Post# 1468858932

18-Jul-2016 10:22 pm


যখন desperation [মরিয়া ভাব/হতাশা] চলে আসে তখন আল্লাহ তায়ালা বিপদকে দূর করে দেন। আমি দেখেছি।

তবে বিপদ চলে যাবার পর পরই একটা অপরাধবোধ আসে।
আমি সবর করতে পারলাম না।
Desperate হয়ে গিয়েছিলাম।

কস্ট বিপদের সময় আল্লাহ এবং উনার রাসুল ﷺ অন্তরের যত কাছা কাছি থাকে, স্বাভাবিক সময় সেটা হয় না। বেশি ইবাদত করলেও না।

এজন্য আল্লাহ এবং উনার রাসুল ﷺ কে যে ভালোবাসে তার উপর বিপদ আসতে থাকবে একের পর এক।
যতক্ষন না আল্লাহর সাথে মিলিত হয়।
অর্থাৎ তার মৃত্যু হয়।

এটা সবরের পরিক্ষা ছিলো।
ঐ রাস্তাটা ছিলো স্বর্ন বিছানো।
আমার আফসোস: আমি সবুজ ঘাসের রাস্তা বেছে নিয়েছি।

    Comments:
  • কপিরাইট কি রকম হবে?
  • কি ধরনের ওপেন সোর্স লাইসেন্স? GPL নাকি BSD/MIT?
  • আপনার সাথে অনেক মিল আছে।
    এজন্য বলা হয়, "পোলাডা ভালো। শুধু গনতন্ত্র সহ্য করতে পারে না।"
  • এজন্য বলেছি মিল আছে।

18-Jul-2016 10:22 pm

Published
18-Jul-2016