Facebook Posts - October 2016

1-Oct-2016 12:35 am


এ দিকে আরেক ঘন্টা বাজছে:

"৯/১১ বিল" মানে হলো আমেরিকাকে টুইন টাওয়ারের জন্য ক্ষতিপূরন দিতে হবে সৌদি আরবকে। কিভাবে? আমেরিকার যত ব্যংকে সৌদি সরকারের যত টাকা আছে সব জব্দ করে আমেরিকার সরকার নিয়ে যাবে। সহজ করে বললাম।

এতদিন মনে করতাম এটা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট "ভেটো" দিয়ে দিবেন। আজকে দেখলাম ভেটোর পরেও "কংগ্রেশনাল ওভাররাইড" বলে একটা জিনিস আছে। দুই তৃতিয়াংশ ভোট দিয়ে তারা প্রেসিডেন্টের ভেটোকে বাতিল করতে পারে।

এবং এখন এক্সাক্টলি এটাই হয়েছে। তারা ওভার রাইড অলরেডি করে ফেলেছে।

এটার পরিনতি?

সৌদি আরব বলে আসছিলো, এটা পাশ হলে আমেরিকার সব ব্যংক থেকে সব টাকা তারা সরিয়ে ফেলবে। এটার আর সময় এখন আছে কিনা জানি না। আমেরিকার কোর্ট এখন অর্ডার দিয়ে টাকা ফ্রোজেন করে দিতে পারে।

Lets see. বড় খবর।

ওবামা ছিলো সৌদিদের পক্ষে। কিন্তু তার মেয়াদ আর মাত্র কয়েক মাস। এর পর যে আসবে সে সম্ভবতঃ এত নম্র হবে না।

1-Oct-2016 12:35 am

1-Oct-2016 3:08 am


ইরানের হুমকি ধামকি দেখে মনে হচ্ছে সৌদি আক্রমনের ব্যবস্থা করছে। ময়দান গরম। কয়েকদিন আগে ইরান তিনটা মর্টারও ফেলেছে পাকিস্তানের ভেতর।

ইরান সৌদি লাগবে কি? হিসাব নিকাশ সব উল্টে যাচ্ছে।

তবে বুঝতে পারছি দুনিয়া ব্যপি মানুষ সব উত্তেজিত হয়ে উঠেছে। আম্রিকায় পুলিশ-আফ্রিকান-আমেরিকান মুখোমুখি। ইউরোপে মুসলিম ইমিগ্রেন্ট নিয়ে সরকার-জনগন মুখোমুখি।

এ দিকে সৌদি-আম্রিকা টাকা নিয়ে মুখোমুখি।

আবার রাশিয়া-পাকিস্তানের সাথে যৌথ মহড়া করছে। এই রাশিয়া তো এতদিন ছিলো ইন্ডিয়ার সাথে?

আর এক মাস পরে আম্রিকায় নতুন প্রেসিডেন্ট আসার পর কোন দিকে ঘুরবে?

__________
বুঝা যাচ্ছে এখন কথা কম বলার সময় হয়ে গিয়েছে। প্রেডিকশন বন্ধ করে দেখতে হবে আসলে কি হয়।।

বহু জন বহু কথা কথা বলবে কি হবে, কি হতে পারে।
কিন্তু সত্যিকারে কি ঘটলো সেটাই আসল।

তবে এটা সত্যি Back to normalcy-র দিনে ফিরে যাবার সম্ভাবনা ক্ষিন হয়ে এসেছে।

1-Oct-2016 3:08 am

1-Oct-2016 1:16 pm


মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার নিষিদ্ধতা, পাপ আর শাস্তির ব্যপারে অনেক অনেক হাদিস আছে। এবং অনেক হাদিসে মুসলিমে মুসলিমে যুদ্ধকে কুফরি এবং বিজয়ী, পরাজয় বরন কারী দুজনই জাহান্নামি বলা হয়েছে।

That being said, কোনো মুসলিম দলের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আমি দুজায়গায় পেয়েছি।

১। প্রথম যুগের "খাওয়ারিজদের" বিরুদ্ধে। "তাদেরকে হত্যা করলে সওয়াব।"

২। শেষ যুগে বনু কলব-সুফিয়ানির বিরুদ্ধে। "হতভাগা সে যে তাদের গনিমতের অংশ পেলো না।"

তবে এটাও বলা হয়েছে ১ম গ্রুপ যদিও প্রচুর নামাজ রোজা পড়বে তারা একসময় ইসলাম থেকে হুট করে বেরিয়ে যাবে।

এবং দ্বিতীয় গ্রুপ নামাজই পড়বে না, মদ খাবে। এজন্য তাদের মুসলিম ধরা হবে না।

    Comments:
  • এটা আপনাকে নিজে খুজে দেখতে হবে :-) অনলাইনে রিসোর্স আছে প্রচুর।

1-Oct-2016 1:16 pm

1-Oct-2016 7:27 pm


habibur.com এর log process করলাম।

/salat/ সেকশনের ৯০% ট্রাফিক হলো বাংলাদেশ থেকে। এখানে নামাজের সময়সূচি।

/hijri/ সেকশনের ৫০% ট্রাফিক আসছে পাকিস্তান থেকে। এর পর আলজেরিয়া থেকে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ট্রাফিক এখানে খুবই কম। এখানে হিজরী ক্যলেন্ডার।

নুয়াইম বিন হাম্মাদের বইটার লিংক কেউ হয়তো কোনো স্টেটাস বা গ্রুপে শেয়ার করেছিলো। এক সপ্তহে প্রায় ১০০০ কপি ডাউনলোড হয়েছে। সব ট্রাফিক ফেসবুক থেকে। এখন ঠান্ডা। তবে এটা পুরোনো PDF. ওয়েবসাইট বরং এখন বেশি আপডেটেড।

চাইনিজ আর রাশান সার্চ ইঞ্জিনগুলোকে ব্যন করে রেখেছিলাম এটা চিন্তা করে "চীন রাশিয়ায় আর মুসলিম কত জন আছে?"। এখন দেখি চাইনিজ এক ডিসকাশন গ্রুপে এই সাইটের হিজরি ক্যলেন্ডারের স্ক্রিনশট শেয়ার করেছে একজন। আর রাশিয়ার yandex সার্চ ইঞ্জিনও ট্রাফিক পাঠাচ্ছে। এখন এগুলো আন-বেন করে দিয়েছি। :-P

এবং /wp-login.php তে প্রতিদিন ২০-৩০ টা করে হিট আসে। এই নামে কোনো ফাইল আমার সাইটে নেই। কিন্তু সম্ভবতঃ যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের আছে। হ্যক করতে চায় :-D

এখন সাইটটা 500MB একটা box এ চলছে। ক্যপাসিটি বাড়াবো কিনা চিন্তা করছিলাম। দেখি CPU 0% কিন্ত RAM প্রায় পুরোটা ইউসড। তবে swap হচ্ছে না।

সাইটে ভিজিটর ডেইলি ৩০০০। কিন্তু সার্চ ইঞ্জিনগুলো পেইজ টানে ৮ হাজার প্রতিদিন। এর ৯০%ই google টানে।

    Comments:
  • কারো ব্যখ্যা থেকে নাকি সরাসরি হাদিস থেকে?
  • প্রথম থেকেই PHP-SQLite-Apache-Linux/CentOS এ চলছে।
  • UX সাদা সিদা দেখে মোবাইলে দ্রুত লোড হয়, MB কম খায় আর ট্রাফিক বেশি আসে। হেভিওয়েট সাইট করলে লাভ দেখি না, কারন এখানে কিছু মার্কেটিং করা হচ্ছে না। বরং এটা data heavy site.

    তবে এটাকে মোবাইল রেসপন্সিভ করতে হবে। ৬০% ট্রাফিকই মোবাইল থেকে।

  • SPA সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। এবং এর URL অত বেশি user-friendly না।

    এখন "what was the hijri date for shaban 15 2012" দিয়ে সার্চ করলে google সাইটের একেবারে ঠিক পেইজে পাঠিয়ে দেয় প্রথম ধাপেই। JavaScript-SPA তে সেটা এত সহজ হবে না।

  • রাউটে প্রবলেম মনে করছেন কেন?
  • খুজতে হবে। আমার চোখে পড়েছে বলে মনে পড়ে না।
  • এটা ফিক্স করছি। ৩ মিনিট।
  • এখন 404 হলো এটা:

    Not Found
    The requested page /arabic/login/ was not found on this server. [login/]
    Apache/2.2.15 (CentOS) Server at habibur.com Port 80

    আমার কাছে তো এটাই খুব সুন্দর 404 পেইজ মনে হচ্ছে :-P বাই দাওয়ে এটা কিন্তু সার্ভার থেকে আসছে না। নিজে পুরো পেইজের HTML টাইপ করেছি, এপাচির ভার্শনটাও ভুয়া। :-D

  • আরবী শিখুনের login/logout ফিক্স করা হয়েছে। এই সেকশনের কন্টেন্ট আরো বাড়াতে হবে। অনেক দিন ধরা হয় না।
  • আরবী সেকশনের ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহ সালমান মাহমুদ
  • নিজের বানানো একটা বহু পুরানো ফ্রেমওয়ার্ক আছে সেটা ইউজ করেছি। রাউটিং ডিসপেচ সব এখানেই।

1-Oct-2016 7:27 pm

1-Oct-2016 10:12 pm


Don't JADE বলে একটা কথা আছে। Don't Justify, Argue, Defend or Explain.

এটা অনলাইন ব্যক্তিজীবন সব জায়গায় কাজে লাগে।

Justify: যেমন, "দলিল দেন"
Argue: "আমি এরকম কিছু পাইনি"
Defend: "ভাই এটা কোথায় পাইলেন?"
Explain: "কি বুঝাতে চাচ্ছেন?"

কিন্তু এগুলো কেন খারাপ? সংক্ষেপে:

The practice of having a debate with someone who has strong biases can actually have the counter-productive effect of reinforcing their biases, as they repetitively remember and state the facts from their own point of view. This is what makes the idea of JADE - Justifying, Arguing, Defending or Explaining - such a bad idea.

তাহলে কি করতে হবে?

Instead, it is recommended that on any given issue, state your point of view once and once only. Provide any clarifications that are asked for. Anything more than this is likely to be counter productive.

একবার এবং শুধুমাত্র একবার নিজের অবস্থান বর্ননা করেন। এবং এর পর সে কোনো অংশ বুঝতে না পারলে ক্লিয়ার করে দিন। এবং এর বেশি যা কিছু বলবেন তার উল্টো ফল হবে।

ব্যবসা, বানিজ্য, লেনদেন, সামাজিক-পারিবারি জীবন সবক্ষেত্রেই এরকম করা গেলে উপকার পাওয়া যায়।

1-Oct-2016 10:12 pm

1-Oct-2016 11:09 pm


:-D (Y)

    Comments:
  • //as defined by the Western calendar dates retrieved from Habibur, “Hijri Date Converter,” website, undated. As of February 29, 2016: http://habibur.com/hijri/.... 28.6-day period, which is the average length of Ramadan.//

    এইখানেও এরা ভুল করেছে। average length of Ramadan হলো 29.6 days.

1-Oct-2016 11:09 pm

2-Oct-2016 8:04 am


"যেহেতু মুখের উপর না বলতে পারছি না":

মুখের উপর না বলতে পারছি না! এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে! কি করবো?


