Post# 1476783648

18-Oct-2016 3:40 pm


Self reminder:


আমাকে উপদেশ দাতাদের কথা যদি ভুল হয়, তবে উপদেশ দাতাদের কাউকে হাশরের ময়দানে আমার পক্ষে ওকালতি করার জন্য পাবো না।

আর অন্যদের প্রতি আমার নিজের উপদেশ যদি ভুল হয় তবে অন্যরাও আমাকে তাদের পক্ষে ওকালতি করার জন্য পাবে না।

হককে নিজে বের করে নিতে হয়।


একজন মানুষের প্রশংসার বিপরতি আল্লাহ তায়ালা কিছু পরে অন্য একজন মানুষের নিন্দা আমার দিকে পাঠাবে। তাই প্রশংসায় বিন্দু মাত্র খুশি হবার কিছু নেই।

কোনো মুসলিমের প্রতিটা আঘাত, যেখানে আমি চুপ থাকবো, তার বিপরিতে আল্লাহ তায়ালা আমার সম্মানকে বাড়াবেন।

প্রতিটা জুলুম যেখানে আমি ধর্য্য ধরবো, আল্লাহ তায়ালা আমার পক্ষ থেকে শোধ নিয়ে নিবেন। আমি নিজে জালিম হলে ভিন্ন কথা।

প্রতোশোধ মানে হলো আমি নিজ দায়িত্ব নিয়ে ঐ মুহুর্তে হিসাব মিলিয়ে দিতে চাইলাম। তাই আখিরাতে আমার জন্য কিছু নেই।


...জানতে চাওয়া হয়েছিলো জাহান্নামিদের নিদর্শন কি?
উনি ﷺ জবাব দিয়েছিলো: প্রতিটা রুক্ষ স্বভাবের লোক।
আর জান্নাতি? নম্র স্বভাবের ব্যক্তি।

জীবন একটাই। যেটা দ্রুত শেষ হয়ে আসছে।

সবচেয়ে বড় ভয় এই যে: তকদিরকে পরিবর্তিত করার শক্তি আমার নেই।
সবচেয়ে বড় স্বান্তনা এই যে: তকদিরকে পরিবর্তিত করার শক্তি আমার নেই।

18-Oct-2016 3:40 pm

Published
18-Oct-2016