মনে মনে দ্রুত এই বছরের যে কোনো তারিখের বার বের করার নিয়ম। এটা আমি ব্যবহার করি
১
কোনো মাসের যে কোনো একটা তারিখ কি বার ছিলো সেটা জানা থাকলে ঐ মাসের অন্যান্য তারিখগুলোর বার বের করে ফেলা যায়। যেমন এই মাসের ১০ তারিখ যদি সোমবার হয় তবে ৩১ তারিখও সোমবার হবে, ঠিক ২১ দিন পরে বলে। বাকি গুলোও মনে মনে হিসাব করা যায়। ২-৩ সেকেন্ড লাগে আমার।
২
কিন্তু এই বছরের প্রতি মাসের যে কোনো একটা তারিখ কি বারে পড়েছিলো, মনে রাখবো কিভাবে?
সহজ। প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ এই তারিখগুলো সবসময় একই বারে পড়ে। এই বছর যেমন সোমবার। অর্থাৎ এপ্রিলের ৪ তারিখ সোমবার, জুনের ৬ তারিখ সোমবার এরকম।
বাকি মাসগুলো? সেটাও মনে রাখা সহজ: ৫/৯, ৯/৫, ৭/১১, ১১/৭ এগুলো প্রতি বছর ঐ এক দিনে পড়বে। এই বছরের জন্য সোমবারে।
এটা মনে রাখার সহজ নিয়ম হলো, "আমি ৯টা থেকে ৫টা অফিস করি 7-11 কম্পানিতে" এই উক্তিটা মনে রাখা। 7-11 হলো বিদেশের বিশাল চেইনস্টোর। সবজায়গায় এবং প্রায় সব দেশে শাখা আছে। শুধু বাংলাদেশে নেই :-)
৩
বাকি রইলো জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ।
ফেব্রুয়ারির শেষ দিনও সোমবার পড়বে। এই বছর যেহেতু লিপ ইয়ার তাই ২৯ তারিখ সোমবার।
সে থেকে মার্চের ১ তারিখ হলো সোমবারের পরের দিন। তবে মনে রাখার জন্য সহজ হলো মার্চের "শুন্য" তারিখ সোমবার ধরা। হিসাবে সহজ।
শেষে জানুয়ারি। লিপ ইয়ার না এই রকম পর পর ৩ বছর এর ৩ তারিখ হবে সোমবার। আর লিপইয়ারের বছর ৪ তারিখ সোমবার হবে। সহজে মনে রাখার জন্য উক্তি "৩ বছর ৩ তারিখ ৪র্থ বছর ৪"
Done. খুশি? সামনের বছর মানে ২০১৭ সালে এই সব তারিখ এক থাকবে, বারটা হবে শুধু "মঙ্গলবার"। এতটুকু মনে রাখলেই হলো। :-)
- Comments:
- সবার তো আর আপনার মত smart phone নেই /s
- যাদের smart phone নেই, তাদের পিসি লেপটপ কোথা থেকে আসবে? /s
- আমার নরমাল লেন্ডফোনে কোনো ক্যলেন্ডার নেই। /s