শাওয়াল মাসের ৬ রোজা রাখলে ১ বছর রোজা রাখার সোয়াব পাওয়া যাবে, তবে এটা হবে রমজানের ৩০ রোজার সাথে মিলালে।
৩০ + ৬ = ৩৬ দিন রোজা।
এই উম্মাহর আমলের সোয়াব যেহেতু আল্লাহ তায়ালা ১০ গুন বাড়িয়ে দেন তাই
৩৬ x ১০ = ৩৬০ দিন রোজা রাখার সোয়াব পাওয়া যাবে।
এভাবে ১ বছরের সোয়াব।
এটা আমার চিন্তা লব্ধ কোন নতুন উপলব্ধি না। বরং হাদিসেই এই কারন দেখিয়ে এইভাবে বর্ননা করা আছে।
তাই রমজানের রোজা যাদের কাজা আছে, তাদের রমজানের রোজা না রেখে আগে শাওয়ালের রোজা রাখার মাঝে আমি যুক্তি দেখি না।
কিছু আলামের মতে এই ভাবে শাওয়ালের রোজা রাখলেও তার রোজাগুলো রমজানের রোজার কাজা হিসাবে ধরা হবে।