যে খাবার কিনতে পাওয়া যায় না।

    12-Jul-2016 8:21 pm

    12-Jul-2016 10:56 pm


    হানাফি মাজহাব মতে ফরজ নামাজে কেরাতের সুন্নাহ:

    ফজর: সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত যে কোনো সুরা।
    যোহর: সূরা হুজরাত থেকে বুরুজ।
    আসর: সূরা তারিক হতে বায়্যিনাহ।
    মাগরিব: সূরা যিলযাল হতে নাস।
    ইশা: সূরা তারিক হতে বায়্যিনাহ।

    - আহসানুল ফাতাওয়া ৩: ৭২, মালাবুদ্দা মিনহু ৫৭, ফাতাওয়ায়ে রাহমানিয়া ১: ২৮৮

      Comments:
    • কিন্তু আপনি বলেছিলেন এতেকাফে কি খাব দেখলাম সেগুলো নিয়ে আগে পোস্ট দিতে। ওগুলো নিযে পোস্ট দিতে ঐ সময় ব্যস্ত ছিলাম। :-P
    • সবাই রাসুলুল্লাহ ﷺ কে অনুসরন করে। কোন হাদিসকে কে বেশি সহি মনে করে আর অনুসরন করে এটার উপর মাজহাবের পার্থক্য। যেসব জায়গায় হাদিসে দুধরনের আমলের কথাই বলা আছে।

    12-Jul-2016 10:56 pm

    13-Jul-2016 5:33 am

    13-Jul-2016 6:10 pm


    প্রশ্ন হলো, "এর পর কি হতে পারে?" আর "আমি কি করে রক্ষা পেতে পারি?"

    এই দুটও প্রশ্নের বাইরে কারো কোনো কাজ বা ঘটনায় নিন্দা, অভিযোগ, সমর্থন বা বিরোধিতা জানানোর সময় এখন আর নেই।

    তাহলে, আমি কি করে রক্ষা পেতে পারি?
    এর জবাব পাওয়া যায় ফিতনার সময়কার হাদিসগুলোতে। যেখানে বলা হয়েছে এগুলো:

    - ঘরে বসে থাকা।

  • কোনো ঘটনা নিয়ে কমেন্ট না করা।
  • কারো পক্ষ বা বিপক্ষ না নেয়া।
  • খারাপ কাজগুলোকে অন্তরে থেকে অপছন্দ বা ঘৃনা করা।
  • চাকরি, ব্যবসা বা ক্ষেত ক্ষামারে নিজেকে ব্যস্ত করে নেয়া।
  • একা একা ইবাদতে নিজেকে নিবদ্ধ করে রাখা।
  • এবং ফিতনার সময় উপরের কাজগুলো করতে পারলে পঞ্চাশ জন শহিদের সোয়াব পাওয়া যাবে এই বিশ্বাস রাখা।

    প্লাস, হাদিস শরিফে হিফাজতের যে দোয়াগুলো আছে সেগুলো বই পুস্তক খুলে জানতে থাকা আর নিয়মিত সকালে এবং সন্ধায় ওগুলো পড়তে থাকা।

    আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

      Comments:
    • অথবা?

    13-Jul-2016 6:10 pm

  • 13-Jul-2016 7:55 pm


    একটা ছবিতে দরিদ্র দেশ কেনিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন, অন্যটায় ধনী দেশ হলেন্ডের প্রধানমন্ত্রী যাচ্ছেন।

    Guess which one is which.

      Comments:
    • ফিতনার একটা ডেফিনিশন এটা: "যখন তোমার সামনে দুটো বিষয় উপস্থাপন করা হবে এবং তুমি বুঝতে পারবে না হক আর কোনটা না হক।"
    • সময় কি বলবে সেটা জানতে চাচ্ছিলাম।
    • অপেক্ষা করলে সময় কি বললো সেটা জানতে পারবো। যেটাই বলুক।
      কিন্তু সেটা আপনি যা ধরনা করেছিলেন বলবে সেটার সাথে মিললো কিনা সেটা বুঝা যাবে না।

      আপনি এখন বলে দিলে পরে মিলিয়ে দেখতে পারবো, আপনার কথা আর সময়ের বলার মাঝে পার্থক্য কতটুকু।

    • মুসলিমদের মাঝে গৃহযুদ্ধের সময় হাত পা গুটিয়ে বসে থাকার হুকুম। যেন আমার হাতে কোনো মুসলিমের রক্ত না ঝড়ে।
    • প্রেডিকশনের উপর মানুষ জীবন কাটায়। মিললে সে লাভ পায়। না মিললে লস।

    13-Jul-2016 7:55 pm

    13-Jul-2016 11:49 pm


    Huh?

      Comments:
    • মুসলিমদের মাঝে যখন যুদ্ধ লাগে তখন জিহাদ করা নিষেধ। এটা আছে হাদিসে। বলা আছে, যদি তোমাকে জোর করে নিয়ে যায় তবে কাঠের তরবারী নিয়ে যুদ্ধে যাও। অথবা পাথেরের উপর আঘাত করে তরবারী ভোতা করে দাও।

      যদি তুমি যুদ্ধ না করলে তারা তোমাকে মেরে ফেলে তবে মাথার উপর একটা কাপড় দিয়ে বলো "বরং আমাকে মেরে ফেলো, এবং আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও।"

    • জিহাদ এখন শুধু হচ্ছে জেরুজালেমে, ইজরাইলের বিপক্ষে। এর বাইরে মুসলিম বিশ্বের প্রায় সব যুদ্ধ এখন মুসলিমে-মুসলিমে হচ্ছে।
    • আফগানিস্তানে এখন আমেরিকান সন্য মাত্র ৪ হাজার। যারা কমবেটে নেই।
    • তালিবানদের প্রকাশিত খবরেও প্রায় সব খবর হলো আফগান সরকারের বিরুদ্ধে তাদের যুদ্ধের খবর। ৯৫%।

    13-Jul-2016 11:49 pm

    14-Jul-2016 10:59 pm


    মসজিদে বসে আছি। ঠিক পেছনে কেউ নামাজ পড়ছে। আমি যদি উঠে চলে আসি তবে গুনাহ হবে না।

      Comments:
    • একটু উপরে এটা বলেছি --> "জিহাদ এখন শুধু হচ্ছে জেরুজালেমে, ইজরাইলের বিপক্ষে। এর বাইরে মুসলিম বিশ্বের প্রায় সব যুদ্ধ এখন মুসলিমে-মুসলিমে হচ্ছে।"
    • সব যুগে গুরাবা থাকবে এটা শর্ত না। হয়তো গুরাবারা আসবে আরো পরে। আমি জানি না।

      তবে কাফিরদের বিরুদ্ধে জিহাদ এখন হচ্ছে শুধু জেরুজালেমে। বাকি সব জায়গায় বিরোধি পক্ষও মুসলিম।

    • ইরাকে সন্যদের মাঝে আমেরিকান কম। হয়তো ১% এরও কম।
    • হানাফি মতে সব শিয়া কাফের না। কিছু শিয়া কাফের।
      সালাফি আলেমদের মতে সব শিযা কাফের। কিনতু সৌদি সরকার তার পরও তাদের হজ্জের ভিসা দেয় "এর পরও সন্দেহ থাকে" বলে।
    • হানাফি আলেমরা আশারিয়াদের কাফের বলে না। রাফেজিদের কাফের বলে।
      হজ্জের ভিসা "তাদের কুফরির উপর এর পরও কিছু সন্দেহ থাকে" এটা ইন্ডিকেট করে সৌদি অফিসিয়াল পজিশন থেকে।
    • সাহাবা কিরামগন বেচে থাকতেই উমাইয়া বাদশাহদের হাতে এই রকম কাজগুলো হয়েছিলো। বিশেষ করে এজিদের বাহিনীর কথা মনে পড়ে।

      উলামায়ে কিরামগন তার বিরুদ্ধে মুসলিমদের জিহাদ করার হুকুম দেন নি।

    14-Jul-2016 10:59 pm

    15-Jul-2016 3:28 pm


    তোমরা যারা আজকে জুম্মায় সরকারী খুতবা শুনো নি:

    জুম্মার একটা শর্ত: খলিফা উপস্থিত থাকা, বা খলিফার পক্ষ থেকে কোনো প্রতিনিধী উপস্থিত থাকা।

    পুরানো অনুবাদের যে কোনো মাসলার বইয়ে দেখতে পাবেন। মডার্ন যুগের বই-অনুবাদে এই শর্তগুলো কেটে বাদ দিয়ে ফেলে।

    ফতোয়া দিচ্ছি না। কারন আমার কাছে ফতোয়া নেই। বরং সমস্যা বলে ফতোয়ার জন্য অপেক্ষা করছি।

    বাই দা ওয়ে: হাই কোর্টের নির্দেশ অনুযায়ী দেশে ফতোয়া দেয়াও কিন্তু নিষেধ। (Y)

      Comments:
    • //ইসলাম শান্তির ধর্ম।
      ইসলামে জঙ্গিবাদ নাই।//

      আজকের সরকারী খুতবায় সেটাই বলা হয়েছে। পড়েছেন তাহলে দেখতে পারছি। :-P

    15-Jul-2016 3:28 pm

    15-Jul-2016 8:35 pm


    "Funny, ancient pharaohs looked forward to the end of the world. Hoping the cadavers would rise, and reclaim hearts from golden jars. Must currently be holding breath in anticipation."

    - Watchman.

      Comments:
    • ঠিক।
      কিছু বদলাচ্ছে তাতে?
    • by the way: এটা monolog না। এক ভাই প্রশ্ন করছিলো আমি জবাব দিচ্ছিলাম। এর পর উনি কমেন্ট মুছে দিয়ে চলে গিয়েছেন।

    15-Jul-2016 8:35 pm

    15-Jul-2016 11:36 pm


    ISIS is losing.
    They themselves are also preparing for the fall of their Khilafa.

    I feel bad for those who lost their lives betting on them.

