Post# 1469087936

21-Jul-2016 1:58 pm


ইসলামের মাঝে যে দলগুলো আছে, তাদের সদস্য টানার একটা উপায় হলো আখেরাতের ব্যপারে বিশাল কোনো পুরস্কারের কথা দেয়া, যেটা এই দল বা দলের কাজ করলে শুধু পাবে। অন্য মুসলিমরা পাবে না।

যেমন হিজবুত তৌহিদের একাধিক ছেলেদের বলতে শুনেছি "হিজবুত তৌহিদ করলে বদর ও ওহুদের সাহাবীদের সমান সোয়াব পাওয়া যাবে।" হয়তো কোনো হাদিস থেকে বলছে।

    Comments:
  • * দারোয়ানে চোর দেখে হপে।
    আরেক দারোয়ান দেখে সে কি করবে?

21-Jul-2016 1:58 pm

Published
21-Jul-2016