Post# 1469868216

30-Jul-2016 2:43 pm


নেগেটিভ নিউজ নিয়ে পোস্ট আর লিখবো না চিন্তা করছিলাম অনেক দিন ধরে। এর অংশ হিসাবে এক সময় নেগেটিভ কোনো নিউজ দেখলেই আনফলো করা আরম্ভ করেছিলাম।

ফল পেলাম। একসময় জীবনে সব নেগেটিভিটি চলে গেলো। How I learned to stop worrying and love the bomb. এর মত।

এর পর সুশিল সমাজের বুলি "মন বদলাও দুনিয়া বদলে যাবে" আইডোলজির উপর কিছু দিন চলার চেস্টা করলাম।

শেষ মেষে কিছুই হলো না। চোখের ফিল্টার খুলে ফেসবুকের মেইন স্ট্রিম নিউজ ফিডের দিকে আবার তাকানোর পর, সেই নেগেটিভিটির ধাক্কা ফিরে এলো। আরো জোরালো ভাবে।

এর সলুশন কি চিন্তা করছি?

চাকরির এক অফিসের একাউন্টেন্ট সাহেব আমাকে দেখলে সব সময় বলতেন "আগে দিল সাফ করতে হবে"। পরে জানলাম উনি দুই বছরে চার কোটি টাকা জালিয়াতি করে এখন জেলে।

হুম। আগে দিল সাফ করতে হবে।
কিভাবে? সেটা প্রশ্ন।।

    Comments:
  • একটা স্কুলের। চট্রগ্রামে।
  • চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ২নং খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া গ্রামের "খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়" এর সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র! -- Reference ফেসবুক।

30-Jul-2016 2:43 pm

Published
30-Jul-2016