Post# 1467900674

7-Jul-2016 8:11 pm


মুন্নি শাহ স্টাইলে, "এতেকাফের পর অপনার অনুভুতি কি?" প্রশ্ন চলছেই। তাই এই পোস্ট।

রমজানের এতেকাফ করার উদ্যেশ্য হলো শবে কদরের খোজ করা। এটাই মূল। এবার শবে কদর হয়েছে আমাদের ২৭শে রমজান রাতে। যে রাতে আর সবাই ইবাদত করে। কিন্তু এই রাতে যে শবে কদর এটা অনুভুতিতে আসবে তখন, যখন বাকি রাতগুলোতেও ইবাদত করা হবে।

আল্লাহ তায়ালার জন্য নির্দিস্ট একটা সময়, যেমন ১০ দিন বা ৪০ দিন ইতেকাফকারীর অন্তরে আল্লাহ তায়ালা গোপন কোনো অনুভুতির দরজা [আরবীতে মারেফত] খুলে দেন। তবে এগুলো সুফিজমের বিষয়াদি। বেশি কথা বললাম না।

একটা হিন্ট। রমজান মাস যার ভালো কাটবে তার সারা বছর ভালো কাটবে। হাদিস হিসাবে বর্ননা আছে উলুমুদ্দিনে। এটাকে এক্সট্রাপোলেট করে ধরে নেয়া যায় দেশের রমজান এবার যেরকম কেটেছে, আসন্ন বছরটা হয়তো সেরকম কাটবে।

এবার ৮ দিন বসেছিলাম। ইনশাল্লাহ সামনের বছরও যদি ৮ দিনের জন্য বসি তবে এবারের মত ২৩-৩০ তারিখ না বসে, বরং ২১-২৮ বসবো ইনশাল্লাহ। কারন এই সময়টায় মাঝে শবে কদর পড়ার সম্ভাবনা আরো বেশি।

    Comments:
  • কোনো আলেমদের মতে ঐ কিতাবের অধিকাংশ হাদিসই অথেনটিক না। কোনো আলেমদের মতে সব হাদিস অথেনটিক।

    অথেনটিক না এর পক্ষে সালাফি মতাবলম্বি আলেমরা বেশি জোরালো।
    অথেনটিক এর পক্ষে হানাফি আলেমরা বেশি।

    যে যেটা আনুসরন করে।
    আমি অধিকাংশ ক্ষেত্রে হানাফি মত অনুসরন করি।

7-Jul-2016 8:11 pm

Published
7-Jul-2016