Post# 1468411827

13-Jul-2016 6:10 pm


প্রশ্ন হলো, "এর পর কি হতে পারে?" আর "আমি কি করে রক্ষা পেতে পারি?"

এই দুটও প্রশ্নের বাইরে কারো কোনো কাজ বা ঘটনায় নিন্দা, অভিযোগ, সমর্থন বা বিরোধিতা জানানোর সময় এখন আর নেই।

তাহলে, আমি কি করে রক্ষা পেতে পারি?
এর জবাব পাওয়া যায় ফিতনার সময়কার হাদিসগুলোতে। যেখানে বলা হয়েছে এগুলো:

- ঘরে বসে থাকা।

  • কোনো ঘটনা নিয়ে কমেন্ট না করা।
  • কারো পক্ষ বা বিপক্ষ না নেয়া।
  • খারাপ কাজগুলোকে অন্তরে থেকে অপছন্দ বা ঘৃনা করা।
  • চাকরি, ব্যবসা বা ক্ষেত ক্ষামারে নিজেকে ব্যস্ত করে নেয়া।
  • একা একা ইবাদতে নিজেকে নিবদ্ধ করে রাখা।
  • এবং ফিতনার সময় উপরের কাজগুলো করতে পারলে পঞ্চাশ জন শহিদের সোয়াব পাওয়া যাবে এই বিশ্বাস রাখা।

    প্লাস, হাদিস শরিফে হিফাজতের যে দোয়াগুলো আছে সেগুলো বই পুস্তক খুলে জানতে থাকা আর নিয়মিত সকালে এবং সন্ধায় ওগুলো পড়তে থাকা।

    আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

      Comments:
    • অথবা?

    13-Jul-2016 6:10 pm

  • Published
    13-Jul-2016