প্রথমে খেয়াল করে দেখলাম আমি তার দিকে মুখ করে নেই। একটু অন্য দিকে ঘুরে আছি। প্রথম কাজ হবে সম্পুর্ন তারা দিকে ঘুরে যাওয়া। কনফ্রন্টেশন ছাড়া এখান থেকে পলানোর উপায় নেই।


এর পর খেয়াল করে দেখলাম সে আমার হাত ধরে আছে হ্যন্ডশেইকের মত করে। দেখলে মনে হবে ভদ্রতা করে, কিন্তু আসলে সে এটা করেছে যেন আমি পলাতে না পারি সেজন্য। এই হাত টা ছুটাতে হবে।

আমার দ্বিতীয় হাত দিয়ে তার কুনুই ধরলাম। এর পর হ্যন্ডশেইককে পাঞ্জা লড়ার মত করে ধরলাম। যেন আমি তার স্ট্রেন্থকে এপ্রিশিয়েট করছি। এর পর তার বাধন আলগা হয় হয়ে আসলো।

এই অবস্থায় ধরে রাখলে সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে আমার হাত যেন তার হাত থেকেও বেশি মজবুত করে ধরে।


এর পর খেয়াল করে দেখলাম সে যা বলছে সেগুলোতে আমি "হাম"-"হুম"-"না" করছি। চুপ করে যাই। তার চোখের দিকে তাকিয়ে চিন্তা করলাম যেন সে বাচ্চা কেউ, কিছু বুঝে না, যদিও সে আমার থেকে বড়।

তার "এটা ঠিক না?", "তাই না?" এই রকম কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে গেলাম।

এক সময় তার কথা শেষ, শেষ প্রশ্ন করে আমার দিকে তাকিয়ে থাকলো জবাবের জন্য।


এখন প্রথমতঃ আমি জানি যে আমি "না" বলতে পারি না। দ্বিতীয়তঃ আমার মনে হচ্ছে "রাজি হয়ে যাই, তাহলে সে খুশি হয়ে যাবে।"

এখন রাজি হয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সময় নিতে হবে। অন-দ্যা-স্পট কোনো ডিশিসন দিবো না। কোনো প্রমিজ করবো না।

বললাম, "আপনার কথাগুলো শুনলাম। এটা নিয়ে আমাকে অন্যদের সাথে আলোচনা করতে হবে। আমি আপনাকে জানাবো।"


সে কাউন্টার করলো, "এখনই জানাতে হবে", "পরে হলে তো হবে না", "চিন্তার কি আছে? অমি তো স্পস্ট করে বললাম।" এগুলোর জবাবে হুম-হ্যা টাইপের কোনো শব্দ করবো না। চুপ থাকি।

তার এই ফেইজের কথা শেষ হলে তাকে বললাম, "যেটা বলেছিলাম" --- কি বলেছিলাম সেটা দ্বিতীয়বার রিপিট না করে --- "ডিসিশন নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো যদি রাজি থাকি, কন্টাক্ট দেন।"


এর পর হাত সরিয়ে ঐ জায়গা থেকে চলে আসি। ঠান্ডা মাথায় ভাবি।
১০ মিনিট পর বুঝতে পারবো তার কথা ঠিক ছিলো নাকি ভুল।

যদি এর পরও রাজি থাকি তবে পর দিন তার সাথে যোগাযোগ করবো।
নচেৎ বেচে গেলাম, আমাকে সে প্রায় কনভিন্সড করে ফেলছিলো।

এখানে key হলো:
১। তার কনভারশেসনে এনগেজড না হওয়া। এবং
২। অন দা স্পট কোনো ডিসিশন না দেওয়া।

2-Oct-2016 8:04 am

2-Oct-2016 8:14 am


As swarms of smaller earthquakes are taking place every day.

"California may be about to be hit by a massive magnitude 7 earthquake after geologists discovered a succession of smaller tremors under a lake near the San Andreas fault."

http://www.independent.co.uk/news/world/americas/massive-7-magnitude-earthquake-southern-california-oes-usgs-experts-swarm-salton-sea-san-andreas-a7340936.html

2-Oct-2016 8:14 am

2-Oct-2016 8:27 am


হিজরী ১৪৩৮ সালের প্রথম সকাল আজকে আলহামদুলিল্লাহ।
পাক-ভারতে হবে কালকে ইনশাল্লাহ।

2-Oct-2016 8:27 am

2-Oct-2016 8:44 am


Aham. (Y) :-D

2-Oct-2016 8:44 am

2-Oct-2016 2:09 pm


"Being lazy is a sign of high intelligence" -- এইটা আমি বুঝি।

কিন্তু সমস্যা হলো আমার বৌকে বুঝাতে পারি না। :-P

http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/research-suggests-being-lazy-is-a-sign-of-high-intelligence-a7176136.html?cmpid=facebook-post

2-Oct-2016 2:09 pm

3-Oct-2016 5:47 am


OSX Sierra.
  • The name changed. Its now called macOS, rather than OSX.
  • Siri is now available on laptops.
  • Everything else is same as before.

    3-Oct-2016 5:47 am

  • 3-Oct-2016 2:27 pm

  • কেন্দ্রীয় সরকার প্রধান মোদিজীর, জাতীর উদ্দেশ্যে দেয়া হিন্দিতে ভাষন বাংলাদেশের টিভিতে ইদানিং লাইভ সমপ্রচার করা হয়।

    - হুমায়ুন আহমেদের বাংলা নাটক হিন্দিতে ডাব করে ভারতের চ্যনেলে প্রচার করা হচ্ছে বাংগালী দর্শকদের জন্য।

    - বাংলাদেশি পন্য যেগুলো ভারতে পাওয়া যায় না, শুধু বাংলাদেশ পাওয়া যায় সেগুলোর বিজ্ঞাপনও ভারতীয় চ্যনেলে প্রচার করা হয়। ইংরেজী-বাংলা ভাষায় না, সরাসরি হিন্দিতে। তাতে নাকি অমাদের বধুরা আরো ভালো বুঝে, বিক্রি বাড়ে।

    So joining the tide. ওয়েব সাইটের একটা হিন্দি ভার্সন তাড়াতারি দেবার প্রয়োজনীয়তা অনুভব করছি। :-P

    .
    .
    .
    _____
    (এই পোস্টের ২০% সার্কাজম)

    3-Oct-2016 2:27 pm

  • 3-Oct-2016 3:11 pm


    Aham :-D (Y)

    3-Oct-2016 3:11 pm

    3-Oct-2016 3:16 pm


    প্রথমে -- সৌদি আরব মক্কা-মদিনা ভিজিট করার জন্য এই বছর থেকে জন প্রতি ৪০ হাজার টাকা ট্যক্স ধরেছে প্রথম বারের পর থেকে প্রতিবার।

    এর পর -- সরকারী কর্মচারীদের বেতন ২০% কমিয়ে দিয়েছে। এই নতুন হিজরী বছর থেকে তাদের কোনো ঈদ বোনাস দেয়া হবে না।

    আজকের নিউজ -- সৌদিতে এখন থেকে আর হিজরি মাস না, বরং ইংরেজী মাস ধরে বেতন দেয়া হবে। তাতে বছরে ১১ দিনের বেতন কম দিতে হবে, টাকা বাচবে।

    Their days are numbered. এই আমি বললাম।

    বিশেষ করে হজ্জ-উমরার জন্য ট্যক্স ধরা একটা বিশাল ব্যপার। যুগ যুগ ধরে উলামায়ে কিরাম নিন্দা জানিয়ে এসেছে যখন যে সরকার ধরেছে তাদের।
    .
    .
    .
    ____
    এটা একটি negative post.

      Comments:
    • বেতন কমানো খারাপ না। যদিও এটা তাদের ভেতরের দুর্বলতার প্রকাশ।
      হজ্জ উমরার উপর ট্যক্স ধরা হলো খারাপ।
    • হ্যা।
    • Not surprisingly, in real life Mr Been has a high IQ of 180!!!

    3-Oct-2016 3:16 pm

    4-Oct-2016 8:28 pm


    10 countries host half the world refugees, and none of them are from Europe or America.

    4-Oct-2016 8:28 pm

    5-Oct-2016 4:14 pm


    I interpret this news as: Russia getting ready for "first strike".

    "Officials say enough underground shelters have already been built to house 12 milion people - the entire population of Moscow."

    https://uk.news.yahoo.com/russia-tells-citizens-to-prepare-for-nuclear-war-061203585.html

      Comments:
    • কিউবাতে রাশিয়ার নিউক্লিয়ার আর্সনেল আছে কিনা সেটা হলো প্রশ্ন।
      ৬০ দশকের কিউবার মিসাইল ক্রাইসিসের সময় আনার চেষ্টা করেছিলো, আমেরিকা বাধা দিয়েছিলো, তাই আনতে পারে নি।

      তবে এখন আর আনার বেশি প্রয়োজন নেই। যুদ্ধ হলে ইন্টরকন্টিনেন্টেল মিসাইল যথেস্ট আছে দুই দিকেই।

    • এই মুহুর্তে লাগার কোনো কারন নেই।

    5-Oct-2016 4:14 pm

    5-Oct-2016 11:42 pm


    Troll tips:

    গায়ে পড়ে যারা স্টেটাসে এসে উপদেশ দেয় তাদের কাউন্টার আমি সাধারনতঃ করি ঐ উপদেশে তার দিকে ফিরিয়ে দিয়ে:

    যেমন:

  • সব বই সবার পড়া উচিৎ না। পড়ার যোগ্যতা যদি....
  • ঠিক! আপনি যদি মনে করেন কোনো বই পড়ার যোগ্যতা আপনার নেই, তবে পড়বেন না প্লিজ।:-D

    - এই টা যে শেয়ার করেছেন, এটা কি জায়েজ?

  • জানি না ভাই। ভালো কোনো আলেমের থেকে জেনে নিয়ে নিজে আমল করবেন।

    - এই বিভ্রান্তিকর স্টেটাস মুছে দেন।

  • আপনার বিভ্রান্তির জন্য দুঃখিত। কালকে থেকে আর আপনাকে বিভ্রান্ত করবো না ইনশাল্লাহ।

    বলে এর পরের দিন সে ব্লকড। :-D

    /End Troll Tips.

    5-Oct-2016 11:42 pm

  • 6-Oct-2016 1:53 pm


    এক ভাইযের Troll tips:
    গায়ে পড়ে উপদেশ দাতাদের যেভাবে কাউন্টার করি। উপদেশে তার দিকে ফিরিয়ে দিয়ে:

    - সব বই সবার পড়া উচিৎ না। পড়ার যোগ্যতা যদি....

  • পড়বেন না প্লিজ। যোগ্যতা না থাকলেও যদি আপনি আপনার নেই, তবে পড়বেন না প্লিজ।:-D
  • এই টা যে শেয়ার করেছেন, এটা কি জায়েজ?
  • জানি না ভাই। ভালো কোনো আলেমের থেকে জেনে নিয়ে নিজে আমল করবেন।
  • এই বিভ্রান্তিকর স্টেটাস মুছে দেন।
  • আপনার বিভ্রান্তির জন্য দুঃখিত। কালকে থেকে আর আপনাকে বিভ্রান্ত করবো না ইনশাল্লাহ।
    বলে এর পরের দিন সে ব্লকড। :-D
    /End Troll Tips.
      Comments:
    • "বিশুদ্ধ যুগের বিশুদ্ধ কর্ম কাণ্ড" কোনটা সেটা নিয়েই ইখতেলাফ হয়, অধিকাংশ ক্ষেত্রে।
    • one and a half, not double.

    6-Oct-2016 1:53 pm

  • 7-Oct-2016 8:06 am


    Latest now: 842 killed.
    ____
    Older news: Reuters now reports 478!! dead.
    _____
    Old news: 283!!! dead in Haiti after Hurricane Matthew strikes.

    Now aiming for Florida.

    7-Oct-2016 8:06 am

    7-Oct-2016 3:26 pm


    "This moves 20 miles to the west and you and everyone you know are dead. All of you. Its not possible to survive it. Unless you are very very lucky" ~ Meteorologists on TV.

    Even though I don't believe it's that much scary.
    But its scarier than usual, at the least.

    This post had an attachment, which is now missing

    7-Oct-2016 3:26 pm

    7-Oct-2016 3:41 pm


    This year's nobel peace prize winner is Columbian president for his deal with the rebels.

    Side note: That deal was defeated in national vote a few days ago, and now doesn't exist any more. :-P

    7-Oct-2016 3:41 pm

    8-Oct-2016 8:07 am



    আমেরিকার পলিটিক্সে "অক্টোবর সারপ্রাইজ" বলে একটা কথা আছে। নভেম্বরের প্রথমে যেহেতু নির্বাচন, তাই কেন্ডিডেটদের বিপক্ষের বড় বড় ঘটনাগুলো আগে ফাস করা হয় না। শেষ মুহুর্তে অক্টোবরে এসে প্রকাশ করে বিরোধি দল।

    এতে অনেক সময়ে নির্বাচনের মোড় ঘুরে যায়। এটা কাউন্টার করার সময় বিরোধি পক্ষ পায় না।

    এই অক্টোবরে ট্রাম্প বাবাজির বিরুদ্ধে সারপ্রাইজের অভাব নেই। এত দিন ভাবতাম ট্রাম্পের বিরুদ্ধে কেইসের অভাব হবার কথা না, এগুলো মিডিয়াতে আসছে না কেন?

