Post# 1468250881

11-Jul-2016 9:28 pm


না বলতে পারা একটা বিরাট গুন।

মাদ্রাসার জন্য চাদা চাচ্ছে
চাকরি দিতে বলছে
বা সেলস ম্যন কিনতে বলছে।

আধিকাংশ সহজেই "না" বলতে পারে।
কেউ কেউ অস্বস্তিতে পড়ে যায়: তাকে নিরাশ করবো?

"না" বলাটা শিখতে হয়।
ভালো মানুষ আপনাকে মদ খাইয়ে দিতে পারবে।
বা আপনার টাকা নিয়ে পলিয়ে যেতে পারবে।

যারা না বলতে পারে তাদের জন্য এখানে কিছু নেই।
যারা ইত্বস্ততঃ করে তাদের জন্য টিপস।

প্রথমে: ঘাড় সোজা কর তার মুখো মুখি হতে হবে।

  • অন্তরের ঘাড় না, রিয়েল ঘাড়। কাধের উপর যেটা আছে।
  • অন্য দিকে ফিরে না, তার সোজা মুখ করে দাড়াতে হবে।

    এর পর তার চোখের দিকে তাকান।

  • নিচের দিকে তাকাবেন না।
  • তার চোখ এড়িয়ে যাবেন না।

    তাকে থামিয়ে তার কথা তাকে শুনিয়ে দেন। "আপনি বলছেন আপনার ছেলেকে এই চাকরিটা না দিলে তার অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক?", "বলছেন জাকাতের টাকা

    11-Jul-2016 9:28 pm

  • Published
    11-Jul-2016