    Prediction: there will be no ISIS two years from now.
    It's time to sit down and figure out the aftermath.

    https://www.washingtonpost.com/world/national-security/inside-isis-quietly-preparing-for-the-loss-of-the-caliphate/2016/07/12/9a1a8a02-454b-11e6-8856-f26de2537a9d_story.html

      Comments:
    • I shall be watching for:

      ১। আইসিস হারবে।
      ২। আসাদেরও পতন হবে।
      ৩। আসাদের পরবর্তিতে কোনো শিয়া সিরিয়ার ক্ষমতা দখল করবে।

    • কাশমির আর আরাকানে এখনো জিহাদ শুরু হয় নি। সামনে হতে পরে।
      সোমালিয়া আর নাইজেরিয়াতে দুই পক্ষেই মুসলিম বেশি।
    • ছোট গল্প: সার্কাসে একজন ১৮ জন মানুষকে কাধে নিয়ে রশির উপর হাটতে পারতো। সার্কাসের ম্যনেজার তাকে বললো তুমি ১৮ জন নিয়ে হেটো না, কারন মানুষ তখন এটা বিশ্বাস করবে না। বরং তুমি ৫ জন নিয়ে হাটো। দর্শকরা খুশি ও তাজ্জব হয়ে যাবে।
    • তাই নাকি? আমার ফিড খালি। কোনো হাইপোথিসিস চোখে পড়ে না।

      বাজার চাঙ্গা হলে বই না, বরং খাজা বাবার ড্রেস কিনে চেম্বার নিলে বসলে বেশি প্রফিট করা যাবে।

    • বাই দা ওয়ে। আমার এই রিয়েল আইডি থেকে হাইপোথিসিস, তর্ক বিতর্ক এগুলো বেশি জমানোর উপায় নেই। পরিচিত জনেরা শকুনের মত গার্ড দেয় বলে :-P
    • বরং পরিচিতজনেরা আমার ব্রেইন ওয়াশ করে দেয়। সব আমার সিনিয়র। আমি হলাম "সেই দিনের পোলা, নাক টিপলে দুধ পড়ে।"

    15-Jul-2016 11:36 pm

    16-Jul-2016 4:03 am


    Turkey is in war. If shit hadn't hit the fan yet, it will now.

    16-Jul-2016 4:03 am

    16-Jul-2016 5:47 am


    শাওয়াল মাসের প্রথম ১০ দিন:
    ১ তারিখ: শোলাকিয়ায় ঈদের নামাজে হামলা, ৪ জন হত্যা
    ২ আমেরিকায় ৫ জন পুলিশকে গুলি করে হত্যা
    ৩ বাংলাদেশে ও ভারতে ডঃ জাকির নায়েকের পিস টিভি বন্ধ
    ৪ কাশ্মিরে ৩৬ জন মুসলিকে গুলি করে হত্যা
    ৫ বাংলাদেশে ৯ মাত্রার ভুমিকম্প হতে পারে যে কোনো সময়
    ৯ ফ্রান্সে ৮৩ জনকে ট্রাক চাপা দিয়ে হত্যা
    ১০ তুরস্কে রক্তাক্ত সামরিক অভ্যত্থান, ২৫০ জন নিহত। ২০ হাজার গ্রেফতার।
      Comments:
    • not yet. but we shall know for sure by the end of the day. there are lots of people on the street. but people can't alone win a war.

      lots of fire, bombs and rockets going off in government HQs.

    • এগুলো নিয়ে না লিখে যদি বসে বসে বাদাম চিবাই, তাহলেই বা লাভ কি হবে?

    16-Jul-2016 5:47 am

    16-Jul-2016 10:50 pm


    Rule No. 2 in planning a successful military coup is that any mobile forces that are not part of the plot --- tanks, helicopters, jets --- must be immobilized. But the Turkish coup plotters failed to ensure that.

    But perhaps that scarcely mattered because they had already violated Rule No. 1, which is to seize the head of the government before doing anything else, or at least to kill him.

    - FP Journal.

    16-Jul-2016 10:50 pm

    16-Jul-2016 11:35 pm


    Having a bad feeling that the fallout after this failed coup is going to be larger than the coup itself.

    And, how deep does the rabbit hole goes? If one of the super powers is probably behind it, how strongly will Erdogan react?

    Turkey is in too critical a position in power balance, to not matter.

    Watching for the wider impact.

    16-Jul-2016 11:35 pm

    17-Jul-2016 7:38 am


    পোলাপাইনদের কইছিলাম বিয়ে করার সময় ইসলামিস্ট এক্টিভিস্ট খুইজো না। এভারেজ, মানে মধ্যপন্থা, মানে মডারেট খুজো।

    পোলাপাইন শুনলো না। বেশি বুঝে।

    এখন সামলা। :-P (Y)

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    17-Jul-2016 7:38 am

    17-Jul-2016 12:46 pm


    প্রসংগ: তুরস্ক


    গুলেন যদি এই বিদ্রোহের পেছনে থাকে তবে বিরোধিপক্ষেও ইসলামিস্টরাই ছিলো। সেকুলার-নাস্তিকরা না।

    মানে বিদ্রোহ সফল হলেও কম বেশি ইসলামিস্টরাই ক্ষমতায় থাকতো। হয়তো তাদের অন্য দল।


    রাস্তার ট্যংকের সেনারা জানতো না তাদেরকে বিদ্রোহে ব্যবহার করা হচ্ছে। তাদের বলা হয়েছিলো প্রশিক্ষন চলছে। তারা যদি জানতো আভ্যুত্থান চলছে এবং তারা যদি এর পক্ষে থাকতো তবে রাস্তার সিভিলিয়ানরা এই ট্যংক আটকাতে পারতে তো।

    পরবর্তিতে সাধারন পাবলিকরা এই সেনাদেরই মারধর করেছে। একজনের গলা কেটে হত্যা করেছে রাস্তায়।


    আমাদের মাঝের "গনতনন্ত্র কুফর" পন্থিরা এখন দোটানায় :-P না পারছে এরদোগানের পক্ষে বলতে। না পারছে বিদ্রোহিদের পক্ষে বলতে।

    এই সমস্যাটা এর আগে ইজরাইল যখন ফিলিস্তিনে বোমা বর্ষন করছিলো তখনও দেখা দিয়েছিলো। কারন ফিলিস্তিনিরা ছিলো "আসাবিয়াহ"। এটা আমার কথা না। তাদের কথা।

    Food for thought.

      Comments:
    • উস্তাদের কাছ থেকে অনেক শিক্ষনীয় আছে Mohammad Zahidul Alam (Y)
    • Tanvir Raj Ibn Adam

      video:/img/photos_and_videos/videos/13769100_508965235976571_1891502245_n_10153735742228176.mp4

      - ঈদ বোনাস ঈদের পরে দিয়েছে নাকি বস?

    • "২০১৯ সালে আতাতুর্ক সাথে ইউরোপিয়ান দের করা বস্ফরাস প্রণালিতে শুল্ক মুক্ত ভাবে আবাদে চলাফেরার চুক্তির মেয়াদ শেষ হবে" <-- আমার জানা ছিলো এই চুক্তিটা স্থায়ী।
    • উইকির পেজে এরকম কোনো কথা পাচ্ছি না।
      হয়তো এটা কন্সপাইরেসি থিউরি থেকে এসেছে।

    17-Jul-2016 12:46 pm

    17-Jul-2016 6:39 pm


    যখন desperation [মরিয়া ভাব/হতাশা] চলে আসে তখন আল্লাহ তায়ালা বিপদকে দূর করে দেন। আমি দেখেছি।

    তবে বিপদ চলে যাবার পর পরই একটা অপরাধবোধ আসে।
    আমি সবর করতে পারলাম না।
    Desperate হয়ে গিয়েছিলাম।

    কস্ট বিপদের সময় আল্লাহ এবং উনার রাসুল অন্তরের যত কাছা কাছি থাকে, স্বাভাবিক সময় সেটা হয় না। বেশি ইবাদত করলেও না।

    এজন্য আল্লাহ এবং উনার রাসুলকে যে ভালোবাসে তার উপর বিপদ আসতে থাকবে একের পর এক।
    যতক্ষন না আল্লাহর সাথে মিলিত হয়।
    অর্থাৎ তার মৃত্যু হয়।

    এটা সবরের পরিক্ষা।
    ঐ রাস্তাটা ছিলো স্বর্ন বিছানো।
    আমার আফসোস: আমি সবুজ ঘাসের উল্টো রাস্তা বেছে নিয়েছি।

    17-Jul-2016 6:39 pm

    17-Jul-2016 8:32 pm


    কোনো এক বছর।
    ঢাকা শহরে এক গানের পোস্টার চোখে পড়লো।
    নাম "পাপীর অহংকার"।
    গজ গজ করতে করতে আসছিলাম এই দেশেও স্যটানিস্টদের অনুপ্রবেশ ঘটছে কিনা।
    পাপ করে, আবার অহংকার?

    আজকে জানলাম:
    সেই গায়কের নাম ছিলো পাপী মনা।
    সে এলবাম বের করে, নাম দিয়েছিলো "অহংকার"।
    সে থেকে পাপীর "অহংকার"।

    17-Jul-2016 8:32 pm

    17-Jul-2016 11:29 pm


    আজকে আবার আমেরিকায় সাদা-কালো দ্বন্ধের মাঝে ৭ জন পুলিশ গুলিবিদ্ধ এর মাঝে ৩ জন নিহত।

    Escalating.

      Comments:
    • অধিকাংশ ক্ষেত্রে কাকের বিস্টা পড়ে।

    17-Jul-2016 11:29 pm

    18-Jul-2016 4:44 pm


    বসুন্ধরা সহ ঢাকার সব মার্কেটে কড়া নিরাপত্তা। সার্চ করে ঢুকাচ্ছে। পুলিশের টহল। কতক্ষন পর পর মাইকে বলছে সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে খবর দিন।

    কয়েক স্কুলের নোটিশ বোর্ডে জানিয়ে দিয়েছে স্কুলে হুমকি দিয়ে চিঠি এসেছে। মেটেল ডিটেকটর দিয়ে সার্চ করে সবাইকে ঢুকাচ্ছে।

    মসজিদে নামাজ পড়তে যাবো, বলে কাধের ব্যগ নিয়ে মসজিদে ঢুকা যাবে না।

    Life goes on.

