কেউ বিপদে পড়ে টাকা ধার চাইলো।
আমি দেখি তার বিপদের পরিমান আর দানের ফান্ড থেকে তাকে সাহায্য করতে পারবো কিনা?
যদি দেখি পারবো তবে দানের নিয়তে তাকে টাকা দেই। সে মনে করে ধার।
ধার দেয়া টাকা ৯৫% ক্ষেত্রে ফিরত দেয় না। তবে আমার সমস্যা হয় না। কারন আমি ঐ টাকাটা দানের ফান্ড থেকে দিয়েছি।
কিন্তু সমস্যা হয়, এর পর তার সাথে সম্পর্কের অবনতী হয় রাপিডলি।
সে ভালো লোক হলে অপরাধ বোধে ভুগে আমাকে এড়িয়ে চলে।
আর খারাপ লোক হলে তার অপরাধ বোধটাকে কাটানারো জন্য কিছু কোশশেনেবেল মেথড অনুসরন করে।
এ জন্য খুব কাছের মানুষ যখন আমার কাছে টাকা ধার চায় বুঝি তারা সাথে সম্পর্ক শেষ। দিলেও শেষ। না দিলেও শেষ। কারন না দেবার কারনে সে নিজেকে বিট্রেইড মনে করবে। বিপদের সময় আমি তাকে সাহায্য করি নি।
______
খুব কাছের আত্মিয় যখন বিপদে পড়ে ধার চায়। তখন আমি ধার হিসাবে দেই। এই অংকগুলো অনেক বড়। এবং এগুলো বছরের পর বছর যাবার পর এক সময় গায়েব করে দেয়।
আমি কখনো ফিরত চাই না। তবে মনে মনে ধরে রাখি হাশরের ময়দানে দাবি তুলে তার কাছ থেকে নামাজ-রোজা বা নেকির সোয়াব নিয়ে নেবো।
যেহেতু টাকাটা বিশাল অংকের, আমি ধার দিয়েছিলাম, এবং দান করিনি।