Post# 1477673975

28-Oct-2016 10:59 pm



CNC machine বলে একটা জিনিস আছে। কঠিন যে কাজগুলো আগে এক্সপার্ট মানুষ লাগতো করতে সেগুলো কম্পিউটার দিয়ে একটা মেশিনকে কনট্রোল করে করা। যেমন কাঠের কাজ, চাষাবাদ এসব। ইউটুবে CNC দিয়ে সার্চ দিলে কাজের বহু ভিডিও পাবেন।

এক্সপার্ট লোকের চাহিদা কমে গিয়েছে। কম্পিউটার প্রফেশনালদের চাহিদা বেড়েছে। নন এক্সপার্ট লেভেলে কাজ হলো মেশিনগুলো পরিষ্কার করা, আর তেল দেয়ার জন্য লোক।


ড্রাইভার লেস কার এর কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছিলো। গত সপ্তাহে প্রথম একটা ড্রাইভার লেস ট্রাক মালামাল নিয়ে ১০০ কিলোমিটার দূরে পৌছিয়ে দিয়েছে। সামনের কয়েক বছরে এটা আরো বাড়বে ইনশাল্লাহ। ড্রাইভারের চাহিদা কমে যাবে। বাড়বে কম্পিউটার প্রফেশনাল আর গাড়ির মেকানিক্সের চাহিদা।


মিড লেভেল জবের চাহিদা কমে যাচ্ছে। বাড়ছে টপ লেভেলে টেকনিক্যল আর লো লেভেলে মেইন্টেনেন্স ওয়ার্কারের চাহিদা।

28-Oct-2016 10:59 pm

Published
28-Oct-2016