    18-Jul-2016 4:44 pm

    18-Jul-2016 5:50 pm


    তোমরা যারা "রাশিয়া তুরস্ককে দখল করে নেবে" --এই হাইপোথিসিটাকে ভুল বলতে, কারন "তুরস্ক হলো ন্যটোর সদস্য"।

    You are about to lose, and the sign is here :-D

    http://www.independent.co.uk/news/world/europe/turkey-coup-could-threaten-countrys-nato-membership-john-kerry-warns-a7142491.html

      Comments:
    • ইস্তাম্বুল বিজয় আনেক পরে। এর আগে জেরুজালেমর বিজয় হতে হবে।

      এবং বর্ননায় আছে জেরুজালেম যারা বিজয় করবে তারাও ইস্তাম্বুল জয় করতে পারবে না। চেস্টা করবে, পরাজিত হবে, এবং শেষ হয়ে যাবে।

    • Sure.
    • মনে হয় "আবেদ" বুঝিয়েছেন।

    18-Jul-2016 5:50 pm

    18-Jul-2016 10:22 pm


    যখন desperation [মরিয়া ভাব/হতাশা] চলে আসে তখন আল্লাহ তায়ালা বিপদকে দূর করে দেন। আমি দেখেছি।

    তবে বিপদ চলে যাবার পর পরই একটা অপরাধবোধ আসে।
    আমি সবর করতে পারলাম না।
    Desperate হয়ে গিয়েছিলাম।

    কস্ট বিপদের সময় আল্লাহ এবং উনার রাসুল ﷺ অন্তরের যত কাছা কাছি থাকে, স্বাভাবিক সময় সেটা হয় না। বেশি ইবাদত করলেও না।

    এজন্য আল্লাহ এবং উনার রাসুল ﷺ কে যে ভালোবাসে তার উপর বিপদ আসতে থাকবে একের পর এক।
    যতক্ষন না আল্লাহর সাথে মিলিত হয়।
    অর্থাৎ তার মৃত্যু হয়।

    এটা সবরের পরিক্ষা ছিলো।
    ঐ রাস্তাটা ছিলো স্বর্ন বিছানো।
    আমার আফসোস: আমি সবুজ ঘাসের রাস্তা বেছে নিয়েছি।

      Comments:
    • কপিরাইট কি রকম হবে?
    • কি ধরনের ওপেন সোর্স লাইসেন্স? GPL নাকি BSD/MIT?
    • আপনার সাথে অনেক মিল আছে।
      এজন্য বলা হয়, "পোলাডা ভালো। শুধু গনতন্ত্র সহ্য করতে পারে না।"
    • এজন্য বলেছি মিল আছে।

    18-Jul-2016 10:22 pm

    19-Jul-2016 12:00 am


    রাশিযা। দেশটা অনেক বড়। কিন্তু সমুদ্র সৈকত নেই। তাই আমেরিকার মত সমুদ্রে তাদের তেমন কর্তৃত্ব নেই। এয়ার ক্রাফ্ট কেরিয়ার নেই একটাও।

    রাশিয়ার উত্তরে সমূদ্র আছে। কিন্তু সেটা বছরে ছয় মাস বরফে ঢাকা থাকে।

    ৮০ দিকে রাশিয়া একটা চেস্টা চালিয়েছিলো আফগানিস্তান দখল করে এর পর পাকিস্তান দখল করে ভারত মহাসাগরে পর্যন্ত আসতে। That plan failed.

    অল্টারনেট হলো black sea. যেটা রাশিয়ার দক্ষিনে, এবং বরফও থাকে না। কিন্তু এটা দিয়ে মহাসমূদ্রে বেরোতে হলে তুরস্কের ভেতর দিয়ে যেতে হয়।

    তুরস্ক এখন ফ্রি যেতে দিচ্ছে। কিন্তু যুদ্ধ লাগলে তারা জাহাজ বন্ধ করে দিতে পারবে তাদের ইচ্ছে মত। এই অধিকার দিয়ে চুক্তি করা হয়েছে।

    বিশাল সমস্যা। একটা সমাধান হলো রাশিয়ার তুরস্ক দখল করে নেয়া। যেমন পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েতরা দখল করে নিয়েছিলো ৫০ দশকে।

    বাধা ছিলো ন্যটো। তুরস্ক হলো ন্যটোর সদস্য এবং ন্যটোর চুক্তিতে আছে যুদ্ধ লাগলে ন্যটোর প্রত্যেকটা দেশ ধরে নেবে তার দেশও যেন আক্রান্ত হয়েছে এবং যুদ্ধে জড়িয়ে যাবে।

    এর পর রাশিয়ার ডন নদিতে অনেক পানি গড়িয়েছে। তুরস্কের রিসেন্ট ব্যর্থ অভ্যুত্থানে আমেরিকা জড়িত আছে বলে সংকেত আসছে। সম্পর্ক খারাপের দিকে।

    এর পর তুরস্ক যদি ন্যটো থেকে বেরিয়ে যায়। তবে কি রাশিয়া বোসফোরাস আর দারদনেলস প্রনালী দখল করে নেবে?

    Time to see.

      Comments:
    • রাশিয়া তুরস্ক দখল করে নিলে -- "শেষ যুগে মুসলিমরা তুরস্ক দখলের জন্য অভিযান চালাবে এবং তকবির বলার পর তার দুর্গ ধ্বসে পড়বে" -- এর একটা প্রেক্ষাপট তৈরি হবে।

      এই মুহুর্তে তুরস্ক দখলের জন্য মুসলিমদের অভিযান চালানোর কোনো কারন নেই। কারন তুরস্ক অলরেডি মুসলিমদের দখলে।

    • এই গাছের উপর দাড়িয়ে আপনার একটা ছবি দিলে জিনিসটা প্রেকটিক্যেল হতো।
    • সামারি? যেটা শুনে ভয় পেয়েছেন।
    • টেনশন যার যার নিজ দায়িত্বে।
    • এই রকম। কিন্তু মাঝখানে আপনি, ঐ ভাই না।
    • এজ্ন্য একটা সেলফি স্টিক কিনে নিতে পারেন।

    19-Jul-2016 12:00 am

    19-Jul-2016 4:15 pm


    Bad: মসজিদে, জামাতের মাঝে যখন কারো মোবাইলের রিংগ বাজে।
    Worse: রিংগ টোনে হিন্দি গান।
    Worst: হিন্দি গানটা হলো "হরে নম" টাইপের কিছু দিয়ে ভক্তি-আবেগী পুজার গান। করুন সুরে।
    Deadly: তখন সবাই মাথা ঝুকিয়ে রুকুতে।

    True life story.

      Comments:
    • হরে নমো টাইপের কিছু। এক্সাক্ট মনে নাই।
    • আলহামদুলিল্লাহ। কাজ ভাল গতিতে এগুচ্ছে। আশা করি প্রথমে যে ১ বছর বলেছিলেন লাগবে, তত সময় লাগবে না। ঠিক?

    19-Jul-2016 4:15 pm

    20-Jul-2016 5:42 am


    Ratings don't matter much. As people aren't comfortable telling pollsters they are going to vote for Trump.

    But they will vote eventually. (Y)

    Trump for President! 2016

    20-Jul-2016 5:42 am

    20-Jul-2016 11:18 am


    এক ভাই বললেন, "শাওয়ালের রোজা রাখার জন্য সকাল ৪ টার আগে খেয়ে, ৫ টার দিকে ফজরের জামাতের জন্য অপেক্ষা করা হয় না। লম্বা সময়। নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি।"

    দ্বিতীয় ভাই বললেন, "রমজানে পরও এখন তাহাজ্জুদ পড়ি। কিন্তু ২ টার দিকে উঠে ৫ টা পর্যন্ত জেগে থাকতে পারি না। বয়স হয়েছে। বাসায় নামাজ পড়ে শুয়ে পড়ি।"

    এখানে বিষয় হলো, আমাদের আলেমদের মতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া বরং উপরোক্ত কাজগুলো থেকে বেশি জরুরী।

    ভিত্তিটা ঠিক রাখতে হবে। ভিত্তি ঠিক রেখে সামনে এগুতে পারলে এগুলাম। নয়তো ঐ জায়গায় থাকলাম, সমস্যা নেই।

    রাসুলুল্লাহ ﷺ এর কাছে এক জন এসে বলেছিলেন নামাজ রোজা হজ্জ জাকাতের ফরজ পরিমানের থেকে বেশি আর কিছু করবো না। রাসুলুল্লাহ ﷺ বলেছিলেন এই লোক যদি তার কথায় ঠিক থাকে তবে সে জান্নাতি।

      Comments:
    • রিংগটোন না। বরং এটা হলো মসজিদে গান। মসজিদে হচ্ছে। কার্পেট দেখুন।
      https://www.youtube.com/watch?v=GflERixWj6g

    20-Jul-2016 11:18 am

    20-Jul-2016 3:37 pm


    Faisal Akram Ether
    42 mins ·
    আমার এক ফ্রেন্ড এর বাসার নিচে র‍্যাব আসছে কোন একটা কাজ এ। ওদের বাসার খালা ভয়ে জানালা দিয়া নামাজ শিক্ষা বই ফালায় দিসে যদি জিহাদি বই ভাবে তাই।

    20-Jul-2016 3:37 pm

    20-Jul-2016 6:19 pm


    A fire has broken out in a skyscraper in Dubai. Still spreading. Fire is visible from the other side of the building too.

    Reminds us of another fire that broke out in Mecca three days back.

    Also this year's new year celebration in Dubai was spoiled by a skyscraper fire.

    20-Jul-2016 6:19 pm

    20-Jul-2016 10:21 pm


    শাওয়াল মাসের ৬ রোজা রাখলে ১ বছর রোজা রাখার সোয়াব পাওয়া যাবে, তবে এটা হবে রমজানের ৩০ রোজার সাথে মিলালে।

    ৩০ + ৬ = ৩৬ দিন রোজা।

    এই উম্মাহর আমলের সোয়াব যেহেতু আল্লাহ তায়ালা ১০ গুন বাড়িয়ে দেন তাই

    ৩৬ x ১০ = ৩৬০ দিন রোজা রাখার সোয়াব পাওয়া যাবে।

    এভাবে ১ বছরের সোয়াব।

    এটা আমার চিন্তা লব্ধ কোন নতুন উপলব্ধি না। বরং হাদিসেই এই কারন দেখিয়ে এইভাবে বর্ননা করা আছে।

    তাই রমজানের রোজা যাদের কাজা আছে, তাদের রমজানের রোজা না রেখে আগে শাওয়ালের রোজা রাখার মাঝে আমি যুক্তি দেখি না।

    কিছু আলামের মতে এই ভাবে শাওয়ালের রোজা রাখলেও তার রোজাগুলো রমজানের রোজার কাজা হিসাবে ধরা হবে।

    20-Jul-2016 10:21 pm

    20-Jul-2016 10:45 pm


    ১৯৭৯ সালে ইরানে খোমেনির রেভুলেশন হয়। শাহ সরকারকে সরিয়ে দিয়ে শিয়ারা ক্ষমতায় আসে। এর পর আরম্ভ হয় সেনাবাহিনীর সংস্কার। সব উচ্চ পদস্থ আফিসারদের মৃত্যুদন্ড বা সরিয়ে দেয়া হয়। সেনা বাহিনী অফ গার্ড চলে যায়।

    পাশের ইরাক ছিলো ইরানের শত্রু। কিন্তু কিছু বলতে পারতো না, কারন ইরান ছিলো সামরিক দিক থেকে ইরাকের থেকে অনেক শক্তিশালী।

    কিন্তু ইরানী সেনাবাহিনীতে যখন এই purge চলছিলো তখন সাদ্দাম এটাকে সুযোগ মনে করে ইরান আক্রমন করে বসে। যুদ্ধ আরম্ভ হয়।

    ______
    দুটো শত্রু দেশ যখন সমানে সমানে থাকে তখন সাধারনতঃ যুদ্ধ হয় না। দুই দিকই জানে সে জিততে পারবে না।

    এর মাঝে একটা শত্রু দেশ যদি দুর্বল হয়ে যায়, তখন পাওয়ার ব্যলেন্সটা নস্ট হয়ে যায়। তখনই যুদ্ধ অরম্ভ করার মোক্ষম সময়।

    ______
    পৃথিবীর পাওয়ার ব্যলেন্সটা কেমন যেন এখন নস্ট হয়ে যাচ্ছে।
    আমেরিকা সামাজিক-সামরিক-নৈতিক সব দিয়ে দুর্বল হয়ে যাচ্ছে।
    রাশিয়া-চীনকে হটাৎ শক্তিশালী দেখাচ্ছে।
    ইইউ, ন্যটো দুটোই দুর্বল হয়ে ভেঙ্গে যাচ্ছে।
    তুরস্ক সেনাবাহিনীর এই মহুর্তে ঐ রকম আনবেলেন্সড অবস্থা যেটা ইরান রেভুলেশনের পর-পর হয়েছিলো।

    20-Jul-2016 10:45 pm

    21-Jul-2016 6:52 am


    কেউ বিপদে পড়ে টাকা ধার চাইলো।

    আমি দেখি তার বিপদের পরিমান আর দানের ফান্ড থেকে তাকে সাহায্য করতে পারবো কিনা?