    এখন বুঝতে পারছি সবগুলো রেখে দেয়া হয়েছিলো অক্টোবর সারপ্রাইজের জন্য।


    তাহলে কে জিতবে? হিলারী? আমি এখনো আশাবাদী ট্রাম্প জিতবে। আরেকটা সারপ্রাইজ দিয়ে। দেখা যাক কি হয়।

    হিলারী জিতলে উনি আমাদের মাননীয় প্রাধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নেবে। দুজনের মাঝে শত্রুতা আছে। এই জিনিষটাকে "ভালো" মনে করলে সমস্যা। মনে পড়ে ভারতে কংগ্রেসের পরাজয়ে প্রথমে এই দেশের মুসলিমরা খুশি হয়েছিলো? কংগ্রেস নেই! কিন্তু এটা আমাদের জন্য ভালো কিছু আনে নি।

    ট্রাম্প বাবাজি জিতলে আমেরিকা পাগলা রাজার খপ্পরে পড়বে। এখানেও ভালো কিছু নেই। তবে বসে বসে তামাশা দেখা যাবে এটা শুধু ভালো। :-P


    হিস্টোরিকেলি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যাকে সাপোর্ট করি, সেই সাধারনতঃ হারে। ৯২ এর ক্লিনটন ভার্সেস বুশ থেকে আরম্ভ। এর একটা কারন হতে পারে যে অধিকাংশ ক্ষেত্রে আন্ডারডগদের সাপোর্ট করি, তাই।

    এবারও কি তাই হবে? দেখা যাক। :-D

      Comments:
    • F 35 কিন্তু stealth. প্রচলিত রাডারে ধরা পড়ে না।

    8-Oct-2016 8:07 am

    8-Oct-2016 6:38 pm



    বিশ্বাস যখন মানুষের রক্তের সাথে মিশে যায়, তখন সে সেটা নিয়ে আর তর্ক করে না। "ইসলাম সত্য কিনা" এটা নিয়ে কোনো মুসলিম এই কারনে হিন্দুর সাথে তর্ক করে না। এটা তার মনে স্বতঃসিদ্ধ, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই।

    এর বিপরিতে, মনে সন্দেহ থাকলে মানুষ তর্ক করে। যদিও সে দাবি করে "এই ব্যপারে আমার মনে কোনো সন্দেহ নেই।"


    মনে করেন: আমি নিজেকে হক পন্থি মনে করে নাহক পন্থি একজনকে রাস্তায় হত্যা করে আসলাম। এর পর আমার মনে হালকা সন্দেহ: জিনিসটা কি ঠিক করেছি? আমি এখন তর্ক করবো। এর মূল কারন নিজেকে নিজে প্রবোধ দেয়া।

    এর পর যে কেউ ঐ না-হককে আমার সামনে হক বলবে আমি রেগে যাবো। তাকে প্রচন্ড ভাবে আক্রমন করবো।

    আমি বুঝতে পারছি আমার অস্তিত্ব এখন এটা না-হক প্রমান করার উপর নির্ভর করছে। কারন আল্লাহ না করুন, যদি ঐ পক্ষও হক হয় তবে মুসলিমকে হত্যা করার জন্য আমি জাহান্নামি।


    আমার তর্ক আমার বিশ্বাসের দুর্বলতার বহিঃপ্রকাশ।

    আল্লাহ তায়ালা আমাদের এমন পরিক্ষায় ফেলা থেক রক্ষা করুন যে পরিক্ষা আমাদের স্থবির আর নিরাশ করে দেয়।

    8-Oct-2016 6:38 pm

    9-Oct-2016 3:10 pm



    আমার কাছে,

    পুজায় অভিনন্দন জানানো: আল্লাহর সাথে শিরক করার জন্য অন্যকে অভিনন্দন জানানো।

    পুজায় আনন্দ করা: আল্লাহর সাথে শিরক হচ্ছে এতে আনন্দিত হওয়া।

    "উৎসব সবার": শিরক যার যার, শিরক করার আনন্দে উৎসব সবার?


    That being said, পুজায় যারা যায় এবং উৎসব আনন্দ করে, তারা কেউ নামাজী মুসলিম না। আওয়ামি ধর্মাবলম্বিদের কথা আলাদা।

    তারা বলে, "পুজা শুধু ধর্ম না, এটা কালচার!"

    কালচার যদি আমার ধর্মের সাথে সাংঘর্ষিক হয় তবে একটা ধরতে হবে অন্যটা ছাড়তে হবে। আমি ধর্মকে ধরবো, কালচার ছাড়বো।


    ইদানিং কুফর আর ঈমানের মাঝের পার্থক্যটা কেমন blur হয়ে যাচ্ছে।
    আমার ঈমান, আমার ইসলাম শুধু মাত্র একটা কালচার না এটা বাচ্চাদের শেখানোর সময় এসেছে।

    ঈমান হলো বিশ্বাস যে আমি শুধুমাত্র আল্লাহকেই উপাসনাযোগ্য মনে করি।

    মাঝে মাঝে চিন্তা করি ৮০ আর ৯০ দশকে "দ্বীন" আর "ইবাদতের" অর্থ নিয়ে যেই টানা হেচড়া চলছিলো এটা কি তার সাইড ইফেকট?

    তখন শেখানো হতো
    দ্বীন মানে ধর্ম না, বরং জীবন ব্যবস্থা।
    ইবাদত মানে উপাসনা না, বরং চাকরি-বাকরি সব কাজই ইবাদত।

    কিছু দিন আগে এক ফিলিম প্রোডিউসারের উক্তি পড়ছিলাম, "আমি ইসলামি পরিবারে ইসলামি রিতি-নীতিতে বড় হয়েছি, তাই আমি নিজেকে মুসলমান মনে করি।"

    তাদের কাছে ইসলামি কালচারের নামে জীবন ব্যবস্থা আছে।
    তাদের কাছে ইবাদতের নামে চাকরি বাকরি ভালো কাজও আছে।

    শুধু দ্বীন নেই, আর ইবাদত নেই -- যেই অর্থে আমি এগুলোকে বুঝি।

    আমার সন্তানদের দ্বীন আর ইবাদতের পুরানো অর্থ বুঝানোর সময় এসেছে।
    নয়তো সব থাকবে: শুধু ধর্ম থাকবে না আর আল্লাহর উপাসনা থাকবে না।

    9-Oct-2016 3:10 pm

    9-Oct-2016 8:38 pm


    খবর: বাংলাদেশের ভেতর থেকে সশস্ত্র কোনো বাহিনী বর্মিজ বর্ডার পোস্টে হামলা করেছে আজকে। ৯ জন বর্মিজ সেনা নিহত। ৫ জন হামলাকারী নিহত।

    এখন এদিকেও কি আরেকটা গন্ডোগলো লাগবে?

    http://aa.com.tr/en/asia-pacific/shadowy-group-blamed-for-myanmar-policemans-death/661248

    9-Oct-2016 8:38 pm

    9-Oct-2016 11:01 pm


    আজকে হিসাব করে দেখলাম সাইটে মাসে পেজ ভিউ হয় ২ লক্ষ। এই হিসাবে এটাতে adsense বসালে মাসে এভারেজ আসবে ২০০ ডলার। বাংলা টাকায় মাসে ১৫ হাজার টাকা।

    এখন সময়ে নরমাল একটা চাকরির বেতনও এই রকম। তাহলে আমার চাকরি আর লাগবে না। :-D

    কিন্তু!

    ঢাকা শহরে বৌ বাচ্চা নিয়ে চলতে গেলে লাগে ৩০ হাজার টাকা। তাই চাকরি ছাড়তে পারছি না।

    তাই to be or not to be, মানে এড দেবো নাকি দেবো না, that is the question.

    9-Oct-2016 11:01 pm

    10-Oct-2016 3:53 pm


    অল্প কথায় "না":


    প্রচলিত "বেশি কথা" পদ্ধতি:

    তার প্রতিটা কথা জবাবে প্রথম থেকেই "না না" করতে থাকা:

  • আপনি আমার অবস্থাটা তো বুঝতে পারছেন।
  • না ভাই, আমি পারবো না।
  • দেখেন ভাই। আপনি চাইলেই পারবেন।
  • না না

    কথা ঘুরাতে থাকবে যতক্ষন না আপনি রাজি হন।

    পরে অন্যরা যখন জিজাসা করবে,

  • কিভাবে রাজি হলেন? আপনার আক্কেল নেই?
  • কি করবো। এমন করে ধরলো..... :-(


    সঠিক পদ্ধতি, অল্প কথায়:

    আপনি চুপ করে যান। তাকে বলতে দেন। "হুম" "হ্যা" এই ধরনের কোনো শব্দ করবেন না। কারো কথার জবাব না দিলে তার কথা দ্বারা প্রভাবিত হবেন না ইনশাল্লাহ। সত্য মিথ্যা যাই বলুক।

    তার কথা শেষ হলে, এবার সে যা কিছু বলেছে সেগুলো রিপিট করুন
    এটা সবচেয়ে জরুরী। নচেৎ সে মনে করবে আপনি তার কথা শুনেননি, বা বুঝেন নি।

    - আমি যা বুঝলাম, আপনি বলছেন যে আমার বাপে মার যাবার আগে কথা দিয়ে গিয়েছিলেন এই কনট্রাকট আপনাকে দেবে? ঠিক?

    - হ্যা।

    - এবং আপনি আমার আব্বার অনেক কাছের লোক, ঠিক?

    - হ্যা।

    - এবং আপনি ছাড়া অন্যকে এই কাজ দিলে কেউ ঠিক মত করতে পারবে না, ঠিক?

    - হ্যা :-D

    - আর কিছু আছে? আমি সব বুঝতে পারছি?

    - না এটাই।

    - এখন আমি বলছি, যদিও আপনি বলছেন আমার আব্বা আপনাকে কাজ দেবার ওয়াদা করেছেন, এবং আপনি ছাড়া অন্য কাউকে কাজ দিলে এই কাজ করতে পারবে না, এবং আপনি আমার আব্বার কাছের লোক ছিলেন। এগুলো সব বুঝে আমি স্বীদ্ধান্ত নিলাম: আমি আপনাকে কাজ দিচ্ছি না।

    এর পর তার "কেন?" এর জবাব দেবেন না। বা এই কথাগুলো দ্বিতীয়বার রিপিট করবেন না। আপনার পক্ষের যুক্তি তার কাছে তুলে ধরার দরকার নেই। বা তার দাবি যে ভুল সেটাও তাকে বুঝানোর দরকার নেই।

    বেশি প্রশ্ন করতে থাকলে বলেন "এটার জবাব একটু আগে আপনাকে দিয়েছি, শুনেছেন তো?"

    কথা শেষ :-P


    "মানুষ অকারেনই বেশি কথা বলে, বেশি তর্ক করে" ~ জনৈক।

    10-Oct-2016 3:53 pm

  • 10-Oct-2016 6:20 pm


    মধ্যপ্রাচ্যে আজকে সন্ধা থেকে আশুরা আরম্ভ হলো। মঙ্গলবার দিন সৌদিতে আশুরা।

    এই উপমহাদেশে কালকে সন্ধা থেকে আরম্ভ হবে ইনশাল্লাহ। বুধ বার দিন আশুরা।

    যারা দুটো রোজা রাখতে চান তাদের আজকে ভোররাতে খেয়ে কালকে রাখতে হবে একটা। এবং এর পরের দিন আরেকটা।

    শুধু একটা রাখতে চাইলে কালকে রাতে খেয়ে পরশু।

      Comments:
    • এখানে পাবেন। যে শহরের জন্য দরকার,
      https://habibur.com/salat/
      https://habibur.com/salat/
    • না দরকার নেই। বড় ফন্টে যেটা দেখানো আছে সেটা ঐ ভাবে প্লাস-মাইনাস করেই দেখানো হয়েছে।

      কেলকুলেশনে যেটা আসে সেটা ছোট ফন্টে লাস্ট কলামে দেখানো আছে।

    • ঠিক। এটা করি করি করে করা হচ্ছে না।
    • ইনসটল করলাম। এই মুহুর্তে সবচেয়ে জরুরী বুঝতে পারছি: মেটা, ভিউপোর্ট আর সাইটম্যপ।
    • 4:58 তে। ফজর আর আর সেহরি একই সময়ে।

    10-Oct-2016 6:20 pm

    11-Oct-2016 1:53 pm


    Burma moving troops near Bangladesh border. But, nothing to worry about right now, unless it escalates a lot more.

