Post# 1475930330

8-Oct-2016 6:38 pm



বিশ্বাস যখন মানুষের রক্তের সাথে মিশে যায়, তখন সে সেটা নিয়ে আর তর্ক করে না। "ইসলাম সত্য কিনা" এটা নিয়ে কোনো মুসলিম এই কারনে হিন্দুর সাথে তর্ক করে না। এটা তার মনে স্বতঃসিদ্ধ, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই।

এর বিপরিতে, মনে সন্দেহ থাকলে মানুষ তর্ক করে। যদিও সে দাবি করে "এই ব্যপারে আমার মনে কোনো সন্দেহ নেই।"


মনে করেন: আমি নিজেকে হক পন্থি মনে করে নাহক পন্থি একজনকে রাস্তায় হত্যা করে আসলাম। এর পর আমার মনে হালকা সন্দেহ: জিনিসটা কি ঠিক করেছি? আমি এখন তর্ক করবো। এর মূল কারন নিজেকে নিজে প্রবোধ দেয়া।

এর পর যে কেউ ঐ না-হককে আমার সামনে হক বলবে আমি রেগে যাবো। তাকে প্রচন্ড ভাবে আক্রমন করবো।

আমি বুঝতে পারছি আমার অস্তিত্ব এখন এটা না-হক প্রমান করার উপর নির্ভর করছে। কারন আল্লাহ না করুন, যদি ঐ পক্ষও হক হয় তবে মুসলিমকে হত্যা করার জন্য আমি জাহান্নামি।


আমার তর্ক আমার বিশ্বাসের দুর্বলতার বহিঃপ্রকাশ।

আল্লাহ তায়ালা আমাদের এমন পরিক্ষায় ফেলা থেক রক্ষা করুন যে পরিক্ষা আমাদের স্থবির আর নিরাশ করে দেয়।

8-Oct-2016 6:38 pm

Published
8-Oct-2016