    যদি দেখি পারবো তবে দানের নিয়তে তাকে টাকা দেই। সে মনে করে ধার।

    ধার দেয়া টাকা ৯৫% ক্ষেত্রে ফিরত দেয় না। তবে আমার সমস্যা হয় না। কারন আমি ঐ টাকাটা দানের ফান্ড থেকে দিয়েছি।

    কিন্তু সমস্যা হয়, এর পর তার সাথে সম্পর্কের অবনতী হয় রাপিডলি।

    সে ভালো লোক হলে অপরাধ বোধে ভুগে আমাকে এড়িয়ে চলে।
    আর খারাপ লোক হলে তার অপরাধ বোধটাকে কাটানারো জন্য কিছু কোশশেনেবেল মেথড অনুসরন করে।

    এ জন্য খুব কাছের মানুষ যখন আমার কাছে টাকা ধার চায় বুঝি তারা সাথে সম্পর্ক শেষ। দিলেও শেষ। না দিলেও শেষ। কারন না দেবার কারনে সে নিজেকে বিট্রেইড মনে করবে। বিপদের সময় আমি তাকে সাহায্য করি নি।

    ______
    খুব কাছের আত্মিয় যখন বিপদে পড়ে ধার চায়। তখন আমি ধার হিসাবে দেই। এই অংকগুলো অনেক বড়। এবং এগুলো বছরের পর বছর যাবার পর এক সময় গায়েব করে দেয়।

    আমি কখনো ফিরত চাই না। তবে মনে মনে ধরে রাখি হাশরের ময়দানে দাবি তুলে তার কাছ থেকে নামাজ-রোজা বা নেকির সোয়াব নিয়ে নেবো।

    যেহেতু টাকাটা বিশাল অংকের, আমি ধার দিয়েছিলাম, এবং দান করিনি।

    21-Jul-2016 6:52 am

    21-Jul-2016 6:59 am


    মনে করেন কেউ আমার টাকা মেরে দিলো। এর পর অন্য একজন ভালো মানুষ এসে আমাকে প্রবোধ দিলো:

    - মাফ করে দেন ভাই। হাশরের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিয়ামতের দিন যদি আল্লাহ তায়ালা বলেন তুমি মাফ চাইছো অথচ তুমি নিজে আন্যকে মাফ করো নি! তখন আমরা ধরা খেয়ে যাবো।

    এটা কমন যুক্তি। বহু বার শুনেছি।

    আমি উত্তর দেই।

    - হাশরের ময়দানে আমার মাফ পাওয়ার জন্য উনাকে মাফ করে দেয়াটা আল্লাহ তায়ালা শর্ত করেন নি।

    // The evil inside :-P

    21-Jul-2016 6:59 am

    21-Jul-2016 9:04 am


    এজ দা হাইপোথিসিস গোউস:

    প্রথমে কাশ্মিরে ....
    এর এর পর ভারত-চীন সিমান্তে .... (ড্যস, ড্যস)
    এর সব শেষে এই দিকে প্রচন্ড ভুমিকম্প....

    তিনটাতে এখন মুভমেন্ট আরম্ভ হয়েছে দেখতে পারছি।

    ব্রেইস ইউরসেলফ।
    তবে ফলস সাইনের সম্ভাবানও উড়িয়ে দিচ্ছি না।

    _____
    বাই দা ওয়ে, আমি পড়েছি মাইনকার চিপায়।

    ইংরেজিতে এই সব বিষয়ে লিখতে পারছি না। কারন তাহলে আমার বিদেশি ফ্রেন্ডরা আমাকে একটা উইরডো মনে করবে।

    আর বাংলায় লিখলেও এই সব লিখার দিকে খুব বেশি আনওয়ান্টেড এটেনশন ড্র করা হয়ে যায়। :D

    http://sputniknews.com/asia/20160721/1043371135/india-china-ladakh-tanks.html

    21-Jul-2016 9:04 am

    21-Jul-2016 12:13 pm


    ইমোশোনাল মেনিপুলেশন আরেকটা পদ্ধতি হলো আখেরাতের ব্যপারে মানুষকে এমন কোনো লোভ দেখানো যেটার ওয়াদা আল্লাহ তায়ালা করেন নি।

    যেমন: "আমাদের ৩১৩ জন সদস্য দরকার যারা মসজিদে ১০০০ টাকা করে দান করবে। ইনশাল্লাহ তাহলে আল্লাহ তায়ালা তাদের বদরি ৩১৩ জন সাহাবীর সাথে মিলিয়ে দেবেন।"

    অথবা গিল্ট ট্রিপিং স্টাইলে, "খোদার কসম, এই কাজ না করলে হাশরের ময়দানে আমরা কেউ জবাব দিতে পারবো না।"

    এই ধরনের কথা অধিকাংশ ক্ষেত্রে আলেমরা যেহেতু বলেন, তাই তারা নিজেরা জিনিসটাকে ডিফেন্ড করেন এইভাবে: "আল্লাহর কোনো কোনো বান্দা আছে যারা কছম খেয়ে কোনো কথা বললে আল্লাহ তায়ালা কবুল করেন। আমাদের মাঝেও এমন কোনো আল্লাহ বান্দা থাকতে পারে যার কথা... ..."

    ______
    এ ধরনের ইমোশনাল কথা শুনে ইমোশনাল হতে হয় না। বা বক্তার কথা মেনে নিতে হয় না।

    কথোপোকথন:

    - আপনার কছম যে আল্লাহ তায়ালা রক্ষা করবেন এমন তো কোনো ওয়াদা নেই?

    - হতেও তো পারে। আল্লাহ তায়ালা চাইলে কি না করতে পারেন? আমরা আশা রাখবো বড়।

    - তাহলে, আপনি যে কাজটা করার কথা বলছেন সেটা না করেলও আল্লাহ তায়ালা চাইলে আমাকে বদরি সাহাবিদের সংগি করতে পারেন। তাই আমি কাজটা করছি না। কিন্তু আশা রাখছি। যেহেতু উনি চাইলেই পারেন। এবং আমরা আশা রাখবো বড়।

      Comments:
    • Probably goes both ways. চাইনিজ ট্যংক ইন্ডিয়ানদের আরপিজি দিয়ে ধ্বংশ হয়ে যাবে, possibly.
    • আরেকটা ফ্যকটর এখানে চিন্তা করে দেখেন: একানে পাওয়ার ব্যলেন্স কিন্তু শিফটেড। ব্যলেন্সড না। মানে গন্ডোগোল লাগার পসিবিলিটি একটু বেশি।
    • corrected. zazakallah.
    • কিছুটা [আশার] আলো দেখছি। :-D (Y)

    21-Jul-2016 12:13 pm

    21-Jul-2016 1:58 pm


    ইসলামের মাঝে যে দলগুলো আছে, তাদের সদস্য টানার একটা উপায় হলো আখেরাতের ব্যপারে বিশাল কোনো পুরস্কারের কথা দেয়া, যেটা এই দল বা দলের কাজ করলে শুধু পাবে। অন্য মুসলিমরা পাবে না।

    যেমন হিজবুত তৌহিদের একাধিক ছেলেদের বলতে শুনেছি "হিজবুত তৌহিদ করলে বদর ও ওহুদের সাহাবীদের সমান সোয়াব পাওয়া যাবে।" হয়তো কোনো হাদিস থেকে বলছে।

      Comments:
    • * দারোয়ানে চোর দেখে হপে।
      আরেক দারোয়ান দেখে সে কি করবে?

    21-Jul-2016 1:58 pm

    22-Jul-2016 8:11 pm


    NATO is effectively dead.

    In a recent NYT interview Trump emphasizes that unless the baltic states reimburse USA for the cost of defending them, USA won't be protecting them.

    http://www.nytimes.com/2016/07/22/us/politics/donald-trump-foreign-policy-interview.html?_r=0

    22-Jul-2016 8:11 pm

    22-Jul-2016 9:30 pm


    [ মারফতি কথা বার্তা, deep analysis নিষেধ ]

    বলছেন,


    দেখলাম রাস্তায় বন্যা। শুধু বাড়ছে। এর পর দেখলাম সারা দেশ ডুবে গিয়েছে।

    সে বছর ২০১৩ র ঘটনাগুলো ঘটলো।


    দেখলাম সুপার ম্যন। তবে সন্ত্রাসীরা তাড়া করে তার স্ত্রীকে হত্যা করে ফেলেছে। সে মেনে নিয়েছি, কারন এই সমাজে তাকে থাকতে হবে।

    দু দিন পর বাবুল আক্তারের ঘটনার খবর এলো।


    দেখলাম সমূদ্র। পানিতে রক্ত ভাসছে। সমূদ্রের পানি রক্তে লাল হয়ে গেলো।

    এর দু'দিন পর গুলশান হামলার খবর এলো।


    দেখলাম আসরের অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। সূর্য অস্তগামী।

    বললাম,

  • থামেন ভাই। এই সব কাহিনী আমাকে বলে লাভ কি?

    - সূর্য শুধু ডুবছে। গতবছর যা দেখেছিলাম আজকে দেখলাম আরো অর্ধেক ডুবে গিয়েছে।

    চুপ করে বসে থাকলাম।
    এর অর্থ মনে হয় জানি।

      Comments:
    • ভালো মত খেয়ে দেয়ে তার পর রোজা রাখতে হয়।

    22-Jul-2016 9:30 pm

  • 23-Jul-2016 5:39 am


    In other news:

    Temperature soared to a record 54 C in Iraq and Kuwait.