    বার্মা বাংলাদেশ সিমান্তে সেনা সমাবেশ করছে। পাল্টা বাংলাদেশও বার্মা সিমান্তে সেনা পাঠাচ্ছে। তবে এটা যদি বাড়তে না থাকে তবে এখনই চিন্তিত হবার কারন নেই।

    http://www.straitstimes.com/asia/se-asia/myanmar-troops-move-into-muslim-majority-area-bordering-bangladesh-after-deadly-attack

    11-Oct-2016 1:53 pm

    11-Oct-2016 3:32 pm


    সব কিছু কেমন দ্রুত deteriorate করছে।

  • গতকাল খবর ছিলো মন্ত্রী লিফটে আটকা। আজকের খবর ঐ মন্ত্রীর "বেহেশতে হুর-পরী" নিয়ে বাজে মন্তব্য।

    - কয়েক বছর আগে শুধু একটাই কথা ছিলো "বজরায় করে আসলে..."। এই বছর সর্ব ধর্মে শরিক হবার জন্য উদাত্ত আহ্বান। দেবীর জন্য দোয়া মুনাজাত।

    - এদিকে কওমি মাদ্রাসাগুলোর বিভক্তির আওয়াজ আরো উচ্চ হচ্ছে, আরো জোরালো হচ্ছে।


    ব্যক্তিগত ভাবে দেশ জাতি প্রশাসন নিয়ে আমার কোনো দায়িত্ব নেই। এগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না।

    দুনিয়াতে আজাব চলে আসলে সবার সাথে আমাকেও ভুগতে হবে এটা ঠিক। কিন্তু সেই কস্ট দুনিয়া পর্যন্ত। আখেরাতে আমাকে ঐ অপরাধিদের সংগে রাখা হবে না যদি না আমি ব্যক্তিগত ভাবে ঐ অপরাধে লিপ্ত হই। এর উল্টো যে যা বুঝাক না কেন।


    দাড়িতে কালো কলপ দেয়া জায়েজ নেই। শুধু একজায়গায় এক্সেপশন আছে। কালো কলপ কিনে রাখবো কিনা বুঝতে পারছি না।

      Comments:
    • সমস্যা নেই।
    • ভেঙ্গে পড়া, পচে যেতে থাকা।
    • জবাব দিতে হবে না। Corrected.
    • আলেমরা বলতে পারবেন।

    11-Oct-2016 3:32 pm

  • 11-Oct-2016 8:39 pm


    "On its world, the people are people. The leaders are Lizards. The people hate the lizards and the lizards rule the people."

    "Odd," said Arthur, "I thought you said it was a democracy."

    "I did," said Ford, "It is."

    "So," said Arthur, hoping he wasn"t sounding ridiculously obtuse, "why don't the people get rid of the lizards?"

    "It honestly doesn't occur to them," said Ford. "They've all got the vote, so they all pretty much assume that the government they've voted in more or less approximates to the government they want."

    "You mean they actually vote for the lizards?"

    "Oh yes," said Ford with a shrug "of course."

    "But," said Arthur, going for the big one again, "why?"

    "Because if they didn't vote for a lizard," said Ford, "the wrong lizard might get in."

    -- Douglas Adams, The Hitchhiker's Guide to the Galaxy.

    11-Oct-2016 8:39 pm

    11-Oct-2016 9:02 pm


    "It is so nice that the shackles have been taken off me and I can now fight for America the way I want to."

    - Donald Trump on Twitter.

    https://twitter.com/realDonaldTrump/status/785842546878578688

      Comments:
    • পোস্টটা আসলে এন্টি ট্রাম্প.
    • (Y) :-D

    11-Oct-2016 9:02 pm

    12-Oct-2016 1:00 pm


    যা বলছিলাম: খেলা জমছে :-D

    তোমরা যারা রিয়েলিটি শো বাদ দিয়ে এখনো ক্রিকেট খেলা দেখো।

    https://www.washingtonpost.com/politics/trump-declares-war-on-the-republican-party-four-weeks-before-election-day/2016/10/11/93b21dc4-8fc9-11e6-9c52-0b10449e33c4_story.html

    12-Oct-2016 1:00 pm

    12-Oct-2016 3:15 pm



    ফিতনার ব্যপারে কিছু পোস্ট করলে মাঝে মাঝে কমেন্ট আসে, "তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর? আলী রা:? এদের ব্যপারে কি বলবেন?"

    এই সব ব্যপারে আমি সাধারনতঃ কোনো কমেন্ট করি না। ডিফেনস এনালাইসিস কিছুই না।

    ছাত্রাবস্থায় যে কয়েকটা জিনিস শিখেছিলাম তার মাঝে এটা ছিলো যে: আহলে সুন্নাহর শিক্ষা হলো সাহাবা কিরামগনের নিজেদের মাঝে যে ঘটনা গুলো হয়েছিলো সেগুলোর ঘটনা শুধু বর্ননা করে যাওয়া। কিন্তু এই ব্যপারে কোনো কমেন্ট না করা।

    যাদেরকেই দেখেছি এই ব্যপারে বিচার বিশ্লেষন করে কোনো "হক দল" বের করে তার পক্ষ নিয়েছে তারা নিজেরা পরবর্তিতে ঐ ধরনের ফিতনায় পড়ে গিয়েছে যেটা নিয়ে সাহাবা কিরামগনকে প্রথমে দোষারোপ করেছিলো।


    "তকদির" বা "কদর" এর ব্যপারে একটা কথা আছে: এই ব্যপারে তর্ক করো না। বেশি কথা বলো না। জাস্টিফাই করার চেষ্টা করো না। "আগে থেকেই যদি সব ঠিক করা থাকে তাহলে.....?" "এর ব্যখ্যা কি?" "এটা তো হতে পারে না" এই সব ব্যখ্যায় যেও না।

    বরং আমি জেনে নেই তকদির কি, কি বিশ্বাস করতে হবে, এবং এর পর অন্ধভাবে বিশ্বাস করি। আমার বোধে আসুক বা না আসুক।

    ফিতনাও অনেকটা এরকম। বেশি ব্যবচ্ছেদ এনালাইসিস জাসটিফিকেশন করতে থাকেল ঐ ফিতনায় নিজে পড়ে যাবার আশংকা আছে।


    আল্লাহ তায়ালা মানুষকে পরিক্ষা করেন, আল্লাহ মানুষকে বিচার করেন।
    মানুষ আল্লাহকে পরিক্ষা করে না, বা রবের কাজের বিচার করে না।

    আল্লাহ তায়ালা যেন আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখেন।

      Comments:

    12-Oct-2016 3:15 pm

    13-Oct-2016 12:12 pm


    "হজ্জ বাবার" পুরো ভিডিও এখন নেটে আপলোডেড। ৭৫০ টাকা দিয়ে মিনি কাবা ঘরে হজ্জ করতে হয় রাত ১২টার পর।

    দুনিয়াতে প্রতারক আছে, এটা নতুন কিছু না। কিন্তু প্রশ্ন হলো মানুষ তাদের ফাদে পড়ে কখন?

    আমার বুঝ হলো মানুষ যখন দ্বীনের মাঝে শর্টকাট খুজে তখন তারা পথভ্রষ্ট হয়।

    "নামাজ রোজা হলো পুরানো পদ্ধতি। সবাই করে। আমি করতে পারি নি কারন আমি খেল তামাশায় মত্ত ছিলাম। এখন কোনো শর্টকাট আছে এটা পুরিয়ে নেবার জন্য?"

    এটা পুরিয়ে নেবার পদ্ধতি হলো আন্তরিক ভাবে তৌবা করে আবার নামাজ রোজায় মত্ত হওয়া। এর বাইরে আর কোনো শর্টকাট নেই। এটাই আল্লাহর পথ যেটা রাসুলুল্লাহ ﷺ শিখিয়ে দিয়ে গিয়েছেন।

    মানুষের অন্তরে যখন অনুশোচনা আসে, তখন প্রতিটা বিভ্রান্ত দল তাকে ডাকে "আমার দলের পক্ষে কাজ করো তোমার আগের জীবনের ঘাটতি পুর্ন হয়ে তুমি অন্য সব মানুষের উপরে চলে যাবে।" এটা ফাদ। আরো বেশি পথভ্রষ্টতা।

    আল্লাহ তায়ালা আমাদের অহংকার থেকে রক্ষা করুন। এবং শোকর গুজার বান্দা করুন।

    13-Oct-2016 12:12 pm

    13-Oct-2016 6:58 pm


    Bob Dylan? আমার জন্মের আগে যে আমেরিকায় গান গাইতো সে লিটারেচারে নোবেল পেয়েছে। সিনিয়র কিছু ভাইকে একসময় দেখেছিলাম তার ফ্যন। এতটুকুই।
      Comments:
    • সাহিত্যও লিখতো মনে হয়। জানা নেই। তবে গায়ক হিসাবে পরিচিতি বেশি।

    13-Oct-2016 6:58 pm

    14-Oct-2016 1:45 pm


    What if only men could vote? Trump would win landslide.


    14-Oct-2016 1:45 pm

    14-Oct-2016 1:53 pm


    In the 80s we knew there were 20 billion galaxies in the visible Universe.

    Around the year 2000 that number rose to 200 billion, mostly after Hubble took its historic Deep Field photo.

    Now a new image has increased the number to 2 trillion!!!

    14-Oct-2016 1:53 pm

    15-Oct-2016 12:56 am


    "Never meet your heroes"

    1. He will be mean to you. This might be the greatest moment of your life, but for him, this is just another tedious stop on a press tour he’s contractually obligated to attend if he wants to get his paycheck and go home to his enormous but empty house. No doubt, the contrast between your happiness and his indifference will make him come across as mean. But he’s not mean, he just couldn’t care less about you!

    2. He will seem surprisingly average. Unless you pictured your hero as a kind of short, aging guy with sunken eyes, you’ll invariably be disappointed by how simply human he is. He doesn’t exude an aura of greatness — in fact, he seems like a guy who watches a lot of sports on TV, leaving you to wonder: is this the pinnacle of mankind? Is this what I have to aspire to?

    3. He won’t be your hero anymore. You’ll view his newest work with a sense of disenchantment — after all, he’s just some guy who was flip to you that one time. He’s pretty good at what he does, but I mean, whatever. He’s not like a god or something. There are no heroes.

    15-Oct-2016 12:56 am

    15-Oct-2016 4:09 pm


    থাইলেন্ডের রাজা মারা যাবার পর, পরবর্তি নতুন রাজার এই বছরের ছবি। পাবলিক তাকে অপছন্দ করে। মুকুট পরিধানও পিছানো হয়েছে।

    এখন ভালোয় ভালোয় সব হলে ভালো। নয়তো নতুন যুদ্ধ বিদ্ধস্ত দেশের লিস্টে থাইল্যন্ডের নাম লিখতে হবে।

    আমাদের দেশে এর ইমপ্লিকেশন কি?
    Un-sure. তবে মুসলিমরা যেমন মক্কাকে তাদের ধর্মিয় কেন্দ্র মনে করে, বুদ্ধরা থাইলেন্ড আর তার রাজাকে এরকম ধর্মিয় টপ ম্যন মনে করে। বর্মিজ বুদ্ধদের মাঝে এর কি প্রভাব পড়ে সেটা এখন প্রশ্ন।

    কিছু হবে বলছি না। ঐক্য থাকেল সবাই সব মেনে নেয়। শেষে কিছুই হয় না। তবে এখন অনৈক্যের সম্ভাবনা দেখছে অনেকেই।

      Comments:
    • সতরের জায়গাটা সেন্সর করে দিয়েছি :-D
    • ঠিক।
    • যুদ্ধের ডোল যে বাজছে এটা সত্যি। এবং লাগার সম্ভাবনা যে আগের যে কোনো সময় থেকে বেশি এটাও সত্যি। রাশিয়া যুদ্ধের হুমকি দিচ্ছে এটা ঠিক।

      শুধু "সবাই দেশে চলে আসো কারন যদ্ধ লাগতে যাচ্ছে" এই কথাটা রাশিয়া অস্বিকার করছে।

    15-Oct-2016 4:09 pm

    15-Oct-2016 10:12 pm


    ইমরান নজর হোসেনের দু বছর পুরানো একটা ভিডিও আছে নেটে যেখানে উনি বলছেন আর দু বছর পরে যুদ্ধ লাগবে। ২০১৪ সালের অক্টোবরে আপলোড করা হয়েছিলো। এখন ২০১৬ এর অক্টোবর। ঠিক দুবছর পূর্ন হয়েছে।

    আমার এটা নজরে পড়েছিলো গত বছর অক্টোবরে। এখন এই বছর অক্টোবরে আবার খুজে বের করলাম। লিংক কমেন্টে।

    ব্যক্তিগত ভাবে আমি মনে করি না এখন যুদ্ধ লাগার কোনো কারন বা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও রাশিয়া বেশ হুমকি ধামকি দিচ্ছে কিন্তু এটা দিয়ে ময়দান গরম হচ্ছে। সত্যি যুদ্ধ লাগতে যাচ্ছে এটা পলিটিক্যল এনালিস্টরা এখনই কেউ মনে করছে না।

    আবার সামনের বছর অক্টোবরে আমরা নিশ্চিৎ বলতে পারবো প্রেডিকশনটা "ভুল ছিলো" নাকি "ঠিক ছিলো"। ইনশাল্লাহ যদি বেচে থাকি :-D

      Comments:
    • https://www.youtube.com/watch?v=Ed0eK7Q1qkM
    • এই সমস্যাগুলো হয়তো উনার অনুসারিদের সমস্যা। উনার নিজের শিক্ষা না। তাই হয়তো উনাকে এই ব্যপারে দোষ দেয়া যায় না। Ashraful Alam
    • Asif Ashkar, তার পরও উনার কিছু কথা ঠিক হয়েছে। যেমন: উনি প্রো-রাশিয়া, এবং রাশিয়া এখন অনেক শক্তিশালী। উনি প্রো-ইরান। ইরানও এখন অনেক একটিভ। বলেছিলেন দুই বছরের মাঝে যুদ্ধ লাগবে, এবং ঠিক দুই বছরের মাথায় এসে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে।

