Post# 1468738008

17-Jul-2016 12:46 pm


প্রসংগ: তুরস্ক


গুলেন যদি এই বিদ্রোহের পেছনে থাকে তবে বিরোধিপক্ষেও ইসলামিস্টরাই ছিলো। সেকুলার-নাস্তিকরা না।

মানে বিদ্রোহ সফল হলেও কম বেশি ইসলামিস্টরাই ক্ষমতায় থাকতো। হয়তো তাদের অন্য দল।


রাস্তার ট্যংকের সেনারা জানতো না তাদেরকে বিদ্রোহে ব্যবহার করা হচ্ছে। তাদের বলা হয়েছিলো প্রশিক্ষন চলছে। তারা যদি জানতো আভ্যুত্থান চলছে এবং তারা যদি এর পক্ষে থাকতো তবে রাস্তার সিভিলিয়ানরা এই ট্যংক আটকাতে পারতে তো।

পরবর্তিতে সাধারন পাবলিকরা এই সেনাদেরই মারধর করেছে। একজনের গলা কেটে হত্যা করেছে রাস্তায়।


আমাদের মাঝের "গনতনন্ত্র কুফর" পন্থিরা এখন দোটানায় :-P না পারছে এরদোগানের পক্ষে বলতে। না পারছে বিদ্রোহিদের পক্ষে বলতে।

এই সমস্যাটা এর আগে ইজরাইল যখন ফিলিস্তিনে বোমা বর্ষন করছিলো তখনও দেখা দিয়েছিলো। কারন ফিলিস্তিনিরা ছিলো "আসাবিয়াহ"। এটা আমার কথা না। তাদের কথা।

Food for thought.

    Comments:
  • উস্তাদের কাছ থেকে অনেক শিক্ষনীয় আছে Mohammad Zahidul Alam (Y)
  • Tanvir Raj Ibn Adam

    video:/img/photos_and_videos/videos/13769100_508965235976571_1891502245_n_10153735742228176.mp4

    - ঈদ বোনাস ঈদের পরে দিয়েছে নাকি বস?

  • "২০১৯ সালে আতাতুর্ক সাথে ইউরোপিয়ান দের করা বস্ফরাস প্রণালিতে শুল্ক মুক্ত ভাবে আবাদে চলাফেরার চুক্তির মেয়াদ শেষ হবে" <-- আমার জানা ছিলো এই চুক্তিটা স্থায়ী।
  • উইকির পেজে এরকম কোনো কথা পাচ্ছি না।
    হয়তো এটা কন্সপাইরেসি থিউরি থেকে এসেছে।

17-Jul-2016 12:46 pm

Published
17-Jul-2016