চাদ দেখার উপর delayed পোস্ট:
এই বছর পাকিস্তান আর শ্রীলংকা চাদ দেখে সৌদিদের সাথে ঈদ করছে, আজকে।
দুনিয়াতে শুধুমাত্র বাংলাদেশ আর ভারতে ঈদ হচ্ছে কালকে বৃহস্পতিবার। বাকি পৃথিবীর প্রায় সব দেশে একই দিনে ঈদ হয়েছে, আজকে বুধবার। তোমরা যারা একই দিনে ঈদের স্বপ্ন দেখতে, স্বপ্ন প্রায় সাকসেসফুল।
বাই দা ওয়ে, গ্লোবাল ওয়ালাদের কিন্তু গতকাল মঙ্গলবার ঈদ করার কথা ছিলো। কারন রাশিয়াতে গতকাল ঈদ হয়েছে। "দুনিয়ার প্রথম যে দেশে চাদ দেখা যায় তখনই সারা পৃথিবীতে ঈদ", মনে আছে?
তারা কি তাদের নীতিতে এখনো ঠিক আছে? নাকি গ্লোবাল বলতে তার আসলে বুঝায় সৌদি? :-P
- Comments:
- কবে লিখেছে? গতকাল?
- টেকনিক্যলি কথাটা ঠিক। আজকে চাদ দেখতে পারার কথা। এবং কালকে সত্যি ঈদ :-P
- হে হে। খারাপের জন্য আশা করতে হয় না। "আশংকা" কারতে হয়। difference has.
- এই সব বললে বুজুর্গি জাহির হয়ে যাবে। অথচ বুজুর্গি হলো গোপন রাখার জিনিষ :-P
- "ব্যবসায়" না নামলে মুরিদ বাড়িয়ে লাভ নেই :-D
- তার পরও গণদাবীর মুখে বুজুরগি জাহির করে কিছু পোস্ট দিতে হবে। উস্তাদের হুকুম বলে কথা।
তবে আজকে না। পরে। :-D
- তুরস্কের কথা বাদ। রাশিয়া ওয়ালারা কিন্তু কেলকুলেট করে ঈদ করে নি।
- এটা কেলকুলেশন হলো। একটু আগে বললেন আপনি কেলকুলেশনে বিশ্বাস করেন না।
- "কারণ আমরা চাঁদ দেখায় বিশ্বাসী। ক্যালেন্ডারে নয়।" <-- আর্টিক্যেল থেকে।
- অকে। ঈদের দিন রাতে তর্ক বাদ দেন। শাওয়াল মাসের ৩ তারিখ থেকে অপনার সাথে আবার তর্ক আরম্ভ করতে হপে :-P