      তাই উনার "সব কথা ভুল" এটা বলবো না।

    15-Oct-2016 10:12 pm

    16-Oct-2016 2:26 pm



    ধারনা করেছিলাম ট্রাম বাবজি শেষ। বিতর্কের সময় মেজাজ হারানো, তার অতীতের not-so-politically-correct কথাবার্তা, ট্যক্সের দলিল এই সব মিলে আর দাড়াতে পারবে না। আজকে সকালেও এই বিশ্বাস ছিলো।

    এর পর বিকালে খবর সবচেয়ে নির্ভরযোগ্য poll WP-ABC তে এই সকল ঘটনার পরের রেজাল্ট হলো ক্লিনটন ট্রাম্প থেকে মাত্র ৪ পয়েন্টে এগিয়ে আছে। এবং মার্জিন অফ এররও ৪ পয়েন্ট।

    মানে বাবাজি এখনো শেষ না। এখনো আশা [বা আশংকা :-P] আছে।

  • ভাই! আমি আম্রিকার নির্বাচনে যাকে সাপোর্ট করি সেই হারে প্রতি বছর।
  • এই বছর চাচ্ছেন কে জিতুক?
  • ক্লিনটন।
  • তাহলে ট্রাম্পকে সাপোর্ট করেন, ক্লিনটন জিতবে। :V :V

  • দোয়া করে দেন হুজুর ভাইয়ে যেন নির্বাচনে জিতে।
    হুজুর দোয়ার মাঝে,
  • ভাইয়ের নামটা যেন কি বলেছিলেন?
  • তারাম ভাই। :V :V

    Morale?
    Watch what you ask for, you just might get it.

      Comments:
    • মনে হলো। তাই।

    16-Oct-2016 2:26 pm

  • 17-Oct-2016 12:02 am



    ফেসবুক ফ্রেন্ডদের কারো সাথে আমি রিয়েল লাইফে দেখা করি না, সেটা না।

    এখন পর্যন্ত চার জনের সাথে দেখা করেছি। আজকে রাতেও একজনের সাথে কথা বললাম এক রেস্টুরেন্টে। পরিচয় দিতে পারছি না, কারন তার কাছ থেকে অনুমতি নেই নি।


    মাঝে মাঝে মনে হয় আমি যতটুকু ফেসবুকে এনগেইজড হবো বলে ধারনা করেছি, তার থেকে অনেক বেশি দূর চলে যাচ্ছি কিনা।

    এবং এরকম intertwined হয়ে যাওয়ার মাঝে সত্যি কোনো কল্যান আছে কিনা।


    "....অতঃপর রাসুলুল্লাহ ﷺ বললেন "কোনো দোষের কারনে তোমাদের জিজ্ঞাসা করি নি তোমরা এখানে কি করছো, বরং একটু আগে জিব্রিল আ: এসে বলে গেলেন আমি যেন তোমাদের সাথে বসি।"

    হাদিসটা পড়েছি। এই দল এখনো আছে। কিন্তু তাদের সন্ধান আমি জানি না।

      Comments:
    • WoW

    17-Oct-2016 12:02 am

    17-Oct-2016 5:00 pm


    বাংগাল এখন হিন্দি বলতেও পারে, বুঝতেও পারে।
    কিন্তু সমস্যা হলো পড়তে পারে না আর লিখতে পারে না।

    তাই বংগালিদের হিন্দি শিক্ষা সম্পূর্ন করার শুভ উদ্যোগে নিয়ে habibur.com আজ উদ্ভোদন করছে:

    Bengali to Hindi Transliterator.
    https://habibur.com/hindi/

    হিন্দি উক্তিগুলোকে বাংলা অক্ষরে টাইপ করে সাবমিট করবেন। সেটা কনভার্ট করে একেবারে ১০০% পিউর হিন্দি অক্ষরে আপনার কাছে প্রেজেন্ট করা হবে।

    Example: "হামারা ভাইকা খুনকা..."
    https://habibur.com/hindi/?q=হামারা+ভাইকা+খুনকা+রংমে%0D%0Aএক্কাইশ+ফেব্রুয়ারি%0D%0Aহাম+কাভি+নেহি+ভুল+সাকতে&convert=Convert

    "What Bengal thinks today, India thinks tomorrow" - পুরানো প্রবাদ।

    https://habibur.com/hindi/

    17-Oct-2016 5:00 pm

    17-Oct-2016 5:30 pm


    RT news network's bank account has been frozen in Britain. Situation deteriorating a bit faster than expected.

    In other news:
    6.9 earthquake hits Papua New Guinea [north of Australia]
    And 6.4 hits Tibbet [north of India]

    17-Oct-2016 5:30 pm

    17-Oct-2016 6:39 pm


    "যে কথাটি আর বলা হলো না" এর মত আরেকটি ঘটনা।
    চাপাইনবাবগঞ্জের ডিসি আজকে মিটিংয়ে আসার পর, দাড়ানো অবস্থা থেকে হটাৎ মৃত্যু।

    Note to self: আমার পরিনতি কি হবে সেটা আমি জানি না।

    https://www.youtube.com/watch?v=k6jDQrtMU8o&feature=youtu.be&t=23s

    17-Oct-2016 6:39 pm

    17-Oct-2016 11:17 pm


    habibur.com এর প্রথম পাতার নিচের দিকে এক্সচেঞ্জ রেট এবং নিসাব-দিরহামের হিসাব দিয়ে দেয়া হয়েছে। যেগুলোর জন্য আমাকে প্রায়ই কল করে পরিচিতজনেরা।

    সোনা/রূপার রেট হলো আন্তর্জাতিক বাজারের রেইট। দেশের রেইট এর কাছা-কাছি থাকে সবসময়। সিগনিফেকেন্ট কোনো পার্থক্য হয় না। আমি এটাই ব্যবহার করি। বিদেশি খাটি স্বর্ন-রূপা দেশে এসে ভেজাল মিশ্রিত হয়ে যায়, কিন্তু দাম থাকে প্রায় একই। তাদের লাভ থাকে খাদে।

      Comments:
    • এজন্য এটা দিয়েছি। যেন কেউ আন্দাজে কিছু দাবি না করতে পারে। কয়েক মাসে আগে একজন বলছিলো ৫ লক্ষ টাকা, আরেকজন বলছিলো ২.৫ লক্ষ টাকা, আরেকজন দেড় লক্ষ টাকা।

    17-Oct-2016 11:17 pm

    18-Oct-2016 1:13 am



    ফেসবুকের ইসলামিস্টদের দলে দলে ঝগড়া এখন কেমন যেন একটা এক্সট্রিম পর্যাযে পৌছেছে। যে অল্প কয়টা ফিড আমি পাচ্ছি, সেগুলো সবই বিভিষন আক্রমনের।

    এটা কি শুধু আমি দেখছি? নাকি সবাই তাই দেখছে?


    এই সপ্তাহে কওমি মাদ্রাসা দুটো সংগঠনে বিভক্ত হয়ে গেলো। একটা ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে, অন্যটা হাটহাজারীর পুরানো দল।

    এখানে আমার মত নেই। ভাগ হলে তখন বুঝা যাবে কি হলো, এবং কি করতে হবে।


    ইন্টারনাল কনফ্লিকট পতনের প্রথম লক্ষন। ঐতিহাসিক ভাবে।
    কনফ্লিক্ট হয় দেখে পতন হয় - সব সময় তা না।
    আনেক ক্ষেত্রে পতনের সময় হয়ে গেলে কনফ্লিক্ট আরম্ভ হয়।

    Watch the sign.

    18-Oct-2016 1:13 am

    18-Oct-2016 3:22 pm


    উস্তাদকে বললাম,
  • উস্তাদ! ফ্রেন্ড ফলোয়ার অনেক হয়ে গিয়েছে, সবাই ভালো কথা শুনতে চায়, কিন্তু আমার অন্তরে মুনাফেকি।

    - তুমিই প্রথম না, যে এই পরিস্থিতিতে পড়েছে...

    - তাহলে?

    - এর পর মানুষ দু দিকে যায়। এক: সে তার মুনাফেকিকে চেপে রেখে, মানুষ যেটা শুনতে চায় সেটা শুনিয়ে দিতে থাকে। যারা এরকম করতে পারে তাদের কথা দিনে দিনে আরো ইমোশোনাল, আরো জ্বালাময়ী হয়ে উঠে। কারন সে তার নিজের অন্তরের অবস্থা থেকে তার কথাকে আলাদা করতে পেরেছে...

    - আর দ্বিতীয়?

  • বেশি বেশি নসিহা দেবার বদলে, সে আল্লাহর দিকে ঘুরে নিজের মুনাফেকিকে দূর করার জন্য চেষ্টা করে।

    - তবে দাওয়াহ...?

    - দাওয়াহর বড় অংশ হলো তোমার তাকওয়া, তোমার আমল। অন্যরা এগুলো থেকে প্রভাবিত হবে। তোমার বড় বড় যুক্তি তর্ক কথা থেকে না।

    - হুম। আর এখলাসের কি হবে?

    উস্তাদ হাসলেন,

  • বান্দার উপর আল্লাহর এটা আরেকটা পরিক্ষা।

    - বুঝলাম। আর কিছু?

    - তোমাকে উপদেশ দাতাদের কেউ তোমার পক্ষে হাশরের ময়দানে ওকালতি করবে না।

    18-Oct-2016 3:22 pm

  • 18-Oct-2016 3:40 pm


    Self reminder:


    আমাকে উপদেশ দাতাদের কথা যদি ভুল হয়, তবে উপদেশ দাতাদের কাউকে হাশরের ময়দানে আমার পক্ষে ওকালতি করার জন্য পাবো না।

    আর অন্যদের প্রতি আমার নিজের উপদেশ যদি ভুল হয় তবে অন্যরাও আমাকে তাদের পক্ষে ওকালতি করার জন্য পাবে না।

    হককে নিজে বের করে নিতে হয়।


    একজন মানুষের প্রশংসার বিপরতি আল্লাহ তায়ালা কিছু পরে অন্য একজন মানুষের নিন্দা আমার দিকে পাঠাবে। তাই প্রশংসায় বিন্দু মাত্র খুশি হবার কিছু নেই।

    কোনো মুসলিমের প্রতিটা আঘাত, যেখানে আমি চুপ থাকবো, তার বিপরিতে আল্লাহ তায়ালা আমার সম্মানকে বাড়াবেন।

    প্রতিটা জুলুম যেখানে আমি ধর্য্য ধরবো, আল্লাহ তায়ালা আমার পক্ষ থেকে শোধ নিয়ে নিবেন। আমি নিজে জালিম হলে ভিন্ন কথা।

    প্রতোশোধ মানে হলো আমি নিজ দায়িত্ব নিয়ে ঐ মুহুর্তে হিসাব মিলিয়ে দিতে চাইলাম। তাই আখিরাতে আমার জন্য কিছু নেই।


    ...জানতে চাওয়া হয়েছিলো জাহান্নামিদের নিদর্শন কি?
    উনি ﷺ জবাব দিয়েছিলো: প্রতিটা রুক্ষ স্বভাবের লোক।
    আর জান্নাতি? নম্র স্বভাবের ব্যক্তি।

    জীবন একটাই। যেটা দ্রুত শেষ হয়ে আসছে।

    সবচেয়ে বড় ভয় এই যে: তকদিরকে পরিবর্তিত করার শক্তি আমার নেই।
    সবচেয়ে বড় স্বান্তনা এই যে: তকদিরকে পরিবর্তিত করার শক্তি আমার নেই।

    18-Oct-2016 3:40 pm

    18-Oct-2016 7:29 pm

  • সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, উৎসব, আন্দোলন করে সাম্প্রদায়িকদের একদম শেষ করে দিছি উস্তাদ। এবার কি?

