Meanwhile in আম্রিকা: গত দুই দিনে পুলিশ দুই জন কালোকে ধরে রাস্তায় শুইয়ে ঠান্ডা মাথায় গুলি করে মেরেছে। এর প্রতিশোধ হিসাবে আজকে ৫ জন পুলিশকে গুলি করে হত্যা করেছে কালোরা এক মিছিলের পর।
প্রথমে খবর আসছিলো ৪ জন পুলিশ মারা গিয়েছে। এটা আম্রিকার জন্য বড়। এখন ৫ জনের মৃত্যু মানে ইন্টারনেশনেলি বড় খবর।
এদিকে বাংলাদেশের গুলশানের কাহিনী নিয়ে এখনো আন্তর্জাতিক পত্রিকায় এডিটোরিয়াল আর নিউজ এনালাইসিস লিখা চলছে।
বড় ঘটনা আগে ৪-৫ দিন পর পর একটা ঘটতো। এখন প্রতিদিন ঘটছে। আজকে আম্রিকায় ৫ পুলিশ খুন। গতকাল: শোলাকিয়া।
"মানুষ জাতিতে জাতিতে দলে দলে ভাগ হয়ে যাবে" -- হচ্ছে।
- Comments:
- আমেরিকার সাদা বনাম কালোরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একে অন্যের প্রতি ঘৃনা-বিদ্বেষ দ্বারা বিভক্ত হয়ে যাচ্ছে। এটা ভাগ।
প্লাস হিলারি ক্লিনটনকে ইমেইল কেলেংকারীর জন্য ছেড়ে দেয়াতেও মধ্যবিত্তরা মনে করছে উচ্চ বিত্তদের কোনো বিচার হয় না।
সব কিছু মিলিয়ে খিচুড়ি অবস্থা।