    Pilot of MH 370 ran a flight simulator into deep southern Indian Ocean, a month before the actual flight.

    First person has "caught them all" in Pokemon Go.

    And a boom from a falling meteor has shaken buildings in Argentina. So watch out for things you have no control on :-P

    23-Jul-2016 5:39 am

    23-Jul-2016 11:59 am


    Magnitude 9 earthquake can hit Bangladesh any time. And Dhaka sits on the fault line.

    The small earthquakes which occurred within the last two years have created visible cracks on the wall of almost all buildings here.

    Pretty sure none of these buildings will survive a mag 9 one. New or old. Hi-rise or Low-rise.

    Buildings here aren't designed to stand any size of earthquake. It's not in the culture, nor in the regulations.

    http://www.dailymail.co.uk/news/article-3703378/Giant-megathrust-fault-discovered-Earth-s-crust-densely-populated-globe-wipe-tens-millions-earthquake.html

    23-Jul-2016 11:59 am

    23-Jul-2016 11:53 pm


    Bro Advice:
    ফেসবুকে তর্ক করা -- খারাপ।
    বৌকে ফেসবুক শেখানো -- আরো খারাপ।
    বৌ যখন তর্কে প্রতিপক্ষকে সাপোর্ট করে লাইক দিতে থাকে -- মইরা যা।

    23-Jul-2016 11:53 pm

    24-Jul-2016 12:12 am

      Comments:
    • শায়েখ কি এখনো কক্সবাজারে? নাকি চলে এসেছেন এর পর পুরান ছবি পোস্ট করছেন?

    24-Jul-2016 12:12 am

    24-Jul-2016 11:42 am

  • One side effect of climate change is "Rainbombs" when 5 to 10cm of rain pour down in an hour flooding the area and killing people.

    Yesterday 200 died in china after such a rain.

    Reminds us of recent Paris flood.

    - Another one is Thunderhead explosion. Russia saw its worst thunder strikes in 18 years.

    Reminds us of of the 80 people who died in thunder strikes in Bangladesh within 48 hours a few months back.

    - Kuwait's 54C temperature is now counted as world record.

    Plus,

    - High water vapor in the atmosphere creates a feedback loop, resulting into higher temperature.

    - And as Siberia is getting warmer, the trees there are burning in multiple wild fires.

    Good read:
    http://www.flassbeck-economics.com/how-climate-change-is-rapidly-taking-the-planet-apart/

    24-Jul-2016 11:42 am

  • 24-Jul-2016 12:09 pm


    "...পাকিস্তান তৈরী হচ্ছে কাশ্মীর নিতে"

    হাইপোথিসিস পন্থিদের এতদিন বলে এসছিলাম, কাশ্মির মুসলিমরা দখল করে নেবে। এবং ঐ ঘটনার পর পরই ভারত আমাদের এই দিকে _________।

    এটা আমাদের পূর্বপুরুষগন বলে গিয়েছিলেন।

    পোলাপাইন বিশ্বাস করলো না।
    এখন?

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Both. Climate change due to global warming.
    • ভারতের পত্রিকায় গতকালের খবর

      - (Y)

    • এই আইডিতে এই সব হাইপোসিথিস নিয়ে বেশি আলোচনা করার সুযোগ নেই। পুরান আইডিতে ফিরে যাবো কিনা চিন্তা করছি।
    • আমি Certified Eschatologist না। ফেসবুকে Certified অনেক আছে।
    • আপনারা খুজে বের করলে সমস্যা নেই। পুলিশে খুজে বের করে কিনা এইডা হইলো গিয়া চিন্তা।
    • (Y)
    • এত এত পোস্ট দেখে মুরিদরা এখন সন্দেহ করছে উস্তাদ হয়তো গোপনে অলরেডি কাজ শেষ করে ফেলেছেন, আমাদের খাওয়াতে হবে এই ভয়ে।
    • নতুন কোনো আইডি খুলছি না। গেলে ঐ পুরানো আইডি আবার একটিভেট করে।
    • বাংলায় দেন বাই।
    • PDF করে অনলাইনে দিয়ে দিলে সবাই পড়তে পারবে।

    24-Jul-2016 12:09 pm

    25-Jul-2016 4:46 pm

  • নামাজের জন্য প্রয়োজন: টুপি, জায়নমাজ, ওজুর পানি, গামবুট আর ৪টি ছাতা।
  • ৪ টা কেন?
  • বৃস্টি পড়লে দেখবেন বাসার অন্য কেউ আপনার ছাতা নিয়ে দৌড় দিয়েছে। ব্যকআপ রাখার জন্য।
      Comments:
    • (Y)
    • ছাতা চারটাই কিনে রেখেছিলাম।
      আমি আগে নিজে আমল করি তার পর উপদেশ দেই। :-D নিজাম ভাই :V :V
    • লেপটপ থেকে ফেসবুকিং করলে এডিট করা সহজ। মোবাইল থেকে কিভাবে করে এখনো শিখতে পারি নি।
    • একটা মিসিং শব্দ।

    25-Jul-2016 4:46 pm

  • 26-Jul-2016 6:01 am


    There is a criticism of the recent prediction on Bangladesh mega-quake. Counter arguments were made by Dhaka University professor Badrul Alam.

    “I understand that the GPS readings they followed make a clear case of plate movement. But to make an 8—9 intensity earthquake prediction based on such indirect evidence is not justified. There is no geological evidence for a megathrust running through the Bengal plain and Dhaka city as shown in the paper.”

    Not very solid argument against the original research which was more extensive than this revocation.

    http://www.scidev.net/south-asia/disasters/news/bangladesh-mega-quake-warning-questioned.html

      Comments:
    • কোন বই থেকে?
    • হাদিসের আলো নামক একটা একটা হাদিস সংকলন বইয়ের ভুমিকায় এত কথা?

    26-Jul-2016 6:01 am

    26-Jul-2016 3:08 pm


    Trump now leads Clinton in CNN poll by a sound 5%.
    And all poles averaged, Trump still leads.

    That's a bump up after the convention.

    Who expected people to be swayed by those plagiarism propaganda? :V :V

    Pretty sure, the upcoming global events will only increase his popularity.

    And we are still to factor in the fact that GOP nomination showed us -- Trump generally gets more votes than what the polls predict.

    তোমরা যারা বলো হিলারি জিতবে :-D

    Trump for President 2016! (Y)

    26-Jul-2016 3:08 pm

    26-Jul-2016 3:28 pm


    Today's news:
  • 19 slashed to death in Japan.
  • 9 shot dead in Dhaka by police.
  • Suicide bomber kills 7 in Somalia.
  • Hostage situation in France. Casualties yet to be reported.

    And the day still isn't over.

      Comments:
    • ধার্মিক-দরিদ্র ছেলেদেরও উচিৎ ঐ মেয়ের দিকে না তাকিয়ে বরং ধার্মিক-দরিদ্র মেয়েদের বিয়ে করা। যেহেতু ধার্মিক কিন্তু দরিদ্র অসংখ্য মেয়ে আছে যাদের বিয়ে হচ্ছে না।

