Post# 1468300223

12-Jul-2016 11:10 am


শবে কদর হলো কিনা সেটার নিদর্শন আমাদের দেশে দেখে বৃস্টি হলো কিনা।
আর আরবরা দেখে পরের দিন সূর্য অস্পস্ট হয়ে উদিত হলো কিনা।

এই রমজানের শেষ ১০ দিন সূর্যদয়ের ছবি। যে দিন শবে কদর হবে সে দিন সকালে সূর্যোদয় হয় কিরন বিহীন। কারন অসংখ্য ফিরিস্তার উপস্থিতি। এটা হাদিসে আছে।

সে হিসাবে সৌদির ২৯ তারিখে বেশি সম্ভাবনায় অথবা ২৩ তারিখে কম সম্ভাবনায় শবে কদর হওয়ার সম্ভাবনা আছে।

এই ছবি গুলো মিশর থেকে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • ওয়েব সাইটে ইংরেজি কিভাবে আসবে? ওয়ার্ডের উপর ক্লিক করতে হবে? নাকি প্রতিটা শব্দের নিচে অর্থ দেয়া থাকবে?
  • তাহলে এটাকে ব্রাউজার প্লাগইন করে দিলে শামিলা ছাড়া অন্যান্য আরবী সাইটেও কাজ করবে।
  • ঢাকা শহরেও লোক নেই। সব দেশের বাড়িতে চলে গিয়েছে। এটাও একটা কারন।
  • He probably didn't cause black Wednesday, but took advantage of a government's wrong strategy.

12-Jul-2016 11:10 am

Published
12-Jul-2016