Post# 1469707422

28-Jul-2016 6:03 pm

 • কালো পাঞ্জাবিটা নিয়ে এখন কি করবো ভাবছি।
 • একটা কাজ করেন। এর গায়ে ২১ শের উপর কিছু শ্লোগান লিখে ফেলেন, এর পর নিশ্চিন্তে পড়েন।

  // in comments :-D

   Comments:
  • আপনার আইডি না সরকার আবার ব্লক করে দিয়েছিলো?
  • যেগুলো আনুবাদ করছি হযরত সেগুলো কোনোটাই বাংলা বা ইংরেজিতে অনুবাদ হয় নি। বাংলা বা ইংরেজি অনুবাদ থাকলেও কস্ট করে আবার অনুবাদ করার প্রয়োজন ছিলো না। নিজাম ভাই
  • জানা নেই। তবে জানা আছে যে বিশাল সংখ্যাক আলেমদের কাছে উনার হাদিস গ্রহনযোগ্য। এবং ইবনে কাসির উনার আল-বিদায়া-ওয়াননিহায়াতে ভবিষ্যতের ঘটনার ব্যপারে উনার হাদিস ধুমার্সে কোট করেছেন।
  • দেখে জানাবো ইনশাল্লাহ।
  • ২২৮ হিজরিতে মারা গিয়েছেন। উইকিপিডিযা বলছে।

  28-Jul-2016 6:03 pm

 • Published
  28-Jul-2016