    - এবার ময়দান খালি। গোল দে।

    18-Oct-2016 7:29 pm

  • 18-Oct-2016 11:02 pm


    অকে। এখন আর হাজার হাজার টাকা খরচ করে প্রতি মাসে চিজ কিনতে হবে না :-D

    https://www.youtube.com/watch?v=AMKDZ23DZaw

      Comments:
    • (Y) অকে। আরো কিছু অর্ডার পেলে, চাকরি লাগবে না। চিজ বিক্রি করে জীবন যাপন করা যাবে ইনশাল্লাহ :-D

    18-Oct-2016 11:02 pm

    19-Oct-2016 4:49 am


    গুগুল অটোকমপ্লিটে Why is so... লিখার পর যে দেশের জন্য সবচেয়ে প্রথমে যেটা আসে, সেটার ম্যপ।

    19-Oct-2016 4:49 am

    19-Oct-2016 1:54 pm


    অবস্থা দৃষ্টে মনে হচ্ছে:

    ১ - হয় ফেসবুকের চারদিকে চলমান বিতর্কে আমাকে শরিক হবে। নয়তো -

    ২ - সব ফিড বন্ধ করে monologue মানে "একা একা কথা" চালাতে হবে। নচেৎ -

    ৩ - শুধু jokes আর funny pic পোস্ট করতে হবে।

    Wondering: আখেরাতের জন্য কোনটা সেইফ?

    19-Oct-2016 1:54 pm

    19-Oct-2016 4:51 pm


    তোমরা যারা এখনো মনে করো ছোটকালে মার্শাল আর্ট শিখনি বলে জীবনটাই ব্যর্থ।
    WWE আর মার্শাল আর্ট -- একই চিজ :V :V :V

    https://www.youtube.com/watch?v=qJH2f6cyrOM

    https://www.youtube.com/watch?v=qJH2f6cyrOM

      Comments:
    • The host did a superb job. I was rolling on the floor laughing that whole time. :V

    19-Oct-2016 4:51 pm

    20-Oct-2016 6:43 am


    Last US presidential debate. বাংলাদেশ সময় সকাল ৭ টায় আরম্ভ হবে।

    https://www.youtube.com/watch?v=smkyorC5qwc

    https://www.youtube.com/watch?v=smkyorC5qwc

      Comments:
    • Looks like Trump is able to hold himself this time. But wondering how long that will last.

    20-Oct-2016 6:43 am

    20-Oct-2016 2:54 pm


    এ বিষয়ের উপর আবার শেয়ার করলাম।

    যদিও জানি, যারা বার বার প্রশ্ন করতে থাকে, তারা এটার কিছুই পড়বে না, এবং প্রশ্ন করতেই থাকবে: "কিন্তু অমুক যে বলেছে তমুক?"

    ভাইয়েরা/বোনেরা, আগে ঠিক করেন আপনি "হানাফি" মাজহাব অনুসরন করেন নাকি "হাম্বলি-সালাফি"। এর পর যে যার আলেমদের অনুসরন করেন।

    যদি বলেন "আমি কোনো মাজহাব মানি না শুধু কোরআন হাদিস মানি" তাহলে কোরআন হাদিস খুলে দেখে নিজে নিজে জেনে নিন কোন মাসলার কি ফতোয়া।

    আমাকে বা অন্যদের জিজ্ঞাসা করে আমাদেরকে "মাজহাবের ইমাম" বানানোর কোনো অর্থ নেই।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Oct-2016 2:54 pm

    20-Oct-2016 9:25 pm


    কিছু ঔষধ, যেমন কড লিভার অয়েলের বাহিরের খোসাটা জিলেটিন দিয়ে তৈরি হয়। দেখতেও জিলেটিনের মত।

    এই ক্ষেত্রে, পুরো ঔষধ না খেয়ে, বরং মাথাটা কেটে ভেতেরের তেলটা খেয়ে নেয়া যেতে পারে। প্লাসটিকের মত খোসাটা ফেলে দিয়ে।

    20-Oct-2016 9:25 pm

    20-Oct-2016 9:25 pm


    জিলাটিন হলো পুডিয়ের মত দেখতে, কিন্তু স্বচ্ছে, কাচের মত। অনেকটা নরম প্লাস্টিকের মত।

    20-Oct-2016 9:25 pm

    20-Oct-2016 9:45 pm


    জিলেটিন তৈরি হয় শুকরের চামড়া থেকে। গোস্ত-চর্বি না বরং শুধু চামড়া। চামড়া টান-টান করার জন্য যে উপাদান চামড়াতে থাকে, সেটাই জিলেটিন।

    এই ভিডিওতে দেখানো হয়েছে।

    ভিডিওতে উল্টো দিক থেকে দেখানো হয়েছে। মানে চলকেট খাবার আগে এটা কোথা থেকে এসেছে, ওটা আবার কিভাবে এসেছে এভাবে।

    https://www.youtube.com/watch?v=LRm-vBlX0ig

      Comments:
    • জানা নেই। আমি যখন ভিজিবলি দেখি জিলেটিন, তখন শুধু খাই না।
    • মনে হয় এটা ডেইরি প্রোডাক্ট। Mahmuda Rahman
      https://en.wikipedia.org/wiki/Whey
      https://en.wikipedia.org/wiki/Whey
    • জানা নেই।

    20-Oct-2016 9:45 pm

    21-Oct-2016 7:12 am


    "There's about four minutes between the order being given and the people responsible for launching nuclear weapons to do so"

    The above quote from last debate possibly was a classified information.

      Comments:
    • আমেরিকার পাসপোর্ট হাতে থাকলে আমিও ঢাকাকে beloved country বলতাম।
    • আমেরিকার পাসপোর্ট হাতে থাকলে আমিও ঢাকাকে beloved country বলতাম।
    • না

    21-Oct-2016 7:12 am

    21-Oct-2016 7:22 pm


    আদব: (note to self)


    জুম্মার দিন মসজিদে কেউ জোরে কথা বলতে থাকলে তাকে আদব শিখানোর নিয়ম "ভাই চুপ করেন, নামাজ পড়ছে" বলা না। কারন তাহলে আমিও মসজিদে তার মত কথা বললাম।

    : "কিন্তু এটা তো দাওয়াহর নিয়তে করেছি!"

    দাওয়ার নিয়তে করলেও গুনাহ হবে। হাদিসে ইংগিতে চুপ করতে বলার কথা আছে।


    কেউ বিয়াদবি করলে তাকে আদব শেখানোর নিয়ম "ভাই আপনাকে কেউ আদব শিখায় নি?" বলা না।

    তাহলে আমিও তার মত বিয়াদব হলাম।

    : "কিন্তু এটা তো আমি তার সংশোধনের জন্য বলেছি"

    একই হলো। বেয়াদবকে আদব শিখানোর নিয়ম হলো নিজে আদবের উপর চলতে থাকা। সে আমাকে দেখে শিখবে -- যতটুকু শেখার সামর্থ আল্লাহ তায়ালা তাকে দিয়েছেন।


    আমার বিপরতি মতের কেউ ফেসবুকে এসে বেশি ভালোমানুষি দেখাচ্ছে। এটা আমার সহ্য হচ্ছে না। তাই আমি গিয়ে তাকে গালা গালি দেয়া আরম্ভ করলাম।

    যে মুহুর্তে প্রথম সে আমাকে পাল্টা গালি দিবে, সেই মুহুর্তে "mission accomplished".

    তাকে আমি আমার মত নিচে টেনে নামিয়ে আনতে পেরেছি।

    : "কিন্তু আগে তাকে গালি দিয়ে এটা আপনি আরম্ভ করেছিলেন!"

    Doesn't matter. কে আগে দিয়েছিলো সেটা ফ্যক্টর না। উপরের ১ আর ২ নং পয়েন্ট দ্রষ্টব্য।

      Comments:
    • Green Card, PR, Passport -- জিনিস এক -- নাম ভিন্ন।
    • "Exception that proves the rule" বলে একটা কথা আছে Chowdhury Saima Ferdous

    21-Oct-2016 7:22 pm

    22-Oct-2016 12:31 pm


    ঢাকা শহরে কুকুর বেড়ে গিয়েছে। দক্ষিন পাশের বাড়িওয়ালা বললো তাদের বৃদ্ধ বাপকে মসজিদে নেবার জন্য এক লোক রেখেছিলো। তাকে কুকুর কামড় দেবার পর সে চলে গিয়েছে।

    পূর্ব দিকের বাড়িওয়ালার কাজের মেয়েকে কুকুর কামড় দিয়েছে।

    বাড়ির সামনে এক তরকারী ওয়ালা বসতো, তাকে কুকুর কামড় দেবার পর হাসপাতালে।

    একটু সামনে এক লোক মুরগী বিক্রি করতো। কুকুর কামড় দিয়ে তার বৃদ্ধ আংগুলের চামড়া কেটে নিয়ে গিয়েছে।

    : "মারছে না কেন এদের?"

    হাই কোর্ট থেকে নিষেধাজ্ঞা আছে। তাই এখন আর কুকুর নিধন করা হয় না।

    হটাৎ ব..রু...রু শব্দ। হাই স্পিডে মটরসাইকেল দিয়ে দুই জন যাচ্ছে। সম্ভবতঃ কাউন্সিলের জন্য এসেছে অন্য ডিস্ট্রিক থেকে।

    হুম। যা বলছিলাম, ঢাকা শহরে কুকুর বেড়ে গিয়ছে।

    22-Oct-2016 12:31 pm

    23-Oct-2016 2:30 pm


    ছোট বাচ্চাদের মালের উপর জাকাত নেই যতক্ষন না তারা বালেগ হচ্ছে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    23-Oct-2016 2:30 pm

    23-Oct-2016 11:57 pm


    (Y)

      Comments:
    • বাংলার টম ক্রুজ হলো "হিরো আলম"। বাজার দখল, জায়গা নেই।

    23-Oct-2016 11:57 pm

    24-Oct-2016 1:29 pm


    বাকি ছিলো মিশর। তার সময়ও কাছিয়ে আসছে।

    সৌদি সরকার তেল সাপ্লাই বন্ধ করে দেবার পর মিশরের অর্থনীতিতে পতন আরম্ভ হয়েছে।

    http://www.reuters.com/article/us-egypt-economy-discontent-insight-idUSKCN12N0D8

      Comments:
    • Thank you nanu. Same prayers for you too.
    • পতনের লাইনে এটাই শেষ মাইলস্টোন। এর পর ঘটনা আরম্ভ হবার কথা আছে। যদি হয়।
    • বোঝা যাবে ইনশাল্লাহ। Keep watching.
    • Deletes the contents inside every file, but doesn't remove the file itself.

      File recovery will not work, as the file has not been deleted.

    24-Oct-2016 1:29 pm

    24-Oct-2016 10:33 pm


    রাশিয়া প্রচন্ড ভাবে চেষ্টা করেছিলো ট্রাম্পকে জিতাতে। এর জন্য বিশ্বযুদ্ধের হুমকি, যুদ্ধ মহড়া, ড্রামা করে আমেরিকানদের ভয় দেখাতেও চেয়েছিলো। কাজ হয় নি।

    অবস্থা দৃষ্ট মনে হচ্ছে এখন হিলারীই জিতবে।

    ট্রাম্পের স্ত্রী হলেন রাশিয়ান। ট্রাম্প নিজে প্রো রাশিয়া। ট্রাম্প জিতলে রাশিয়ার স্বার্থ রক্ষা হতো।

    - ক্লিনটন জিতলে after math?

  • Wait and see.

    তবে এখনো ট্রাম্পের ১০% পসিবিলিটি আছে।

      Comments:
    • - ^^^ খাওয়ার পর এই অবস্থা।

    24-Oct-2016 10:33 pm

  • 24-Oct-2016 11:29 pm


    "We haven't had that spirit here since nineteen sixty nine" - Eagles.

    এক সময়ে বাংলার হাট-বাজারের জনপ্রীয় গান।

    Since nineteen sixty nine. সাতচল্লিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি, কেউ কথ..

    Ooops, wrong poem :- P

      Comments:
    • নজর হোসেনের এখনও সম্ভাবনা আছে ১০%। তাই এখই কিছু বলা যাচ্ছে না, যদিও। তবে উনি বোধহয় ট্রাম্প জিতবেন এরকম কিছু বলেন নি।

    24-Oct-2016 11:29 pm

    25-Oct-2016 6:49 am



    "অমুক দল নাকি ইহুদিদের তৈরি?"

    মুসলিমদের কোনো দল ইহুদিদের তৈরি এটা আমি বিশ্বাস করি না। ঐ দল হক হোক বা না-হক।

    "তারা অবশ্যই ইহুদিদের তৈরি, আপনি নিজে অজ্ঞ, বা মুনাফিক, বা তাদের পক্ষ নিয়েছেন ..."

    ভাই, এ ধরনের উক্তি দিয়ে যতটা ঐ দল কোথা থেকে এসেছে সে সম্পর্কে যা বুঝা যায়, তার থেকে বেশি বুঝা যায় বক্তা কোথা থেকে এসেছে সেটা।

    "রাসুলুল্লাহ ﷺ বলেছেন, প্রকাশ্য ইহুদিদের তো চেনা যায়, কিন্তু আমার উম্মাহর ইহুদিদের...."

