যারা দাবি করে সৌদি আরব কোনো ইসলামি রাস্ট্র না, তাদের জন্য।
by the way:
যারা সৌদিকে ইসলামি রাস্ট্র অস্বিকার করে, অধিকাংশ ক্ষেত্রে তাদের কারন হলো সৌদি সরকার তাদের শায়েখেদের উপর জুলুম চালাচ্ছে সেজন্য। এটা আমি জানি, নতুন করে আবার কমেন্টে বলার দরকার নেই।
এর বাইরে "ইসলামি শাসন ব্যরস্থার perfect utopia না হলে কোনো রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র বলা যাবে না" আমি এই যুক্তি সাথে দ্বিমত পোষন করি।
১৪০০ বছরের ইসলামি ইতিহাসে "পারফেক্ট ইসলামি শাসন ব্যবস্থা" ছিলো হয়তো মাত্র ৬-৭ জন শাসকের আমলের ৪০-৫০ বছর। তার অর্থ এই না যে বাকি ১৩৫০ বছর ধরে ইসলামি সম্রাজ্যে কোনো ইসলামি শাসন ছিলো না বা এখনো কোথাও নেই।
ইসলামি শাসনের উপর এত বিশাল বিশাল ফতোয়ার কিতাব লিখা হয়েছে শুধু মাত্র এই ৫০ বছরের শাসনামলের জন্য -- এটাও আমি বিশ্বাস করি না।
- Comments:
- ঐ বেচারার মত face lift করলে আমিও..