    26-Jul-2016 3:28 pm

  • 26-Jul-2016 4:45 pm


    (collected)
    -ঢাকা শহরে আমার একটানা দুই দিন না খাওয়ার রেকর্ড আছে। --দুইইই দিন!
    -জ্বি ভাই দুই দিন। এছাড়া পুরো দিন না খেয়ে ছিলাম এমন দিনের সংখ্যাও কম নয়। বাবা মারা যাওয়ার পরে ঢাকায় নতুন আসছি, যেই মেসে উঠছিলাম সেখানে দুই মাসের ভাড়া বাকী পড়ছিল, দেড় মাসের মিল খরচও দিতে পারি নাই। পরে ওরা আমার মিল বন্ধ করে দেয়। ওদেরই বা কী দোষ বলেন, ওরদেরও তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আরেকজনকে মাসের পর মাস ফ্রী খাওয়ানোর মত অবস্থা নাই। --তারপর?
    -তারপরে আর কী? ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে রাগ জমল আমার সার্টিফিকেটের উপরে। ডিগ্রীর সার্টিফিকেত ছিঁড়ে ফেললাম। এই সার্টিফিকেট আমার পেটে ভাত দিচ্ছিল না। চাকরি চাইতে গেলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। --তারপরে?
    -তারপরে... তারপরে মেস থেকে অনেক দূরে ফার্মগেইটের একটা ছালাদিয়া হোটেলের সামনে গিয়ে লাজ লজ্জার মাথা খেয়ে ভাত খুঁজি। বললাম "দুই দিন ধরে খাই নাই, পকেটে টাকাও নাই, শুধু একটা প্লেট ভাত দিলেই হবে। আমি পানি মিশিয়ে খেয়ে ফেলব। -- (এবার আমি কোন প্রশ্ন করলাম না) উনি নিজেই বলতে শুরু করল-
    -ছালাদিয়া হোটেলের মালিকের মনে দয়া হল। উনি আমাকে এক প্লেট ভাত দিলেন। সাথে অবশ্য কোন এক তরকারীর পাতিল থেকে একটু ঝোলও দিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। তিরিশ সেকেন্ডে খাওয়া শেষ। দোকানি বুঝলেন আমার পেটের সিকি ভাগও পূরণ হয় নি। উনি আমাকে বললেন "এভাবে ফ্রী দিলে তো আমার চালান শেষ হয়ে যাবে। আমি গরিব মানুষ। তুমি এক কাজ কর, এই প্লেট গুলো ধুয়ে দেও, তাহলে আরো ভাত দিব।"
    আমি আরো ভাত খাওয়ার জন্য সবগুলো প্লেট ধুলাম। একের পর এক কাস্টমার আসছে, কারো প্লেট, কারো বাটি সবই ধুতে হল। এরপরে এক টেবিলে এক কাস্টমার অনেকক্ষণ ধরে বসে আছেন। ওনার টেবিল ময়লা, কেউ পরিষ্কার করছে না। আমার হাতে কাজ নেই, আমি গিয়ে টেবিল পরিষ্কার করে দিলাম। এভাবে পাশের টেবিলটাও। এভাবে কখন যে তিন ঘন্টা পার হয়ে গেল তের পেলাম না। তিন ঘন্টা পরে দকান ফাঁকা। দোকানদার আমাকে পাতিলে থাকা অবশিষ্ট ভাত খেতে দিলেন। আমি মাছের ঝোল দিয়ে পুরো ভাতই খেলাম। পাতিলে অবশ্য মাছ ছিল না। আর মাছ থাকলেও আমি খেতাম না। কারণ উনি মাছ বিক্রি করছিলেন বিশ টাকা পিস হারে। আমার কারণে বিশ টাকা কম বিক্রি হলে উনি রাগ করতে পারেন। আমাকে ভাত খেতে দিয়েছেন এটাই তো বেশি।
    আসার সময় উনি বললেন "আমার ছেলেটার দুই দিন হল জ্বর তাই দোকানে আসছে না। তুমি ইচ্ছে করলে এই কয় দিন আমার ছেলের বদলে কাজ করতে পার। তিন বেলা খেতে পারবে, কোন বেতন পাবে না।"
    দুই দিন কাজ করলাম। ওনার ছেলে দিরে এল। তিনি আমাকে কাজ থেকে বাদ দিলেন না। ওনাকে বললাম "আমার মেস থেকে তাড়িয়ে দিয়েছে"
    উনি আমাকে হোটেলেই থাকার ব্যবস্থা করে দিলেন।
    ছয় মাস পরে পুলিশ এসে হোটেলটা গুড়িয়ে দেয়, ঐ জায়গাটা অবৈধ ছিল। উনি এবার টং দোকান দিলেন, চা বেচা শুরু করলেন, সেখানে আমার জায়গা হল না। চা বিস্কুট এক একাই বেচা যায়। আমি আবার বেকার হয়ে পড়লাম। --তারপরে কী করলেন?
    -ইতিমধ্যে গত ছয় মাসে আমি রান্না বান্নার কাজ ভালই শিখেছি। বিশেষ করে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুণি ভালই পারতাম। ভাইকে (দোকানদারকে) অনুরোধ করে ওনার টং এর পাশেই ফুটপাথে একটা চুলা, কয়েকটা পাতিল নিয়ে বসে পড়লাম। এক মাসে ভালই মার্কেট পেলাম। চুলা, পাতিল সব ভাই (দোকানদার) এর আগের দোকানের। ওনার কাছ থেকে বাকীতে কিনেছি। এই দোকান যখন লাভের মুখ দেখা শুরু করেছিল পুলিশ এসে দোকান ভেঙ্গে দিল। অবশ্য আমি জানতাম এই দোকান পুলিশ ভাঙবে। আমি এজন্য সব সময় প্রস্তুত ছিলাম। পরদিন আরেক স্থানে দোকান খুললাম, এটাও ফুটপাথে। কিন্তু এবার পড়লাম আরেক বিপদে, বর্ষা কাল শুরু হয়ে গেছে। সব পানিতে ভিজে যায়। কাপড়ের ছাদ মানায় না। দোকান আবারো বন্ধ হয়ে গেল। আমি যেহেতু কাজ জানি তাই হতাশ হলাম না। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে খোঁজ লাগালাম তাদের ছোলা পেঁয়াজু বানানোর লোক লাগবে কিনা। এক দোকান পেলাম যারা এই লোক খুঁজছে। না খুঁজে যাবেই বা কোথায়, এখন তো ছোলা পেঁয়াজুর অনেক চাহিদা। ওখানে সকাল বেলা কাজ করতে হবে, কারণ ঐ দোকানটা একটা স্কুলের সামনে, স্কুলের কাস্টমার ধরাই মুল লক্ষ্য। দৈনিক একশ টাকা হাজিরায় কাজ করলাম। বিকালে চলে যেতাম আরেক এলাকায়, সেখানেও এক কাজ পেলাম। সেখান দিত দেড়শ টাকা। দিন আড়াইশ টাকা দিয়ে ভালই চলছিল। ইতিমধ্যে আমার বাড়ী থেকে আসার এক বছর বয়স পূর্ণ হল। যে মেসে সিট ভাড়া ও দেড় মাসের খাবার বাকী পড়েছিল সেই মেসে গিয়ে টাকা শোধ করলাম। হুজুর বলেছেন "এক টাকাও যদি আমার কাছে থেকে কেউ পায় তাহলে যতই আমল করি লাভ নাই, সেই টাকা মাফ না করা পর্যন্ত বেহেশতে যাওয়া যাবে না।"
    মেস তখন অনেক বড় হয়ে গেছে। পুরা বিল্ডিং ই মেস মালিক ভাড়া নিয়েছে। পাঁচ তলা বিল্ডিং এ প্রায় দুইশ লোক থাকে। গিয়ে শুনি ওদের রান্না বান্নার লোকজন কাজের চাপে চলে গেছে। আমি সুযোগ লুফে নিলাম। দৈনিক তিনশ টাকা হাজিরায় ফুল টাইম কাজ নিলাম। আগের দুই চাকরি (সকালে ও বিকালের) ছেড়ে দিলাম। এখন মাসে নয় হাজার টাকা ইনকাম শুরু হল। যে আমাকে ঠিক এক বছর আগে এই মেস থেকে বের করে দেয়া হয়েছিল আজ আমি এই মেস থেকে মাসে নয় হাজার টাকা আয় করি। আমার ভাগ্য মনে হয় ছয় মাস পর পর বদলায়। মেসের মিল নিয়ে মেস মালিক ও মেস মেম্বারদের মধ্যে ঝগড়া হল, সে এক তুমুল ঝগড়া। মেস মালিকের বিরুদ্ধে অভিযোগ উনি নাকি মিল থেকে টাকা মারেন! লম্বা সময় ধরে সবাই মিলে বৈঠক করলেন। শেষ মেষ বৈঠকে সিদ্ধান্ত হল- মেস মালিকের অধীনে মেসের ডাইনিং থাকবে না। ডাইনিং অন্য কারো তত্বাবধানে ছেড়ে দিতে হবে।
    কিন্তু সমস্যা হল -কে নিবে ডাইনিং এর দায়িত্ব?
    একজন লোক ডাইনিং এর দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নেয়ার পরে অবস্থা আরো খারাপ হল। দুই মাস পরে ডাইনিং এর টাকা (সামান্য) নিয়ে উধাও। এবার আমিই সাহস করে সিদ্ধান্ত নিলাম- আমি ডাইনিং চালাব। যেহেতু ডাইনিং এর মালিক পলাতক, তাই ওনার হাড়ি পাতিল এখন সবা আমার। আমি রান্নাঘরটা মাসে ছয়শ টাকায় ভাড়া নিলাম। নিজেই বাজার করতে লাগলাম, নিজেই টাকা কালেকশন করা শুরু করলাম। দেখা গেল এক মিল থেকে অনায়াসেই এক টাকা লাভ করা যায়। সকাল বেলায় দুইশ মিল, দুপুরে পঞ্চাশ মিল আর রাতে আড়াইশ মিল, সব মিলে দৈনিক পাঁচশ টাকা লাভ থাকত। --বাহ বাহ, আপনি তো দেখছি আলাদীনের চেরা হাতে পেয়েছেন!
    -এই কথাটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আলাদীনের চেরাগ তো শুধু ঘষা দিলেই সব কিছু হয়ে যায়। আমার তো কাজ করে করতে হয়েছে, যাকে বলে হাড় ভাঙ্গা খাটুনি। --তা এই হোটেলের মালিক হলেন কীভাবে?
    -আরে সেই কথাই তো বলছি।
    -আমার নজর শুধু পাঁচশ টাকার দিকে না, আমার নজর ছিল আরো উপরে। ডিগ্রীর সার্টিফিকেট যেহেতু ছিঁড়েই ফেলেছি তাই অফিসার লেভেলের চাকরি জীবনে করাও হবে না আর ইচ্ছাও নেই। এই তো বেশ আছি। চিন্তা করছিলাম কীভাবে ব্যবসাটাকে আরো উপরে উঠানো যাবে। এক দিন রাস্তা পেয়ে গেলাম।
    খেয়াল করলাম মেসের আড়াইশ মেম্বারের মধ্যে দুইশ জন লোকই সিগারেট খায়। আর যারা সিগারেট খায় তারা সিগারেটের সাথে সাথে চাও হায়। এক বৃষ্টির রাতে শুয়ে পড়েছিলাম। এক মেস মেম্বার এসে ডাকলেন "মামা, তোমার কাছে সিগারেট হবে?"
    আমি বললাম "আমি সিগারেট খাই না"
    "আরে খাওয়ার কথা বলছি না। দুই তিন কার্টন সিগারেট এনে রাখলে ভালই বিক্রি হত। এই বৃষ্টির রাতে বাইরে সিগারেত আনতে যেতে পারছি না। সাথে ছাতাও নেই।"
    আমি বললাম "আমি বাইরে যাচ্ছি, ছাতা আছে।"
    ওনার জন্য সিগারেট কিনতে গিয়ে দেখি চায়ের দোকানে ভালই ভীড়। রাত বারোটায় মেসের লোকজন সিগারেট খেতে এসেছে। পরদিন চা বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে আনলাম। তিন পদের সিগারেট রাখলাম। সন্ধ্যা সাতটার পরে আমার রাতের রান্নার কাজ শেষ হয়ে যায়। এর পরে শুরু হয় চা বানানোর পালা, টার্গেট একশ কাপ। মাস খানেক পরে দেখি দুইশ কাপ চা বিক্রি হচ্ছে- সময় রাত নয়টা থেকে বারোটা। --চায়ে লাভ কত থাকত?
    -চারশ টাকা। --আর সিগারেটে?
    -চারশ থেকে ছয় টাকা। --কী বলেন?
    -অনেকে পুরো প্যাকেট কিনত। অনেকে ছয়টা, অনেকে তিনটা। খুব কম লোক একটা করে কিনতেন। --তার মানে আপনার আয় তখন কত ছিল?
    -দিনে দেড় হাজারের উপরে! --সেটা কোন সালের ঘটনা?
    -এইতো ২০০৪/৫ এর দিকে। --তার মানে ২০০৪/৫ সালে আপনার দৈনিক আয় ছিল দেড় হাজার করে মাসে ৪৫ হাজার টাকা! তখন একজন ম্যাজিস্ট্রেট বেতন পেতেন ১২ হাজার টাকা। বিশাল ব্যপার সেপার।
    -সবই আল্লাহর ইচ্ছা। আমার ক্লাসমেটরা যখন বছরের পর বছর ধরে চাকরি খুঁজছিল আমার তখন ভালই ইনকাম। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। একদিন দেখি বাড়ীওয়ালা কয়েকজন লোক নিয়ে মেসে হাজির। সেই লোকজন বাড়ী ঘর মাপামাপি করল।
    কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এই বাড়ী নাকি ডেভেলাপার কোম্পানিকে দেয়া হবে। তখন এপার্টমেন্ট ফ্ল্যাটের ব্যবসা জমজমার ছিল। তারাই বিল্ডিং মাপতে এসেছে। বাড়ীওয়ালা সহ সেই লোকগুলো দুপুরে আমার ডাইনিং এ খাওয়া দাওয়া করল। পরের সপ্তাহে মেসের সামনে একটা সাইনবোর্ড বসানো হল। এখানে দশ তলা বিল্ডিং হবে।
    সুতরাং, ছয় মাসের মধ্যে মেস খালি করে দিতে হবে। আমি আবার ভবিষ্যতের ভাবনা ভাবতে লাগলাম।
    চার মাসের মাথায় মেস খালি হয়ে গেল। আমার ব্যবসা পুরোপুরি বন্ধ। অবশ্য এই কয়দিন আমি পুরো ঢাকা শহর চষে বেড়িয়েছি, কোথায় কী কাজ করা যায়। উত্তরা রাজলক্ষী মার্কেটের সামনে ভাজা পোড়া আইটেম নিয়ে ভ্যানে বসে পড়লাম। মার্কেট পেতে সময় লাগল না। তখন টিকার রোল জনপ্রিয় ছিল। উত্তরা এলাকায় আমিই প্রথম এটা চালু করেছি। এখন অবশ্য এরকম অনেক দোকান আছে। সেই ভ্যান থেকে দিনে হাজার খানেক লাভ থাকত। কিন্তু আমার যে এতে পোষায় না। এর আগে আয় ছিল ৪৫ হাজারের উপরে। রাজলক্ষীর পাশের এক হোটেল মালিক আমায় ধরলেন কিছু আইটেম রান্না করে দিতে। হাঁড়ি হিসেবে টাকা দিবেন। আমি খিঁচুড়ীর কন্ট্রাক্ট নিলাম। পাতিল প্রতি ৫০০ টাকা। কামারপাড়ায় তখন মানুষ কম থাকত। আমি একতা খোলা জায়গা ভাড়া নিয়ে রান্না শুরু করেছিলাম। ভ্যানের দায়িত্ব দিলাম আরেকজনকে। ভ্যানের রান্না বান্না এখান থেকেই করে দিতাম। ভ্যানে শুধু বিক্রিই হত।
    দুই একজন লোককে গ্রাম থেকে এনে চাকরি দিলাম। কেউ তরকারী কেটে দেয়, কেউ হেল্পারের কাজ করে।
    এই এক পাতিলের সুনাম আশেপাশের হোটেলে ছড়িয়ে পড়েছিল। আরো দুই তিনটা হোটেল থেকে অফার আসল। আমি তাদের জন্যেও রান্না করে দিতাম। বছর খানেক পরে দেখি আমি পাঁচটা হোটেলে খিঁচুড়ী সাপ্লাই দিচ্ছি ও আট টা ভ্যানের ভাজা পোড়া সাপ্লাই দিচ্ছি। আমার তখন দৈনিক আয় ৫ হাজারের উপরে!!! --সেটা কোন সালের ঘটনা?
    -২০০৬/৭ এর দিকে। তখন বয়স ছিল ২৬ কি ২৭ --তার মানে আপনার ২৭ বছর বয়সে মাসিক আয় ছিল দেড় লাখ টাকা!!! গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দেন।
    -আরে পানি খাবেন কেন কোক খান। আর এসি কি বাড়িয়ে দেব?
    এতক্ষন যার কথা বললাম উনি ঢাকার একটা রেস্টুরেন্ট গ্রুপের মালিক। ওনার ছয়টা রেস্টুরেন্ট আছে। মাসে দশ বারো লাখ টাকা আয় করেন।