    'উম্মার ইহুদি' কথাগুলো আমি প্রথম চট্রগ্রামের এক ছুন্নির কাছে শুনেছিলাম। কোনো কিতাবে পড়ি নি। পরে এক দিন ইমাম গাজ্জালির এক কিতাবে দেখি এই হাদিস। বইয়ের অরিজিনাল আরবী নেট থেকে ডাউনলোড করে মিলিয়ে দেখি এর আগের কথা আছে পরের কথাও আছে, শুধু 'উম্মার ইহুদি' পুরো চ্যপ্টারটা আরবীতে নেই। মানে অনুবাদকের নিজের ঢুকানো। আর যে সব কথা অনুবাদক যোগ করা ছিলো সেগুলোও মাজারিদের শিক্ষা থেকে।


    "ইলুমিনাতি, দাজ্জালের ফরওয়ার্ড বাহিনী, এবং ইয়াজুজ মাজুজরা যে এখন দুনিয়া শাসন করছে এটা জানেন?"

    এতটুকু জানি যে এগুলো হলো কন্সপাইরেসি থিউরি। যেগুলো কেউ কেউ সত্য মনে করে বিশ্বাস করে। আমি কোনো কন্সপাইরেসি থিউরিতে বিশ্বাসি না। এবং এগুলোকে কারো খেলা, কারো ফাজলামো, কারো prank এর থেকে বেশি কিছু মনে করি না। তাই এই ব্যপারে আমার আগ্রহ নেই, এবং ডিটেলস জানার চেষ্টা করি নি।

    "আপনি জানেন না দেখে এই কথা বলছেন, এই লিংক বা পিডিএফ পড়বেন, অনেক কিছু জানতে পারবেন"

    ধন্যবাদ। তবে আমি প্রয়োজনীয় ইলম খুজছি। সব ইলম না।


    "গনতনন্ত্র হলো কুফর।

    25-Oct-2016 6:49 am

    25-Oct-2016 2:03 pm


    There is a hi chance that Trump is going to win. Because while most of the polls show which candidate the pollsters wish to win, this pole is more reflective of what might actually happen.

    Historically this one has been correct, while other polls failed miserably in last elections.

    http://www.investors.com/politics/trump-up-2-points-nationwide-while-clinton-campaigns-as-if-the-race-is-already-won-ibdtipp-poll/

      Comments:
    • - Thank you mama.

    • Same prayers for you too.
    • -

    25-Oct-2016 2:03 pm

    25-Oct-2016 4:06 pm


    Four dead in Australia theme park rider accident.

    তোমরা যারা রাইডগুলোকে নিরাপদ মনে করো।

    http://www.itv.com/news/2016-10-25/australia-theme-park/

    25-Oct-2016 4:06 pm

    25-Oct-2016 5:03 pm


    পাকিস্তানের পুলিশ একাডেমিতে বোমা হামলা। ৬০ জন নিহত।

    ঠিক এইখানে এসে তাদের সাথে আমার মতপার্থক্য।

    এই হামলায় মৃতদের আমি কাফের মনে করি না। যতই তারা চেচাক না কেন: "গনতন্ত্র কুফর, ঐ পিডিএফ পড়ে দেখেন।"

    তবে এটা ঠিক তাকফিরিদের হিসাব তাকফিরিরা দেবে, খাওয়ারিজদের হিসাব খাওয়ারিজরা দেবে, আর আমার মত "আসাবিয়াহ-গনতন্ত্রী-মুরজিয়ার" হিসাব আমাকে দিতে হবে।

    তাদের হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব তাদের দিতে হবে না।

    সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যাবো।

      Comments:
    • বাংগালিরা কবরকে যত ভয় করে, হাশরের ময়দানকে তত ভয় করে না।
      অথচ আমি কোরআন শরিফে জাহান্নামের থেকেও হিসাবের দিনের ভয়ের কথা বেশি পড়েছি মনে হয়। কবরের কথা না হয় এখন বাদ দিলাম।
    • Mohammed Tawsif Salam, welcome to the party. এই ময়দানে আপনি নতুন বিচরন করছেন বলে বেখাপ্পা লাগছে। But eventually you will get used to it. Like us.
    • বড় লোকেরা যদি বিপদে পড়ে, তবে গরিবরা হাত তালি দেবে -- এটাই নিয়ম জেনেছি। নাকি এটা ভুল জানতাম এতদিন?
    • Mohammad Zahidul Alam, //সাহস নেই?//

      এইগুলা কি তাহলে?
      https://www.facebook.com/habib.dhaka/videos/10150097568828176/

    • আর নিজের ছবি দিলেও বলতেন: "এই সব সেলফি পাগলদের শিক্ষা কবে হবে?"।
      কিছু করার নেই।
    • //ক্যামেরার পিছনে কি আপনিই//

      রোলার কোষ্টারে বসে এক হাতে ভিডিও ক্যমেরা ধরে রাখার মত সাহস বাংলায় খুব বেশি লোকের নেই। তাই বুইঝা লন। Mohammad Zahidul Alam

    • এই হাদিসগুলোর ব্যপারে অনেক অনেক ব্যখ্যা আছে। এবং নির্দিষ্ট কোনো একটা ব্যখ্যা নেই। তাই এই সব ব্যপারে মত দেয়া মানে হলো যার যার ব্যক্তিগত মত দেয়া। Ibn Ahmad Al Hindustani

    25-Oct-2016 5:03 pm

    26-Oct-2016 2:30 pm


    যারা দাবি করে সৌদি আরব কোনো ইসলামি রাস্ট্র না, তাদের জন্য।

    by the way:

    যারা সৌদিকে ইসলামি রাস্ট্র অস্বিকার করে, অধিকাংশ ক্ষেত্রে তাদের কারন হলো সৌদি সরকার তাদের শায়েখেদের উপর জুলুম চালাচ্ছে সেজন্য। এটা আমি জানি, নতুন করে আবার কমেন্টে বলার দরকার নেই।

    এর বাইরে "ইসলামি শাসন ব্যরস্থার perfect utopia না হলে কোনো রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র বলা যাবে না" আমি এই যুক্তি সাথে দ্বিমত পোষন করি।

    ১৪০০ বছরের ইসলামি ইতিহাসে "পারফেক্ট ইসলামি শাসন ব্যবস্থা" ছিলো হয়তো মাত্র ৬-৭ জন শাসকের আমলের ৪০-৫০ বছর। তার অর্থ এই না যে বাকি ১৩৫০ বছর ধরে ইসলামি সম্রাজ্যে কোনো ইসলামি শাসন ছিলো না বা এখনো কোথাও নেই।

    ইসলামি শাসনের উপর এত বিশাল বিশাল ফতোয়ার কিতাব লিখা হয়েছে শুধু মাত্র এই ৫০ বছরের শাসনামলের জন্য -- এটাও আমি বিশ্বাস করি না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ঐ বেচারার মত face lift করলে আমিও..

    26-Oct-2016 2:30 pm

    26-Oct-2016 5:17 pm


    New statistics model by a professor predicts Trump will almost certainly win. 90% probability. It's based on primary results.

    The model
    http://primarymodel.com

    News coverage
    http://nypost.com/2016/10/24/election-wiz-predicts-donald-trump-will-win-election/

    আমার মডেল বলে:
    ট্রাম্প জিতলে আমেরিকায় অন্তর্দন্ধ এবং ভেতর থেকে কলাপ্স আরম্ভ হবে।
    আর হিলারী জিতলে আমেরিকার সাথে অন্যান্য দেশের যুদ্ধে ছড়িয়ে পড়বে।

    কোনো দিকেই ভালো কিছু নেই।

    পুতিন যে হুমকি দিচ্ছে হিলারী জিতলে বিশ্বযুদ্ধ লাগবে, এটা লিটারেলি না হলেও, কনফ্রন্টেশন ঐ দিকেই যাবে এটা সত্য।

    আর ২ সপ্তাহের মাঝে আমরা জানতে পারবো ইনশাল্লাহ ঘটনা কোন দিকে যেতে পারে।

    26-Oct-2016 5:17 pm

    27-Oct-2016 2:28 pm



    কারো যদি অনেক অনেক টাকা থাকে, এবং সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে দাওয়াত করে খাওয়ায়, তবে আমি কোনো সমস্যা দেখি না।

    তার অপশন হলো:
    ১। সে টাকাটা ব্যংকে রেখে দিতে পারে বছরের পর বছর।
    ২। মানুষকে দান করে দিতে পারে।
    ৩। দান করার বদলে মানুষকে খাইয়ে দিতে পারে।

    সে ৩ নম্বরটা অনুসরন করলো। ক্ষতি কি?


    গরিব লোকের উপর বিয়েতে "দাবী তুলে" যে দাওয়াত খাওয়া হয়, সেগুলো জুলুম। মাত্র ১০ জন খেলেও এই দাওয়াত জুলুম। আর মালদার যদি স্বেচ্ছায় লক্ষ জনকেও খাওয়ায় তবুও সেটাকে জুলুম বলবো না।


    যার টাকা আছে, তাকে টাকা খরচ করার সুযোগ করে দিতে হবে। তাহলে মানি সারকুলেশন হবে। লোকদের খাওয়ানোর কারনে টাকা তার পকেট থেকে বের হয়ে অন্য লোকের পকেটে গিয়েছে। সারকুলেশন হচ্ছে। এটা ভালো।

    এটা না করে "তোমার টাকা তুমি দান করতে না চাইলে বরং ব্যংকে রেখে দাও" এই এটিচিউড অর্থনীতির জন্য ক্ষতিকর।

      Comments:
    • //মূল অবস্থান পরিষ্কার না করে এদিক সেদিক ছুটাছুটির কী প্রয়োজন?//

      একজন মুফতির সাথে অন্যান্য জ্ঞানীদের এটা একটা বিরাট পার্থক্য আমার চোখে পড়ে। তাদের যদি বলা হয় "তাহলে স্পষ্ট করে বলেন এটা কি জায়েজ নাকি হারাম?" তখন তারা ঘুরতে থাকে, স্পষ্ট করে কিছু বলে না।

      তাদের অধিকাংশ কথাই "তাহলে এটা কি ভাবে হয়?" "এই রকম হতে পারে না" "আমি শুনেছি ঐ ভাবে করতে হবে" এই ধরনের কথায় লিমিটেড থাকে।

    • না, ভালো না।

    27-Oct-2016 2:28 pm

    27-Oct-2016 10:47 pm



    মাঝে মাঝে মনে হয়, দরকার কি? এই সব একটিভিস্টি ছেলেপেলেদের সাথে এত তর্ক করার প্রয়োজন কি? দিনের শেষে তারাও কম্বলি, আমিও কম্বলি। দুজনের কেউই সত্যিকারে কিছু করছি না। ফেসবুকে থিউরিটিক্যল যুদ্ধ চালিয়ে গিয়ে লাভ আছে?

    তার পর মনে হয়, না বরং কিছু কিছু বলে যাই। নচেৎ আমার নিরবতাকে কেউ এর পক্ষে আমার সম্মতি ভেবে ভুল করতে পারে। সেক্ষেত্রে আমার উপর কিছু দায়িত্ব আসে।


    মাঝে মাঝে মনে হয় ফিতনা নিয়ে এত হাদিস প্রচার করে লাভ কি? কিছু দিন পরই এই সব ফিতনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং আসল জিনিস চলে আসবে। তখন এই হাদিসগুলোর আর প্রয়োজন পড়বে না।

    তার পর মনে পড়ে, না বরং ফিতনা চলতে থাকবে ঈসা আ: এর পরবর্তি যুগ পর্যন্ত। ঈসা আ: এর পরবর্তি দ্বিতীয় খলিফাকে ধরে পাথরের উপর জবাই করবে মুসলিমরা। এর পর আবার ফিতনা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। ইসলাম দ্রুত শেষ হয়ে যাবে। এ ভাবেই কিয়ামত।

    ঘটনা ঘটতে থাকবে আল্লাহ তায়ালা যেভাবে লিখে রেখেছেন সেভাবে। কিন্তু হয়তো এগুলো জেনে আমার পরবর্তি সন্তানেরা ফিতনা থেকে বেচে থাকতে পারবে যদি আল্লাহ তায়ালা বাচান।


    মাঝে মাঝে মনে হয় এত ডিজিটাল বই প্রচার করে লাভ কি? যেখানে হাদিসে বলা আছে শেষ যুগে জমি চাষ করা হবে ষাড় দিয়ে?

    তখন মনে হয় হয়তো দুনিয়ার কোনো প্রান্তে কেউ এগুলো প্রিন্ট করে রাখবে। ধংশস্তুপের মাঝ থেকে সেই কাগজ পড়ে অজানা কেউ উপকৃত হবে।

    হয়তো।

    27-Oct-2016 10:47 pm

    28-Oct-2016 2:59 pm


    Abdullah's akika, Kathalbagan, Free school street.

