যখন desperation [মরিয়া ভাব/হতাশা] চলে আসে তখন আল্লাহ তায়ালা বিপদকে দূর করে দেন। আমি দেখেছি।
তবে বিপদ চলে যাবার পর পরই একটা অপরাধবোধ আসে।
আমি সবর করতে পারলাম না।
Desperate হয়ে গিয়েছিলাম।
কস্ট বিপদের সময় আল্লাহ এবং উনার রাসুল অন্তরের যত কাছা কাছি থাকে, স্বাভাবিক সময় সেটা হয় না। বেশি ইবাদত করলেও না।
এজন্য আল্লাহ এবং উনার রাসুলকে যে ভালোবাসে তার উপর বিপদ আসতে থাকবে একের পর এক।
যতক্ষন না আল্লাহর সাথে মিলিত হয়।
অর্থাৎ তার মৃত্যু হয়।
এটা সবরের পরিক্ষা।
ঐ রাস্তাটা ছিলো স্বর্ন বিছানো।
আমার আফসোস: আমি সবুজ ঘাসের উল্টো রাস্তা বেছে নিয়েছি।