Post# 1469070245

21-Jul-2016 9:04 am


এজ দা হাইপোথিসিস গোউস:

প্রথমে কাশ্মিরে ....
এর এর পর ভারত-চীন সিমান্তে .... (ড্যস, ড্যস)
এর সব শেষে এই দিকে প্রচন্ড ভুমিকম্প....

তিনটাতে এখন মুভমেন্ট আরম্ভ হয়েছে দেখতে পারছি।

ব্রেইস ইউরসেলফ।
তবে ফলস সাইনের সম্ভাবানও উড়িয়ে দিচ্ছি না।

_____
বাই দা ওয়ে, আমি পড়েছি মাইনকার চিপায়।

ইংরেজিতে এই সব বিষয়ে লিখতে পারছি না। কারন তাহলে আমার বিদেশি ফ্রেন্ডরা আমাকে একটা উইরডো মনে করবে।

আর বাংলায় লিখলেও এই সব লিখার দিকে খুব বেশি আনওয়ান্টেড এটেনশন ড্র করা হয়ে যায়। :D

http://sputniknews.com/asia/20160721/1043371135/india-china-ladakh-tanks.html

21-Jul-2016 9:04 am

Published
21-Jul-2016