Post# 1468765974

17-Jul-2016 8:32 pm


কোনো এক বছর।
ঢাকা শহরে এক গানের পোস্টার চোখে পড়লো।
নাম "পাপীর অহংকার"।
গজ গজ করতে করতে আসছিলাম এই দেশেও স্যটানিস্টদের অনুপ্রবেশ ঘটছে কিনা।
পাপ করে, আবার অহংকার?

আজকে জানলাম:
সেই গায়কের নাম ছিলো পাপী মনা।
সে এলবাম বের করে, নাম দিয়েছিলো "অহংকার"।
সে থেকে পাপীর "অহংকার"।

17-Jul-2016 8:32 pm

Published
17-Jul-2016