Post# 1475486181

3-Oct-2016 3:16 pm


প্রথমে -- সৌদি আরব মক্কা-মদিনা ভিজিট করার জন্য এই বছর থেকে জন প্রতি ৪০ হাজার টাকা ট্যক্স ধরেছে প্রথম বারের পর থেকে প্রতিবার।

এর পর -- সরকারী কর্মচারীদের বেতন ২০% কমিয়ে দিয়েছে। এই নতুন হিজরী বছর থেকে তাদের কোনো ঈদ বোনাস দেয়া হবে না।

আজকের নিউজ -- সৌদিতে এখন থেকে আর হিজরি মাস না, বরং ইংরেজী মাস ধরে বেতন দেয়া হবে। তাতে বছরে ১১ দিনের বেতন কম দিতে হবে, টাকা বাচবে।

Their days are numbered. এই আমি বললাম।

বিশেষ করে হজ্জ-উমরার জন্য ট্যক্স ধরা একটা বিশাল ব্যপার। যুগ যুগ ধরে উলামায়ে কিরাম নিন্দা জানিয়ে এসেছে যখন যে সরকার ধরেছে তাদের।
.
.
.
____
এটা একটি negative post.

    Comments:
  • বেতন কমানো খারাপ না। যদিও এটা তাদের ভেতরের দুর্বলতার প্রকাশ।
    হজ্জ উমরার উপর ট্যক্স ধরা হলো খারাপ।
  • হ্যা।
  • Not surprisingly, in real life Mr Been has a high IQ of 180!!!

3-Oct-2016 3:16 pm

Published
3-Oct-2016