এ বিষয়ের উপর আবার শেয়ার করলাম।
যদিও জানি, যারা বার বার প্রশ্ন করতে থাকে, তারা এটার কিছুই পড়বে না, এবং প্রশ্ন করতেই থাকবে: "কিন্তু অমুক যে বলেছে তমুক?"
ভাইয়েরা/বোনেরা, আগে ঠিক করেন আপনি "হানাফি" মাজহাব অনুসরন করেন নাকি "হাম্বলি-সালাফি"। এর পর যে যার আলেমদের অনুসরন করেন।
যদি বলেন "আমি কোনো মাজহাব মানি না শুধু কোরআন হাদিস মানি" তাহলে কোরআন হাদিস খুলে দেখে নিজে নিজে জেনে নিন কোন মাসলার কি ফতোয়া।
আমাকে বা অন্যদের জিজ্ঞাসা করে আমাদেরকে "মাজহাবের ইমাম" বানানোর কোনো অর্থ নেই।