১
আমেরিকার পলিটিক্সে "অক্টোবর সারপ্রাইজ" বলে একটা কথা আছে। নভেম্বরের প্রথমে যেহেতু নির্বাচন, তাই কেন্ডিডেটদের বিপক্ষের বড় বড় ঘটনাগুলো আগে ফাস করা হয় না। শেষ মুহুর্তে অক্টোবরে এসে প্রকাশ করে বিরোধি দল।
এতে অনেক সময়ে নির্বাচনের মোড় ঘুরে যায়। এটা কাউন্টার করার সময় বিরোধি পক্ষ পায় না।
এই অক্টোবরে ট্রাম্প বাবাজির বিরুদ্ধে সারপ্রাইজের অভাব নেই। এত দিন ভাবতাম ট্রাম্পের বিরুদ্ধে কেইসের অভাব হবার কথা না, এগুলো মিডিয়াতে আসছে না কেন?
এখন বুঝতে পারছি সবগুলো রেখে দেয়া হয়েছিলো অক্টোবর সারপ্রাইজের জন্য।
২
তাহলে কে জিতবে? হিলারী? আমি এখনো আশাবাদী ট্রাম্প জিতবে। আরেকটা সারপ্রাইজ দিয়ে। দেখা যাক কি হয়।
হিলারী জিতলে উনি আমাদের মাননীয় প্রাধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নেবে। দুজনের মাঝে শত্রুতা আছে। এই জিনিষটাকে "ভালো" মনে করলে সমস্যা। মনে পড়ে ভারতে কংগ্রেসের পরাজয়ে প্রথমে এই দেশের মুসলিমরা খুশি হয়েছিলো? কংগ্রেস নেই! কিন্তু এটা আমাদের জন্য ভালো কিছু আনে নি।
ট্রাম্প বাবাজি জিতলে আমেরিকা পাগলা রাজার খপ্পরে পড়বে। এখানেও ভালো কিছু নেই। তবে বসে বসে তামাশা দেখা যাবে এটা শুধু ভালো। :-P
৩
হিস্টোরিকেলি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যাকে সাপোর্ট করি, সেই সাধারনতঃ হারে। ৯২ এর ক্লিনটন ভার্সেস বুশ থেকে আরম্ভ। এর একটা কারন হতে পারে যে অধিকাংশ ক্ষেত্রে আন্ডারডগদের সাপোর্ট করি, তাই।
এবারও কি তাই হবে? দেখা যাক। :-D
- Comments:
- F 35 কিন্তু stealth. প্রচলিত রাডারে ধরা পড়ে না।