    28-Oct-2016 2:59 pm

    28-Oct-2016 3:27 pm


    www.arabnews.com/node/1003366/saudi-arabia

    http://www.arabnews.com/node/1003366/saudi-arabia

    28-Oct-2016 3:27 pm

    28-Oct-2016 5:17 pm


    Zoo built by Samaha Maryam

    28-Oct-2016 5:17 pm

    28-Oct-2016 5:18 pm

    28-Oct-2016 5:18 pm

    28-Oct-2016 5:19 pm

      Comments:
    • Yes

    28-Oct-2016 5:19 pm

    28-Oct-2016 10:59 pm



    CNC machine বলে একটা জিনিস আছে। কঠিন যে কাজগুলো আগে এক্সপার্ট মানুষ লাগতো করতে সেগুলো কম্পিউটার দিয়ে একটা মেশিনকে কনট্রোল করে করা। যেমন কাঠের কাজ, চাষাবাদ এসব। ইউটুবে CNC দিয়ে সার্চ দিলে কাজের বহু ভিডিও পাবেন।

    এক্সপার্ট লোকের চাহিদা কমে গিয়েছে। কম্পিউটার প্রফেশনালদের চাহিদা বেড়েছে। নন এক্সপার্ট লেভেলে কাজ হলো মেশিনগুলো পরিষ্কার করা, আর তেল দেয়ার জন্য লোক।


    ড্রাইভার লেস কার এর কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছিলো। গত সপ্তাহে প্রথম একটা ড্রাইভার লেস ট্রাক মালামাল নিয়ে ১০০ কিলোমিটার দূরে পৌছিয়ে দিয়েছে। সামনের কয়েক বছরে এটা আরো বাড়বে ইনশাল্লাহ। ড্রাইভারের চাহিদা কমে যাবে। বাড়বে কম্পিউটার প্রফেশনাল আর গাড়ির মেকানিক্সের চাহিদা।


    মিড লেভেল জবের চাহিদা কমে যাচ্ছে। বাড়ছে টপ লেভেলে টেকনিক্যল আর লো লেভেলে মেইন্টেনেন্স ওয়ার্কারের চাহিদা।

    28-Oct-2016 10:59 pm

    29-Oct-2016 12:20 pm



    মুসান্নাফ ইবনে আবি শায়বার একটা হাদিসে বলা আছে যখন মক্কার দালান মক্কার পাহাড়ের থেকে উচু হয়ে যাবে, তখন কাবা শরিফ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, কোনো এক ঘটনায়। ফিতনা কালিন সময়ে।


    মক্কার দালান এখন এর পাহাড় থেকে উচু। ক্লক টাওয়ার, ওমর প্রজেক্ট সব নতুন দালানই এখন স্কাই স্ক্রেপার।

    এর মাঝে খবর গতকাল ইয়েমেনের হুতিদের ছোড়া একটা রকেট সৌদি সেনারা ইন্টারসেপ্ট করে ফেলে দিয়েছে মক্কার ৫০ কিলোমিটার দূরে। হুতিদের রকেট মক্কাকে টার্গেট করে ছোড়া হয়েছিলো।


    হার্টটা একটু দুরুক করে উঠলো।

    Don't worry. এর পর কাবা শরিফকে ইতিহাসে সবচেয়ে সুন্দর করে নির্মান করা হবে এটাও বলা আছে।

      Comments:
    • এখানে যেহেতু নিজের ব্যখ্যা দিয়েছি তাই এর সাথে হাদিসটাও কোট করা নিজের আখিরাতের জন্য নিরাপদ মনে করছি না।

      অনেক সময় আমি শুধু হাদিসগুলো শেয়ার করি রেফারেন্স সহ। তখন নিজের ব্যখ্যা দেই না।

    29-Oct-2016 12:20 pm

    29-Oct-2016 10:41 pm


    নুয়াইম বিন হাম্মাদের কিতাবুল ফিতান যখন অনুবাদ আরম্ভ করেছিলাম তখন হাজার জনের হাজার আপত্তি ছিলো। "তাহকিক না করে কোনো হাদিসের বই ছাপানো নিষেধ", "মানুষ যদি বিভ্রান্ত হয় তবে এর দায়িত্ব কে নেবে?", "এই সব জাল জয়িফ হাদিস...."

    আমি এগুলোর কোনো জবাব দিতাম না। নিজে নিজে মুচকি হাসতাম। জানতাম আর কিছু বছর পর যখন এই সব ঘটনা কাছিয়ে আসবে তখন এই সব সমালোচনাকারীদের খুজে পাওয়া যাবে না।

    Looks like that time has arrived.
    এই বছর, মনে হচ্ছে সেই সময়। :V

    তবে কিছু কাজ এখনো পেন্ডিং আছে। আরো ৫০ টা হাদিস অনুবাদ বাকি আছে। আর প্রুফ রিডিং।

    নতুন অনুবাদ দিয়ে PDF ফাইলটা আপডেট করা হয়নি অনেক দিন সেটা করতে হবে।

      Comments:
    • থাক। Give them a break. ঘুরে ফিরে এরা সবাই আমাদের দ্বীনি ভাই।
      ব্যক্তিগত ভাবে সুন্নি কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই।

    29-Oct-2016 10:41 pm

    30-Oct-2016 7:54 am



    Stackoverflow তে একজন প্রশ্ন করেছিলো "বুদ্ধিমান একজনের পৃথিবীতে সবচেয়ে দ্রুত বড়লোক হবার উপায় কোনটা?" top answer ছিলো শেয়ার মার্কেট না, বরং একটা cult তৈরি করা। সবচেয়ে দ্রুত বড়লোক হয়ে যাওয়া যায়।

    এ দেশের পীর ব্যবসায়ীরা এর বেনিফিট নিচ্ছে। "মূলধারা ভুলের উপর আছে, আমারা হলাম saved group." ভারতেও শ্রী শ্রী নাম নিয়ে এরকম বহু বহু কাল্ট আছে।


    কাল্ট ফরমেশনের একটা কমন ফর্মুলা হলো "পৃথিবী ধ্বংশ হয়ে যাচ্ছে" এই মেটা থিউরির উপর নতুন কোনো থিউরি তৈরি করা।

    এবং আমেরিকায় এরকম প্রচুল কাল্ট তৈরি হয়েছে, এবং তার উপর ভিত্তি করে কখনো হাজার কখনো শত লোক আত্বহত্যা করে জীবন দিয়েছে। Just to be in the saved group.

    মাঝে মাঝে আমার ধারনা হয় ইমরান নজর হোসেনের আইডলজিও কাল্টের রূপ নিলো কিনা।


    Out of the mainstream ব্যক্তিগত মত নিয়ে আমি মাঝে মাঝে পোস্ট দেই। কিন্তু চেষ্টা থাকে সেটা যেন cult এর দিকে না যায়।

    এর অংশ হিসাব আমি
    ১। ব্যখ্যা দিলে সংগে হাদিস কোট করি না।
    ২। রেফারেন্স সহ কোনো হাদিস দিলে আমি ব্যখ্যা দেই না।
    ৩। যাদেরকে Gullible মনে করি, অর্থাৎ সে জানে না, এবং যাই বলা হোক তাই বিশ্বাস করবে -- তবে তাদের প্রশ্নের জবাব দেই না। বা তাদের সাথে সাক্ষাত করি না।
    ৪। এবং হাবি-জাবি পোস্ট প্রচুর দেই, যাতে কেউ এখানে কোনো কাল্টের ছায়া না দেখে।

    আল্লাহ তায়ালা আমাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করুন।

    30-Oct-2016 7:54 am

    30-Oct-2016 10:38 am


    (Y) (Y) (Y)

    "Ziaur Rahman, chief executive officer of TigerIT Bangladesh Ltd, one of the leading software companies in Bangladesh, received the award in the same category.

    The firm specialises in biometrics and is a world leader in automated fingerprint identification system. It developed the software solution for the national ID and voter registration project for the 2008 general election.

    The company is now working in Nepal, Bhutan, Tanzania, the US and some European countries. One-third of its sales revenues is generated from the local market while the rest from international operations. Its annual earnings averaged $100 million in recent times."

    http://www.thedailystar.net/frontpage/laurels-ict-icons-1306138

    30-Oct-2016 10:38 am

    30-Oct-2016 8:52 pm


    চাকরির এক বাজার বন্ধ হতে থাকলে, অন্য বাজার খুলতে থাকে। নজর ঘুরিয়ে দেখতে হয় অপরচুনিটি কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে কোন দিকে যাবে।

    তেলের দাম পড়ে যাওয়ায় গ্লোবাল ট্রেড কমে গিয়েছে। তাই মালবাহী জাহাজ চলাচলও কমে গিয়েছে। এবং বর্তমান বিশ্বে প্রায় সব জাহাজই মালবাহী।

    এদিকে বেসরকারী মেরিন একাডেমিগুলোর কল্যানে হাজার হাজার ছেলে পেলে পাশ করে বেরুচ্ছে। এদের অধিকাংশেরই জাহাজে চাকরির কোনো সুযোগ নেই। পত্রিকায় এ নিয়ে আনেক লিখা লেখি হয়েছে। ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে এখন চাকরি নেই।

    অন্য দিকে তেলের দাম পড়ে যাওয়ায় প্লেন ফেয়ার কমে গিয়েছে। তাই মানুষ প্লেনে চড়ছে অনেক বেশি। পাইলটদের চাহিদা আর দাম বেড়ে গিয়েছে। তারা ওভার ওয়ার্ক করে কুলাতে পারছে না।

    Two sides of the same coin.

    30-Oct-2016 8:52 pm

    31-Oct-2016 7:15 am


    Post from my innocent days. এখন অনেক খারাপ হয়ে গিয়েছি।

    31-Oct-2016 7:15 am

    31-Oct-2016 2:08 pm


    মনে মনে দ্রুত এই বছরের যে কোনো তারিখের বার বের করার নিয়ম। এটা আমি ব্যবহার করি


    কোনো মাসের যে কোনো একটা তারিখ কি বার ছিলো সেটা জানা থাকলে ঐ মাসের অন্যান্য তারিখগুলোর বার বের করে ফেলা যায়। যেমন এই মাসের ১০ তারিখ যদি সোমবার হয় তবে ৩১ তারিখও সোমবার হবে, ঠিক ২১ দিন পরে বলে। বাকি গুলোও মনে মনে হিসাব করা যায়। ২-৩ সেকেন্ড লাগে আমার।


    কিন্তু এই বছরের প্রতি মাসের যে কোনো একটা তারিখ কি বারে পড়েছিলো, মনে রাখবো কিভাবে?

    সহজ। প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ এই তারিখগুলো সবসময় একই বারে পড়ে। এই বছর যেমন সোমবার। অর্থাৎ এপ্রিলের ৪ তারিখ সোমবার, জুনের ৬ তারিখ সোমবার এরকম।

    বাকি মাসগুলো? সেটাও মনে রাখা সহজ: ৫/৯, ৯/৫, ৭/১১, ১১/৭ এগুলো প্রতি বছর ঐ এক দিনে পড়বে। এই বছরের জন্য সোমবারে।

    এটা মনে রাখার সহজ নিয়ম হলো, "আমি ৯টা থেকে ৫টা অফিস করি 7-11 কম্পানিতে" এই উক্তিটা মনে রাখা। 7-11 হলো বিদেশের বিশাল চেইনস্টোর। সবজায়গায় এবং প্রায় সব দেশে শাখা আছে। শুধু বাংলাদেশে নেই :-)


    বাকি রইলো জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ।

    ফেব্রুয়ারির শেষ দিনও সোমবার পড়বে। এই বছর যেহেতু লিপ ইয়ার তাই ২৯ তারিখ সোমবার।

    সে থেকে মার্চের ১ তারিখ হলো সোমবারের পরের দিন। তবে মনে রাখার জন্য সহজ হলো মার্চের "শুন্য" তারিখ সোমবার ধরা। হিসাবে সহজ।

    শেষে জানুয়ারি। লিপ ইয়ার না এই রকম পর পর ৩ বছর এর ৩ তারিখ হবে সোমবার। আর লিপইয়ারের বছর ৪ তারিখ সোমবার হবে। সহজে মনে রাখার জন্য উক্তি "৩ বছর ৩ তারিখ ৪র্থ বছর ৪"

    Done. খুশি? সামনের বছর মানে ২০১৭ সালে এই সব তারিখ এক থাকবে, বারটা হবে শুধু "মঙ্গলবার"। এতটুকু মনে রাখলেই হলো। :-)

      Comments:
    • সবার তো আর আপনার মত smart phone নেই /s
    • যাদের smart phone নেই, তাদের পিসি লেপটপ কোথা থেকে আসবে? /s
    • আমার নরমাল লেন্ডফোনে কোনো ক্যলেন্ডার নেই। /s

    31-Oct-2016 2:08 pm