একটা ছবিতে দরিদ্র দেশ কেনিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন, অন্যটায় ধনী দেশ হলেন্ডের প্রধানমন্ত্রী যাচ্ছেন।
Guess which one is which.
- Comments:
- ফিতনার একটা ডেফিনিশন এটা: "যখন তোমার সামনে দুটো বিষয় উপস্থাপন করা হবে এবং তুমি বুঝতে পারবে না হক আর কোনটা না হক।"
- সময় কি বলবে সেটা জানতে চাচ্ছিলাম।
- অপেক্ষা করলে সময় কি বললো সেটা জানতে পারবো। যেটাই বলুক।
কিন্তু সেটা আপনি যা ধরনা করেছিলেন বলবে সেটার সাথে মিললো কিনা সেটা বুঝা যাবে না।আপনি এখন বলে দিলে পরে মিলিয়ে দেখতে পারবো, আপনার কথা আর সময়ের বলার মাঝে পার্থক্য কতটুকু।
- মুসলিমদের মাঝে গৃহযুদ্ধের সময় হাত পা গুটিয়ে বসে থাকার হুকুম। যেন আমার হাতে কোনো মুসলিমের রক্ত না ঝড়ে।
- প্রেডিকশনের উপর মানুষ জীবন কাটায়। মিললে সে লাভ পায়। না মিললে লস।