আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বলেছেনঃ একদিন আমি রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) এর পিছনে ছিলাম, তিনি ﷺ আমাকে বললেন:
হে বালক, আমি তোমাকে কিছু কথা শেখাবো
আল্লাহকে হেফাজত করো
আল্লাহ তোমাকে হেফাজত করবেন
আল্লাহকে হেফাজত করো
তুমি তাকে তোমার সাথেই পাবে।
কিছু চাইলে আল্লাহ’র কাছেই চাবে।
সাহায্য চাইলে আল্লাহ’র কাছেই চাবে।
মেনে নাও যে,
সমস্ত জাতি যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয়,
তবে আল্লাহ তোমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া কোনো উপকার করতে পারবে না;
যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়,
তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
কলম তুলে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গিয়েছে।
________
তিরমিযি – কিতাবুস সিফাত আল-কিয়ামাহ, হাদিস ২৫১৬
মুসনাদে আহমাদ – প্রথম খন্ড
- Comments:
- বিপদে বন্ধুর পরিচয় :-P