পাকিস্তানের পুলিশ একাডেমিতে বোমা হামলা। ৬০ জন নিহত।
ঠিক এইখানে এসে তাদের সাথে আমার মতপার্থক্য।
এই হামলায় মৃতদের আমি কাফের মনে করি না। যতই তারা চেচাক না কেন: "গনতন্ত্র কুফর, ঐ পিডিএফ পড়ে দেখেন।"
তবে এটা ঠিক তাকফিরিদের হিসাব তাকফিরিরা দেবে, খাওয়ারিজদের হিসাব খাওয়ারিজরা দেবে, আর আমার মত "আসাবিয়াহ-গনতন্ত্রী-মুরজিয়ার" হিসাব আমাকে দিতে হবে।
তাদের হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব তাদের দিতে হবে না।
সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যাবো।
- Comments:
- বাংগালিরা কবরকে যত ভয় করে, হাশরের ময়দানকে তত ভয় করে না।
অথচ আমি কোরআন শরিফে জাহান্নামের থেকেও হিসাবের দিনের ভয়ের কথা বেশি পড়েছি মনে হয়। কবরের কথা না হয় এখন বাদ দিলাম। - Mohammed Tawsif Salam, welcome to the party. এই ময়দানে আপনি নতুন বিচরন করছেন বলে বেখাপ্পা লাগছে। But eventually you will get used to it. Like us.
- বড় লোকেরা যদি বিপদে পড়ে, তবে গরিবরা হাত তালি দেবে -- এটাই নিয়ম জেনেছি। নাকি এটা ভুল জানতাম এতদিন?
- Mohammad Zahidul Alam, //সাহস নেই?//
এইগুলা কি তাহলে?
https://www.facebook.com/habib.dhaka/videos/10150097568828176/ - আর নিজের ছবি দিলেও বলতেন: "এই সব সেলফি পাগলদের শিক্ষা কবে হবে?"।
কিছু করার নেই। - //ক্যামেরার পিছনে কি আপনিই//
রোলার কোষ্টারে বসে এক হাতে ভিডিও ক্যমেরা ধরে রাখার মত সাহস বাংলায় খুব বেশি লোকের নেই। তাই বুইঝা লন। Mohammad Zahidul Alam
- এই হাদিসগুলোর ব্যপারে অনেক অনেক ব্যখ্যা আছে। এবং নির্দিষ্ট কোনো একটা ব্যখ্যা নেই। তাই এই সব ব্যপারে মত দেয়া মানে হলো যার যার ব্যক্তিগত মত দেয়া। Ibn Ahmad Al Hindustani