Post# 1476782548

18-Oct-2016 3:22 pm


উস্তাদকে বললাম,
  • উস্তাদ! ফ্রেন্ড ফলোয়ার অনেক হয়ে গিয়েছে, সবাই ভালো কথা শুনতে চায়, কিন্তু আমার অন্তরে মুনাফেকি।

    - তুমিই প্রথম না, যে এই পরিস্থিতিতে পড়েছে...

    - তাহলে?

    - এর পর মানুষ দু দিকে যায়। এক: সে তার মুনাফেকিকে চেপে রেখে, মানুষ যেটা শুনতে চায় সেটা শুনিয়ে দিতে থাকে। যারা এরকম করতে পারে তাদের কথা দিনে দিনে আরো ইমোশোনাল, আরো জ্বালাময়ী হয়ে উঠে। কারন সে তার নিজের অন্তরের অবস্থা থেকে তার কথাকে আলাদা করতে পেরেছে...

    - আর দ্বিতীয়?

  • বেশি বেশি নসিহা দেবার বদলে, সে আল্লাহর দিকে ঘুরে নিজের মুনাফেকিকে দূর করার জন্য চেষ্টা করে।

    - তবে দাওয়াহ...?

    - দাওয়াহর বড় অংশ হলো তোমার তাকওয়া, তোমার আমল। অন্যরা এগুলো থেকে প্রভাবিত হবে। তোমার বড় বড় যুক্তি তর্ক কথা থেকে না।

    - হুম। আর এখলাসের কি হবে?

    উস্তাদ হাসলেন,

  • বান্দার উপর আল্লাহর এটা আরেকটা পরিক্ষা।

    - বুঝলাম। আর কিছু?

    - তোমাকে উপদেশ দাতাদের কেউ তোমার পক্ষে হাশরের ময়দানে ওকালতি করবে না।

    18-Oct-2016 3:22 pm

  • Published
    18-Oct-2016