আদব: (note to self)
১
জুম্মার দিন মসজিদে কেউ জোরে কথা বলতে থাকলে তাকে আদব শিখানোর নিয়ম "ভাই চুপ করেন, নামাজ পড়ছে" বলা না। কারন তাহলে আমিও মসজিদে তার মত কথা বললাম।
: "কিন্তু এটা তো দাওয়াহর নিয়তে করেছি!"
দাওয়ার নিয়তে করলেও গুনাহ হবে। হাদিসে ইংগিতে চুপ করতে বলার কথা আছে।
২
কেউ বিয়াদবি করলে তাকে আদব শেখানোর নিয়ম "ভাই আপনাকে কেউ আদব শিখায় নি?" বলা না।
তাহলে আমিও তার মত বিয়াদব হলাম।
: "কিন্তু এটা তো আমি তার সংশোধনের জন্য বলেছি"
একই হলো। বেয়াদবকে আদব শিখানোর নিয়ম হলো নিজে আদবের উপর চলতে থাকা। সে আমাকে দেখে শিখবে -- যতটুকু শেখার সামর্থ আল্লাহ তায়ালা তাকে দিয়েছেন।
৩
আমার বিপরতি মতের কেউ ফেসবুকে এসে বেশি ভালোমানুষি দেখাচ্ছে। এটা আমার সহ্য হচ্ছে না। তাই আমি গিয়ে তাকে গালা গালি দেয়া আরম্ভ করলাম।
যে মুহুর্তে প্রথম সে আমাকে পাল্টা গালি দিবে, সেই মুহুর্তে "mission accomplished".
তাকে আমি আমার মত নিচে টেনে নামিয়ে আনতে পেরেছি।
: "কিন্তু আগে তাকে গালি দিয়ে এটা আপনি আরম্ভ করেছিলেন!"
Doesn't matter. কে আগে দিয়েছিলো সেটা ফ্যক্টর না। উপরের ১ আর ২ নং পয়েন্ট দ্রষ্টব্য।
- Comments:
- Green Card, PR, Passport -- জিনিস এক -- নাম ভিন্ন।
- "Exception that proves the rule" বলে একটা কথা আছে Chowdhury Saima Ferdous