Don't JADE বলে একটা কথা আছে। Don't Justify, Argue, Defend or Explain.
এটা অনলাইন ব্যক্তিজীবন সব জায়গায় কাজে লাগে।
Justify: যেমন, "দলিল দেন"
Argue: "আমি এরকম কিছু পাইনি"
Defend: "ভাই এটা কোথায় পাইলেন?"
Explain: "কি বুঝাতে চাচ্ছেন?"
কিন্তু এগুলো কেন খারাপ? সংক্ষেপে:
The practice of having a debate with someone who has strong biases can actually have the counter-productive effect of reinforcing their biases, as they repetitively remember and state the facts from their own point of view. This is what makes the idea of JADE - Justifying, Arguing, Defending or Explaining - such a bad idea.
তাহলে কি করতে হবে?
Instead, it is recommended that on any given issue, state your point of view once and once only. Provide any clarifications that are asked for. Anything more than this is likely to be counter productive.
একবার এবং শুধুমাত্র একবার নিজের অবস্থান বর্ননা করেন। এবং এর পর সে কোনো অংশ বুঝতে না পারলে ক্লিয়ার করে দিন। এবং এর বেশি যা কিছু বলবেন তার উল্টো ফল হবে।
ব্যবসা, বানিজ্য, লেনদেন, সামাজিক-পারিবারি জীবন সবক্ষেত্রেই এরকম করা গেলে উপকার পাওয়া যায়।