ইরানের হুমকি ধামকি দেখে মনে হচ্ছে সৌদি আক্রমনের ব্যবস্থা করছে। ময়দান গরম। কয়েকদিন আগে ইরান তিনটা মর্টারও ফেলেছে পাকিস্তানের ভেতর।
ইরান সৌদি লাগবে কি? হিসাব নিকাশ সব উল্টে যাচ্ছে।
তবে বুঝতে পারছি দুনিয়া ব্যপি মানুষ সব উত্তেজিত হয়ে উঠেছে। আম্রিকায় পুলিশ-আফ্রিকান-আমেরিকান মুখোমুখি। ইউরোপে মুসলিম ইমিগ্রেন্ট নিয়ে সরকার-জনগন মুখোমুখি।
এ দিকে সৌদি-আম্রিকা টাকা নিয়ে মুখোমুখি।
আবার রাশিয়া-পাকিস্তানের সাথে যৌথ মহড়া করছে। এই রাশিয়া তো এতদিন ছিলো ইন্ডিয়ার সাথে?
আর এক মাস পরে আম্রিকায় নতুন প্রেসিডেন্ট আসার পর কোন দিকে ঘুরবে?
__________
বুঝা যাচ্ছে এখন কথা কম বলার সময় হয়ে গিয়েছে। প্রেডিকশন বন্ধ করে দেখতে হবে আসলে কি হয়।।
বহু জন বহু কথা কথা বলবে কি হবে, কি হতে পারে।
কিন্তু সত্যিকারে কি ঘটলো সেটাই আসল।
তবে এটা সত্যি Back to normalcy-র দিনে ফিরে যাবার সম্ভাবনা ক্ষিন হয়ে এসেছে।