"হজ্জ বাবার" পুরো ভিডিও এখন নেটে আপলোডেড। ৭৫০ টাকা দিয়ে মিনি কাবা ঘরে হজ্জ করতে হয় রাত ১২টার পর।
দুনিয়াতে প্রতারক আছে, এটা নতুন কিছু না। কিন্তু প্রশ্ন হলো মানুষ তাদের ফাদে পড়ে কখন?
আমার বুঝ হলো মানুষ যখন দ্বীনের মাঝে শর্টকাট খুজে তখন তারা পথভ্রষ্ট হয়।
"নামাজ রোজা হলো পুরানো পদ্ধতি। সবাই করে। আমি করতে পারি নি কারন আমি খেল তামাশায় মত্ত ছিলাম। এখন কোনো শর্টকাট আছে এটা পুরিয়ে নেবার জন্য?"
এটা পুরিয়ে নেবার পদ্ধতি হলো আন্তরিক ভাবে তৌবা করে আবার নামাজ রোজায় মত্ত হওয়া। এর বাইরে আর কোনো শর্টকাট নেই। এটাই আল্লাহর পথ যেটা রাসুলুল্লাহ ﷺ শিখিয়ে দিয়ে গিয়েছেন।
মানুষের অন্তরে যখন অনুশোচনা আসে, তখন প্রতিটা বিভ্রান্ত দল তাকে ডাকে "আমার দলের পক্ষে কাজ করো তোমার আগের জীবনের ঘাটতি পুর্ন হয়ে তুমি অন্য সব মানুষের উপরে চলে যাবে।" এটা ফাদ। আরো বেশি পথভ্রষ্টতা।
আল্লাহ তায়ালা আমাদের অহংকার থেকে রক্ষা করুন। এবং শোকর গুজার বান্দা করুন।