    26-Jul-2016 4:45 pm

    27-Jul-2016 6:21 am


    আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বলেছেনঃ একদিন আমি রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) এর পিছনে ছিলাম, তিনি ﷺ আমাকে বললেন:

    হে বালক, আমি তোমাকে কিছু কথা শেখাবো
    আল্লাহকে হেফাজত করো
    আল্লাহ তোমাকে হেফাজত করবেন

    আল্লাহকে হেফাজত করো
    তুমি তাকে তোমার সাথেই পাবে।

    কিছু চাইলে আল্লাহ’র কাছেই চাবে।
    সাহায্য চাইলে আল্লাহ’র কাছেই চাবে।

    মেনে নাও যে,
    সমস্ত জাতি যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয়,
    তবে আল্লাহ তোমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া কোনো উপকার করতে পারবে না;

    যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়,
    তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তোমার কোনো ক্ষতি করতে পারবে না।

    কলম তুলে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গিয়েছে।

    ________
    তিরমিযি – কিতাবুস সিফাত আল-কিয়ামাহ, হাদিস ২৫১৬
    মুসনাদে আহমাদ – প্রথম খন্ড

      Comments:
    • বিপদে বন্ধুর পরিচয় :-P

    27-Jul-2016 6:21 am

    27-Jul-2016 7:40 am


    টপিক খুজতে গিয়ে pros and cons যেগুলো পেলাম:

    ইসলামিক লিখা:
    Pro: ফেসবুকের সময়টা অপচয় না -- নিজেকে এই প্রবোধ দেয়া যায়।
    Con: ক্রিকেট নিয়ে লিখার রেসট্রিকশনগুলো চলে আসে।

    ওমুকের মুখোশ উন্মোচন টাইপের লিখা:
    Pro: বেশি লাইক পাওয়া যায়।
    Con: নিজের মুখোশ উন্মোচিত হবার আশংকা থাকে।

    আবেগ অনুভুতি নিযে লিখা:
    Pro: পাবলিক লিখককে ভালো মানুষ মনে করে।
    Con: পাবলিক লিখককে বেশি ভালো মানুষ মনে করে।

    27-Jul-2016 7:40 am

    27-Jul-2016 2:21 pm


    Sanders was booed for endorsing Clinton.
    While Cruz was booed for NOT endorsing Trump.

    Should make clear who the hero, and who the villain is in this race.

      Comments:
    • এটাও কিছু দিনের জন্য। চিরস্থায়ী হলো জান্নাহ।

    27-Jul-2016 2:21 pm

    27-Jul-2016 11:29 pm


    ঢাকায় বাড়ি ভাড়া কমে যাচ্ছে। গত তিন বছর ধরে এই জিনিসটা আমি খেয়াল করেছি। এখন আরো অনেকে বলছেন একই কথা।

    https://www.facebook.com/dyprohasan/posts/1776709872566898

    আশে পাশের প্রতিটা বাসায় টু লেট টাংগানো। মাসের পর মাস খালি। ভাড়া হচ্ছে না। অথচ এক সময় এই শহরে বাসা খালি পাওয়া যেতো না।

    জায়গা জমির দামও কমে যাচ্ছে। যারা আগের রেট ধরে বসে আছেন তারা না জায়গা বিক্রি করতে পারছেন, না ফ্লাট।

    _____
    আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহ তায়ালা উনার পছন্দের বান্দাদের এই শহর থেকে দূরে রাখছেন।

    এটাকে "অভিশপ্ত শহরের" মত লাগা আরম্ভ করছিলো ২০১৩'র গনহত্যার পর থেকে। মনে হচ্ছিলো এর প্রতিশোধ আল্লাহ তায়ালা নেবেন। এবং এই শহরবাসীর উপর থেকে।

    ______
    আগে পরিবেশটাকে শুধু থম থমে মনে হতো।
    এখন আকাশের দিকে তাকালেও মনে হয় সব থমকে আছে।
    কিছু একটা আসছে।
    The vibe is in the air.

      Comments:
    • তাগুত কারা এর সীমা ধাপে ধাপে বাড়ানো হয়।

      পাকিস্তানে দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত যে কেউ কোনো নির্বাচনে ভোট দিয়েছে, তাকেই তাগুতের পক্ষের শক্তি হিসাবে সানাক্ত করে তাদের হত্যা করা জায়েজ -- এই ফতোয়ায় চলে যাওয়া হয়েছে। Saaqib Hassan অর্থাৎ সাধারন জনগন সবাই। ইউটুবে সাক্ষাতকার আছে।

    • প্রথমে সরকার প্রধান ও মন্ত্রীদের তাগুত বলা হয়। এর পর পুলিশ-সেনাবাহিনীকে। এর পর সকল সরকারী চাকুরিজীবিদের। এর পর ভোটার লিস্টে যার নাম আছে সেই তাগুত। শেষ ধাপে বলা হয় যারা এই তাগুত সরকারের বিরুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করছে না তারা সবাই তাগুত।

      অর্থাৎ আমাদের দল ছাড়া দেশের সবাই তাগুত। Ashraful Alam

      এটা পাকিস্তানের ঘটনা।

    • না ভিন্ন ভিন্ন। কেউ বেশি কঠোর, কেউ কম। তবে বর্তমান সরকার প্রধানরা তাগুত -- এই ব্যখ্যাটা সবার মাঝে কমন।

      পাকিস্তানে তাগুতের ব্যখ্যাটা এক্সট্রিম কতদূর পর্যন্ত গিয়েছে সেটা বলেছি। কার পরে আর তাগুত বলা হবে না, এই লিমিট আমি তাদের কারো ব্যখ্যায় পড়ি নি।

      তাই ব্যখ্যাটা ওপেন ফর ইন্টারপ্রেটেশন। বাড়ানোর সুয়োগ আছে। এবং বাড়ানো হয়।

    • "এই কথা কারা বলেছে ?" <-- পাকিস্তানের এক হামলাকারী।
    • এগুলো আমি দেখেছি।
      ১। তফসিরে ইবনে কাসির
      ২। তফসিরে আশরাফী
      ৩। তফসিরে উসমানী
      ৪। তফসিরে মাজহারী
      ৫। মারেফুল কোরআন
      ৬। তফসিরে জালালাইন
      ৭। তফসিরে কুরতুবী
      ৮। তফসিরে তাবারী

    27-Jul-2016 11:29 pm

    28-Jul-2016 6:17 am


    সে যেমন গরিব -- আমিও তেমন গরিব
    সমস্ত অহংকার আল্লাহর জন্য।।

    সে যেমন ছোট -- আমিও তেমন ছোট
    সমস্ত অহংকার আল্লাহর জন্য।।

    সে যেমন বোকা -- আমিও তেমন বোকা
    সমস্ত অহংকার আল্লাহর জন্য।।

    আমাদের রব, আমাদের ধরবেন না
    যদি ভুলে যাই, অথবা পা পিছলে যাই।।

    28-Jul-2016 6:17 am

    28-Jul-2016 11:46 am


    "নব্য ধনী অথবা একটি/দুটি জেনারেশন যারা শিক্ষা অথবা অর্থ বিত্তের মুখ দেখেছে তাদের সাথে সত্যিকারের শিক্ষিত ও বিত্তবানদের পার্থক্য হচ্ছে যারা নব্য তাদের মধ্যে কেউ কেউ সাধারণকে চাকর বাকর বলে জ্ঞান করেন।"
    (Collected)

