Huh?
- Comments:
- মুসলিমদের মাঝে যখন যুদ্ধ লাগে তখন জিহাদ করা নিষেধ। এটা আছে হাদিসে। বলা আছে, যদি তোমাকে জোর করে নিয়ে যায় তবে কাঠের তরবারী নিয়ে যুদ্ধে যাও। অথবা পাথেরের উপর আঘাত করে তরবারী ভোতা করে দাও।
যদি তুমি যুদ্ধ না করলে তারা তোমাকে মেরে ফেলে তবে মাথার উপর একটা কাপড় দিয়ে বলো "বরং আমাকে মেরে ফেলো, এবং আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও।"
- জিহাদ এখন শুধু হচ্ছে জেরুজালেমে, ইজরাইলের বিপক্ষে। এর বাইরে মুসলিম বিশ্বের প্রায় সব যুদ্ধ এখন মুসলিমে-মুসলিমে হচ্ছে।
- আফগানিস্তানে এখন আমেরিকান সন্য মাত্র ৪ হাজার। যারা কমবেটে নেই।
- তালিবানদের প্রকাশিত খবরেও প্রায় সব খবর হলো আফগান সরকারের বিরুদ্ধে তাদের যুদ্ধের খবর। ৯৫%।