Post# 1476093215

10-Oct-2016 3:53 pm


অল্প কথায় "না":


প্রচলিত "বেশি কথা" পদ্ধতি:

তার প্রতিটা কথা জবাবে প্রথম থেকেই "না না" করতে থাকা:

  • আপনি আমার অবস্থাটা তো বুঝতে পারছেন।
  • না ভাই, আমি পারবো না।
  • দেখেন ভাই। আপনি চাইলেই পারবেন।
  • না না

    কথা ঘুরাতে থাকবে যতক্ষন না আপনি রাজি হন।

    পরে অন্যরা যখন জিজাসা করবে,

  • কিভাবে রাজি হলেন? আপনার আক্কেল নেই?
  • কি করবো। এমন করে ধরলো..... :-(


    সঠিক পদ্ধতি, অল্প কথায়:

    আপনি চুপ করে যান। তাকে বলতে দেন। "হুম" "হ্যা" এই ধরনের কোনো শব্দ করবেন না। কারো কথার জবাব না দিলে তার কথা দ্বারা প্রভাবিত হবেন না ইনশাল্লাহ। সত্য মিথ্যা যাই বলুক।

    তার কথা শেষ হলে, এবার সে যা কিছু বলেছে সেগুলো রিপিট করুন
    এটা সবচেয়ে জরুরী। নচেৎ সে মনে করবে আপনি তার কথা শুনেননি, বা বুঝেন নি।

    - আমি যা বুঝলাম, আপনি বলছেন যে আমার বাপে মার যাবার আগে কথা দিয়ে গিয়েছিলেন এই কনট্রাকট আপনাকে দেবে? ঠিক?

    - হ্যা।

    - এবং আপনি আমার আব্বার অনেক কাছের লোক, ঠিক?

    - হ্যা।

    - এবং আপনি ছাড়া অন্যকে এই কাজ দিলে কেউ ঠিক মত করতে পারবে না, ঠিক?

    - হ্যা :-D

    - আর কিছু আছে? আমি সব বুঝতে পারছি?

    - না এটাই।

    - এখন আমি বলছি, যদিও আপনি বলছেন আমার আব্বা আপনাকে কাজ দেবার ওয়াদা করেছেন, এবং আপনি ছাড়া অন্য কাউকে কাজ দিলে এই কাজ করতে পারবে না, এবং আপনি আমার আব্বার কাছের লোক ছিলেন। এগুলো সব বুঝে আমি স্বীদ্ধান্ত নিলাম: আমি আপনাকে কাজ দিচ্ছি না।

    এর পর তার "কেন?" এর জবাব দেবেন না। বা এই কথাগুলো দ্বিতীয়বার রিপিট করবেন না। আপনার পক্ষের যুক্তি তার কাছে তুলে ধরার দরকার নেই। বা তার দাবি যে ভুল সেটাও তাকে বুঝানোর দরকার নেই।

    বেশি প্রশ্ন করতে থাকলে বলেন "এটার জবাব একটু আগে আপনাকে দিয়েছি, শুনেছেন তো?"

    কথা শেষ :-P


    "মানুষ অকারেনই বেশি কথা বলে, বেশি তর্ক করে" ~ জনৈক।

    10-Oct-2016 3:53 pm

  • Published
    10-Oct-2016