    তোমরা যারা... ... আহাম। :-D
    // বৌয়ে বেশি কথা কইতে নিষেধ করছে। :-D

    28-Jul-2016 11:46 am

    28-Jul-2016 12:12 pm


    মুসতাদরাক হাকেমের ফিতনা ও মুলাহিম চ্যপ্টার আছে এখানে। ৫০০ হাদিস। এগুলো অনুবাদ করে এখানে দেয়া আরম্ভ করবো ইনশাল্লাহ।

    http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=8173&idto=8670&bk_no=74&ID=3533

    http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=8173&idto=8670&bk_no=74&ID=3533

      Comments:
    • সৌদি থেকে ব্লকড দেখাতে পারে। কারন সৌদি আরব সরকারী ছাড়া বাকি সব আরবী ইসলামি সাইট ব্লক করে দেয়।

    28-Jul-2016 12:12 pm

    28-Jul-2016 5:45 pm


    "BREAKING NEWS: Pope Francis falls while walking in Poland"

    // real news feed. :-D

    28-Jul-2016 5:45 pm

    28-Jul-2016 6:03 pm

  • কালো পাঞ্জাবিটা নিয়ে এখন কি করবো ভাবছি।
  • একটা কাজ করেন। এর গায়ে ২১ শের উপর কিছু শ্লোগান লিখে ফেলেন, এর পর নিশ্চিন্তে পড়েন।

    // in comments :-D

      Comments:
    • আপনার আইডি না সরকার আবার ব্লক করে দিয়েছিলো?
    • যেগুলো আনুবাদ করছি হযরত সেগুলো কোনোটাই বাংলা বা ইংরেজিতে অনুবাদ হয় নি। বাংলা বা ইংরেজি অনুবাদ থাকলেও কস্ট করে আবার অনুবাদ করার প্রয়োজন ছিলো না। নিজাম ভাই
    • জানা নেই। তবে জানা আছে যে বিশাল সংখ্যাক আলেমদের কাছে উনার হাদিস গ্রহনযোগ্য। এবং ইবনে কাসির উনার আল-বিদায়া-ওয়াননিহায়াতে ভবিষ্যতের ঘটনার ব্যপারে উনার হাদিস ধুমার্সে কোট করেছেন।
    • দেখে জানাবো ইনশাল্লাহ।
    • ২২৮ হিজরিতে মারা গিয়েছেন। উইকিপিডিযা বলছে।

    28-Jul-2016 6:03 pm

  • 29-Jul-2016 7:14 am


    চাকরির বাজারে ইংরেজি জ্ঞানটা কাজে লাগে সবচেয়ে বেশি।

    সাইন্সে থাকলে:
    ইঞ্জিনিযারিং বা ডাক্তারী মেনুয়াল, ইন্সট্রাকশন, ডেসক্রিপশন যা আছে সব ইংরেজিতে লিখা। নিজে শিখে নিতে পারবেন যে কোনো নতুন টেকনোলজি। নচেৎ "আমাকে দেখায় দিলে পারবো" মুডে এসিস্টেন্ট হিসাবে কাজ করতে হবে।

    কমার্সে থাকলে:
    মার্কেটিংয়ে, করেসপন্ডেন্স, যোগাযোগ এসবের মাধ্যমটাই হলো ইংরেজি। একজন চাইনিজ এক্সপোর্টারের সাথে আপনি চাইনিজ ভাষায় কথা বলবেন না। ইংরেজিতে বলবেন।

    আর্টসে থাকলে:
    ইংরেজি শিক্ষকদের সাপ্লাই কম। চাহিদা বেশি। টিউশনি করলেও অন্যদের থেকে বেশি ইনকাম করতে পারবেন।

    তাই একটা ছেলে ভবিষ্যতে চাকরির বাজারে কতটুকু সুবিধা করতে পারবে এটার স্কেল হিসাবে আমি ব্যবহার করি সে ইংরেজিতে কতটুকু দক্ষ সেটা।

    এটা চাকরির জন্য। ব্যবসায়ি হতে চাইলে হিসাব ভিন্ন।

      Comments:
    • "হাদীসের হুবহু ভাষ্য নয়" <-- ঐ ওজুর পানি দিয়ে সাহল রা: কে গোসল করানো হয়েছিলো

    29-Jul-2016 7:14 am

    29-Jul-2016 4:33 pm


    হুপস,

    কিছু দিন living under the rock করার পর এখন বেরিয়ে এসে দেখি এলাহি কান্ড। ছেলেপেলেরা "জেরুজালেমের খলিফা হিন্দে যোদ্ধা পাঠাবে" হাদিস থেকে ধরে বসে আছে এদেশের কালো পাঞ্জাবি ওয়ালারা হলো সেই যোদ্ধা।

    [ <-- এখানে Face Palm emo বসবে ] :-P

    "কেউ আমারে মাইরা লা" বলতে চাচ্ছিলাম। বললাম না। কারন,
    ১। এটা বলা জায়েজ নেই -- ফেসবুক মুফতিদের ফতোয়া।
    ২। জুম্মার দিন। যে কোনো সময় দোয়া কবুল হয়ে যাবার আশংকা আছে।

    :-D

    29-Jul-2016 4:33 pm

    29-Jul-2016 10:13 pm


    অকে :-D সৃজনশীল পোলাপাইন এখন স্কুলে শিখছে।

    ১। জাকির নায়েক কাফের।
    ২। "সকল সৃস্টি আল্লাহ পাকের পরিজন" -- ৭ নং প্রশ্ন দ্রস্টব্য।
    ৩। ভালো ছেলেরা মিলাদ মাহফিল এটেন্ড করে।

      Comments:
    • জয় বা পরাজয়ও কোনোটাই কারো জন্য স্থায়ী না।
      "ওয়া তিলকাল আইয়াম নুদাউইলুহা বাইনান নাস," -- এই ভাবে আমি জয় আর পরাজয়কে মানুষের মাঝে ঘুরাতে থাকি যেন বুঝা যায় কে ঈমাদার।

    29-Jul-2016 10:13 pm

    29-Jul-2016 11:20 pm


    Look at it like this, this life is a test. And the events surrounding us is the question paper.

    A test taker should not waste his time complain how hard the question paper is. Rather he should concentrate on answering it.

    The Examiner is fully aware, how hard the questions were. He set those up. And he will be granting you enough grace marks for it.

    Just never tear off the answer sheet because the question was hard. That makes you look like a challenger to God.

      Comments:
    • * weak

    29-Jul-2016 11:20 pm

    30-Jul-2016 12:38 am


    হটাৎ করে সরকারী আমলারা আল্লাহর "পরিবার পরিজন" বের করার জন্য মরিয়া হয়ে উঠলো কেন চিন্তা করছিলাম। এই কথাটা প্রথম পড়েছি দুই সপ্তাহ আগের সরকারী খুতবায়। আজকে দেখলাম বাচ্চাদের শিখাচ্ছে।

    নেটে সার্চ দিলাম উৎস খুজতে।
    কপি-পেস্ট করে ট্রেন্সলেশন পেন্ডিং করে রেখে দিলাম।

    تخريج حديث الخلق عيال الله

    عن أنس قال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله فأحبهم إلى الله أنفعهم لعياله .
    رواه أبو يعلى 65/6 و الطبراني في المعجم الكبير 86/10 و القضاعي في مسند الشهاب 255/2
    ورواه الحارث في مسنده أيضاً 857/2
    كلهم من طريق يوسف بن عطية عن ثابت عن أنس به
    فمداره على يوسف بن عطية وهو الصفار قال أبو زرعة وأبو حاتم والدارقطني ضعيف الحديث وقال البخاري منكر الحديث وقال أبو داود ليس بشيء وقال النسائي متروك الحديث وليس بثقة وقال أبو بشر الدولابي متروك الحديث وقال أبو أحمد بن عدي وله غير ما ذكرت وكلها غير محفوظة وعامة حديثه مما لا يتابع عليه وقال بن حبان يقلب الأخبار ويلزق المتون الموضوعة بالأسانيد الصحيحة لا يجوز الاحتجاج به
    وروي من طريق عبد الله بن مسعود عند الطبراني في المعجم الكبير 86/10
    وفيها موسى بن عمير وهو القرشي قال عباس عن يحيى ليس بشيء وقال محمد بن عبد الله بن نمير وأبو زرعة والدارقطني ضعيف وقال أبو حاتم ذاهب الحديث كذاب وقال النسائي ليس بثقة
    فثبت أن الحديث منكر ولا يصح عن رسول الله صلى الله عليه وسلم .

    30-Jul-2016 12:38 am

    30-Jul-2016 2:00 pm


    নিকাব ব্যন পৃথিবীর অধিকাংশ দেশে।
    বাংলাদেশে হওয়াটা সমযের ব্যপার।

    ঐ সময়ের জন্য এই আইডিয়া।

    30-Jul-2016 2:00 pm

    30-Jul-2016 2:43 pm


    নেগেটিভ নিউজ নিয়ে পোস্ট আর লিখবো না চিন্তা করছিলাম অনেক দিন ধরে। এর অংশ হিসাবে এক সময় নেগেটিভ কোনো নিউজ দেখলেই আনফলো করা আরম্ভ করেছিলাম।

    ফল পেলাম। একসময় জীবনে সব নেগেটিভিটি চলে গেলো। How I learned to stop worrying and love the bomb. এর মত।

    এর পর সুশিল সমাজের বুলি "মন বদলাও দুনিয়া বদলে যাবে" আইডোলজির উপর কিছু দিন চলার চেস্টা করলাম।

    শেষ মেষে কিছুই হলো না। চোখের ফিল্টার খুলে ফেসবুকের মেইন স্ট্রিম নিউজ ফিডের দিকে আবার তাকানোর পর, সেই নেগেটিভিটির ধাক্কা ফিরে এলো। আরো জোরালো ভাবে।

    এর সলুশন কি চিন্তা করছি?

    চাকরির এক অফিসের একাউন্টেন্ট সাহেব আমাকে দেখলে সব সময় বলতেন "আগে দিল সাফ করতে হবে"। পরে জানলাম উনি দুই বছরে চার কোটি টাকা জালিয়াতি করে এখন জেলে।

    হুম। আগে দিল সাফ করতে হবে।
    কিভাবে? সেটা প্রশ্ন।।

      Comments:
    • একটা স্কুলের। চট্রগ্রামে।
    • চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ২নং খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া গ্রামের "খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়" এর সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র! -- Reference ফেসবুক।

    30-Jul-2016 2:43 pm

    31-Jul-2016 5:53 pm


    Looks like he almost missed it. But kudos :-D (Y).

    By the way, there was another video on the net of such a stunt, but that was a fake one.

    This is real, and first such attempt.

    https://www.youtube.com/watch?v=yDv3KHIIp6I

    31-Jul-2016 5:53 pm