Post# 1469640591

27-Jul-2016 11:29 pm


ঢাকায় বাড়ি ভাড়া কমে যাচ্ছে। গত তিন বছর ধরে এই জিনিসটা আমি খেয়াল করেছি। এখন আরো অনেকে বলছেন একই কথা।

https://www.facebook.com/dyprohasan/posts/1776709872566898

আশে পাশের প্রতিটা বাসায় টু লেট টাংগানো। মাসের পর মাস খালি। ভাড়া হচ্ছে না। অথচ এক সময় এই শহরে বাসা খালি পাওয়া যেতো না।

জায়গা জমির দামও কমে যাচ্ছে। যারা আগের রেট ধরে বসে আছেন তারা না জায়গা বিক্রি করতে পারছেন, না ফ্লাট।

_____
আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহ তায়ালা উনার পছন্দের বান্দাদের এই শহর থেকে দূরে রাখছেন।

এটাকে "অভিশপ্ত শহরের" মত লাগা আরম্ভ করছিলো ২০১৩'র গনহত্যার পর থেকে। মনে হচ্ছিলো এর প্রতিশোধ আল্লাহ তায়ালা নেবেন। এবং এই শহরবাসীর উপর থেকে।

______
আগে পরিবেশটাকে শুধু থম থমে মনে হতো।
এখন আকাশের দিকে তাকালেও মনে হয় সব থমকে আছে।
কিছু একটা আসছে।
The vibe is in the air.

    Comments:
  • তাগুত কারা এর সীমা ধাপে ধাপে বাড়ানো হয়।

    পাকিস্তানে দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত যে কেউ কোনো নির্বাচনে ভোট দিয়েছে, তাকেই তাগুতের পক্ষের শক্তি হিসাবে সানাক্ত করে তাদের হত্যা করা জায়েজ -- এই ফতোয়ায় চলে যাওয়া হয়েছে। Saaqib Hassan অর্থাৎ সাধারন জনগন সবাই। ইউটুবে সাক্ষাতকার আছে।

  • প্রথমে সরকার প্রধান ও মন্ত্রীদের তাগুত বলা হয়। এর পর পুলিশ-সেনাবাহিনীকে। এর পর সকল সরকারী চাকুরিজীবিদের। এর পর ভোটার লিস্টে যার নাম আছে সেই তাগুত। শেষ ধাপে বলা হয় যারা এই তাগুত সরকারের বিরুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করছে না তারা সবাই তাগুত।

    অর্থাৎ আমাদের দল ছাড়া দেশের সবাই তাগুত। Ashraful Alam

    এটা পাকিস্তানের ঘটনা।

  • না ভিন্ন ভিন্ন। কেউ বেশি কঠোর, কেউ কম। তবে বর্তমান সরকার প্রধানরা তাগুত -- এই ব্যখ্যাটা সবার মাঝে কমন।

    পাকিস্তানে তাগুতের ব্যখ্যাটা এক্সট্রিম কতদূর পর্যন্ত গিয়েছে সেটা বলেছি। কার পরে আর তাগুত বলা হবে না, এই লিমিট আমি তাদের কারো ব্যখ্যায় পড়ি নি।

    তাই ব্যখ্যাটা ওপেন ফর ইন্টারপ্রেটেশন। বাড়ানোর সুয়োগ আছে। এবং বাড়ানো হয়।

  • "এই কথা কারা বলেছে ?" <-- পাকিস্তানের এক হামলাকারী।
  • এগুলো আমি দেখেছি।
    ১। তফসিরে ইবনে কাসির
    ২। তফসিরে আশরাফী
    ৩। তফসিরে উসমানী
    ৪। তফসিরে মাজহারী
    ৫। মারেফুল কোরআন
    ৬। তফসিরে জালালাইন
    ৭। তফসিরে কুরতুবী
    ৮। তফসিরে তাবারী

27-Jul-2016 11:29 pm

Published
27-Jul-2016