Post# 1475373884

2-Oct-2016 8:04 am


"যেহেতু মুখের উপর না বলতে পারছি না":

মুখের উপর না বলতে পারছি না! এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে! কি করবো?


প্রথমে খেয়াল করে দেখলাম আমি তার দিকে মুখ করে নেই। একটু অন্য দিকে ঘুরে আছি। প্রথম কাজ হবে সম্পুর্ন তারা দিকে ঘুরে যাওয়া। কনফ্রন্টেশন ছাড়া এখান থেকে পলানোর উপায় নেই।


এর পর খেয়াল করে দেখলাম সে আমার হাত ধরে আছে হ্যন্ডশেইকের মত করে। দেখলে মনে হবে ভদ্রতা করে, কিন্তু আসলে সে এটা করেছে যেন আমি পলাতে না পারি সেজন্য। এই হাত টা ছুটাতে হবে।

আমার দ্বিতীয় হাত দিয়ে তার কুনুই ধরলাম। এর পর হ্যন্ডশেইককে পাঞ্জা লড়ার মত করে ধরলাম। যেন আমি তার স্ট্রেন্থকে এপ্রিশিয়েট করছি। এর পর তার বাধন আলগা হয় হয়ে আসলো।

এই অবস্থায় ধরে রাখলে সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে আমার হাত যেন তার হাত থেকেও বেশি মজবুত করে ধরে।


এর পর খেয়াল করে দেখলাম সে যা বলছে সেগুলোতে আমি "হাম"-"হুম"-"না" করছি। চুপ করে যাই। তার চোখের দিকে তাকিয়ে চিন্তা করলাম যেন সে বাচ্চা কেউ, কিছু বুঝে না, যদিও সে আমার থেকে বড়।

তার "এটা ঠিক না?", "তাই না?" এই রকম কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে গেলাম।

এক সময় তার কথা শেষ, শেষ প্রশ্ন করে আমার দিকে তাকিয়ে থাকলো জবাবের জন্য।


এখন প্রথমতঃ আমি জানি যে আমি "না" বলতে পারি না। দ্বিতীয়তঃ আমার মনে হচ্ছে "রাজি হয়ে যাই, তাহলে সে খুশি হয়ে যাবে।"

এখন রাজি হয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সময় নিতে হবে। অন-দ্যা-স্পট কোনো ডিশিসন দিবো না। কোনো প্রমিজ করবো না।

বললাম, "আপনার কথাগুলো শুনলাম। এটা নিয়ে আমাকে অন্যদের সাথে আলোচনা করতে হবে। আমি আপনাকে জানাবো।"


সে কাউন্টার করলো, "এখনই জানাতে হবে", "পরে হলে তো হবে না", "চিন্তার কি আছে? অমি তো স্পস্ট করে বললাম।" এগুলোর জবাবে হুম-হ্যা টাইপের কোনো শব্দ করবো না। চুপ থাকি।

তার এই ফেইজের কথা শেষ হলে তাকে বললাম, "যেটা বলেছিলাম" --- কি বলেছিলাম সেটা দ্বিতীয়বার রিপিট না করে --- "ডিসিশন নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো যদি রাজি থাকি, কন্টাক্ট দেন।"


এর পর হাত সরিয়ে ঐ জায়গা থেকে চলে আসি। ঠান্ডা মাথায় ভাবি।
১০ মিনিট পর বুঝতে পারবো তার কথা ঠিক ছিলো নাকি ভুল।

যদি এর পরও রাজি থাকি তবে পর দিন তার সাথে যোগাযোগ করবো।
নচেৎ বেচে গেলাম, আমাকে সে প্রায় কনভিন্সড করে ফেলছিলো।

এখানে key হলো:
১। তার কনভারশেসনে এনগেজড না হওয়া। এবং
২। অন দা স্পট কোনো ডিসিশন না দেওয়া।

2-Oct-2016 8:04 am

Published
2-Oct-2016