Post# 1468342574

12-Jul-2016 10:56 pm


হানাফি মাজহাব মতে ফরজ নামাজে কেরাতের সুন্নাহ:

ফজর: সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত যে কোনো সুরা।
যোহর: সূরা হুজরাত থেকে বুরুজ।
আসর: সূরা তারিক হতে বায়্যিনাহ।
মাগরিব: সূরা যিলযাল হতে নাস।
ইশা: সূরা তারিক হতে বায়্যিনাহ।

- আহসানুল ফাতাওয়া ৩: ৭২, মালাবুদ্দা মিনহু ৫৭, ফাতাওয়ায়ে রাহমানিয়া ১: ২৮৮

    Comments:
  • কিন্তু আপনি বলেছিলেন এতেকাফে কি খাব দেখলাম সেগুলো নিয়ে আগে পোস্ট দিতে। ওগুলো নিযে পোস্ট দিতে ঐ সময় ব্যস্ত ছিলাম। :-P
  • সবাই রাসুলুল্লাহ ﷺ কে অনুসরন করে। কোন হাদিসকে কে বেশি সহি মনে করে আর অনুসরন করে এটার উপর মাজহাবের পার্থক্য। যেসব জায়গায় হাদিসে দুধরনের আমলের কথাই বলা আছে।

12-Jul-2016 10:56 pm

Published
12-Jul-2016