Post# 1468991923

20-Jul-2016 11:18 am


এক ভাই বললেন, "শাওয়ালের রোজা রাখার জন্য সকাল ৪ টার আগে খেয়ে, ৫ টার দিকে ফজরের জামাতের জন্য অপেক্ষা করা হয় না। লম্বা সময়। নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি।"

দ্বিতীয় ভাই বললেন, "রমজানে পরও এখন তাহাজ্জুদ পড়ি। কিন্তু ২ টার দিকে উঠে ৫ টা পর্যন্ত জেগে থাকতে পারি না। বয়স হয়েছে। বাসায় নামাজ পড়ে শুয়ে পড়ি।"

এখানে বিষয় হলো, আমাদের আলেমদের মতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া বরং উপরোক্ত কাজগুলো থেকে বেশি জরুরী।

ভিত্তিটা ঠিক রাখতে হবে। ভিত্তি ঠিক রেখে সামনে এগুতে পারলে এগুলাম। নয়তো ঐ জায়গায় থাকলাম, সমস্যা নেই।

রাসুলুল্লাহ ﷺ এর কাছে এক জন এসে বলেছিলেন নামাজ রোজা হজ্জ জাকাতের ফরজ পরিমানের থেকে বেশি আর কিছু করবো না। রাসুলুল্লাহ ﷺ বলেছিলেন এই লোক যদি তার কথায় ঠিক থাকে তবে সে জান্নাতি।

    Comments:
  • রিংগটোন না। বরং এটা হলো মসজিদে গান। মসজিদে হচ্ছে। কার্পেট দেখুন।
    https://www.youtube.com/watch?v=GflERixWj6g

20-Jul-2016 11:18 am

Published
20-Jul-2016