ইমোশোনাল মেনিপুলেশন আরেকটা পদ্ধতি হলো আখেরাতের ব্যপারে মানুষকে এমন কোনো লোভ দেখানো যেটার ওয়াদা আল্লাহ তায়ালা করেন নি।
যেমন: "আমাদের ৩১৩ জন সদস্য দরকার যারা মসজিদে ১০০০ টাকা করে দান করবে। ইনশাল্লাহ তাহলে আল্লাহ তায়ালা তাদের বদরি ৩১৩ জন সাহাবীর সাথে মিলিয়ে দেবেন।"
অথবা গিল্ট ট্রিপিং স্টাইলে, "খোদার কসম, এই কাজ না করলে হাশরের ময়দানে আমরা কেউ জবাব দিতে পারবো না।"
এই ধরনের কথা অধিকাংশ ক্ষেত্রে আলেমরা যেহেতু বলেন, তাই তারা নিজেরা জিনিসটাকে ডিফেন্ড করেন এইভাবে: "আল্লাহর কোনো কোনো বান্দা আছে যারা কছম খেয়ে কোনো কথা বললে আল্লাহ তায়ালা কবুল করেন। আমাদের মাঝেও এমন কোনো আল্লাহ বান্দা থাকতে পারে যার কথা... ..."
______
এ ধরনের ইমোশনাল কথা শুনে ইমোশনাল হতে হয় না। বা বক্তার কথা মেনে নিতে হয় না।
কথোপোকথন:
- আপনার কছম যে আল্লাহ তায়ালা রক্ষা করবেন এমন তো কোনো ওয়াদা নেই?
- হতেও তো পারে। আল্লাহ তায়ালা চাইলে কি না করতে পারেন? আমরা আশা রাখবো বড়।
- তাহলে, আপনি যে কাজটা করার কথা বলছেন সেটা না করেলও আল্লাহ তায়ালা চাইলে আমাকে বদরি সাহাবিদের সংগি করতে পারেন। তাই আমি কাজটা করছি না। কিন্তু আশা রাখছি। যেহেতু উনি চাইলেই পারেন। এবং আমরা আশা রাখবো বড়।
- Comments:
- Probably goes both ways. চাইনিজ ট্যংক ইন্ডিয়ানদের আরপিজি দিয়ে ধ্বংশ হয়ে যাবে, possibly.
- আরেকটা ফ্যকটর এখানে চিন্তা করে দেখেন: একানে পাওয়ার ব্যলেন্স কিন্তু শিফটেড। ব্যলেন্সড না। মানে গন্ডোগোল লাগার পসিবিলিটি একটু বেশি।
- corrected. zazakallah.
- কিছুটা [আশার] আলো দেখছি। :-D (Y)