সব কিছু কেমন দ্রুত deteriorate করছে।
১
- কয়েক বছর আগে শুধু একটাই কথা ছিলো "বজরায় করে আসলে..."। এই বছর সর্ব ধর্মে শরিক হবার জন্য উদাত্ত আহ্বান। দেবীর জন্য দোয়া মুনাজাত।
- এদিকে কওমি মাদ্রাসাগুলোর বিভক্তির আওয়াজ আরো উচ্চ হচ্ছে, আরো জোরালো হচ্ছে।
২
ব্যক্তিগত ভাবে দেশ জাতি প্রশাসন নিয়ে আমার কোনো দায়িত্ব নেই। এগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না।
দুনিয়াতে আজাব চলে আসলে সবার সাথে আমাকেও ভুগতে হবে এটা ঠিক। কিন্তু সেই কস্ট দুনিয়া পর্যন্ত। আখেরাতে আমাকে ঐ অপরাধিদের সংগে রাখা হবে না যদি না আমি ব্যক্তিগত ভাবে ঐ অপরাধে লিপ্ত হই। এর উল্টো যে যা বুঝাক না কেন।
৩
দাড়িতে কালো কলপ দেয়া জায়েজ নেই। শুধু একজায়গায় এক্সেপশন আছে। কালো কলপ কিনে রাখবো কিনা বুঝতে পারছি না।
- Comments:
- সমস্যা নেই।
- ভেঙ্গে পড়া, পচে যেতে থাকা।
- জবাব দিতে হবে না। Corrected.
- আলেমরা বলতে পারবেন।