ঢাকা শহরে কুকুর বেড়ে গিয়েছে। দক্ষিন পাশের বাড়িওয়ালা বললো তাদের বৃদ্ধ বাপকে মসজিদে নেবার জন্য এক লোক রেখেছিলো। তাকে কুকুর কামড় দেবার পর সে চলে গিয়েছে।
পূর্ব দিকের বাড়িওয়ালার কাজের মেয়েকে কুকুর কামড় দিয়েছে।
বাড়ির সামনে এক তরকারী ওয়ালা বসতো, তাকে কুকুর কামড় দেবার পর হাসপাতালে।
একটু সামনে এক লোক মুরগী বিক্রি করতো। কুকুর কামড় দিয়ে তার বৃদ্ধ আংগুলের চামড়া কেটে নিয়ে গিয়েছে।
: "মারছে না কেন এদের?"
হাই কোর্ট থেকে নিষেধাজ্ঞা আছে। তাই এখন আর কুকুর নিধন করা হয় না।
হটাৎ ব..রু...রু শব্দ। হাই স্পিডে মটরসাইকেল দিয়ে দুই জন যাচ্ছে। সম্ভবতঃ কাউন্সিলের জন্য এসেছে অন্য ডিস্ট্রিক থেকে।
হুম। যা বলছিলাম, ঢাকা শহরে কুকুর বেড়ে গিয়ছে।