ধারনা করেছিলাম এই ধোকা শুধু আমি একাই খেতাম :-P
- Comments:
- রমজানের শেষ ৮ দিন করেছিলাম।
- সন্দেহ থাকলে আলেমদের থেকে ক্লিয়ার করে নিবেন।
যেটা লিখেছি সেটা হলো আমি যা জেনেছি সেগুলো থেকে। - ^ এটার জবাব, জানা নেই :-D
- আপনি যেটা বলছেন সেটা হলো আংশিক দিনের ইতেকাফ। ঘন্টা ধরে বা এরকম।
১। এরকম ইতেকাফ হলেও মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙ্গে যাবে।
২। এ ধরনের ইতেকাফে মসজিদে ঢুকার সময় নিয়ত করে নেয়, "আমি মসজিদ থেকে বের হবার পূর্ব পর্যন্ত ইতেকাফ করার নিয়ত করলাম।"
৩। রমজানের ভেতর বা বাইরেও পূর্ন দিন নফল ইতেকাফ করার নিয়ত নিয়ে বসে কেউ যদি তা ভেঙ্গে ফেলে তবে সেটা কাজা করতে হবে। হানাফি মাজহাবে কাজা ওয়াজিব, যদিও প্রথম ইতেকাফটা ছিলো নফল। অন্যান্য মাজহাবে কাজা ঐচ্ছিক।
৪। এতেকাফ অবস্থায় রোজা রাখতে হবে এটা অন্য মাজহাবের জন্য শর্ত। তবে হানাফি মাজহাবে শর্ত না। তবে ইতেকাফ ওয়াজি হয়ে গেলে হানাফি মাজহাবে রোজাও রাখতে হবে।উপরের কোনো পয়েন্টে যদি আপনি আরো ভালো জানেন তবে আমাকে শুদ্ধ করে দিলে খুশি হবো। তবে স্পেসিফিকলি এবং স্পস্ট করে বলতে হবে। ঝাপসা কিছু না।
নচেৎ আলেমদের উপর ছেড়ে দেন। যেমন প্রথমে বলেছিলাম।